সাহিত্য
676. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের পটভূমি হচ্ছে?
- ক. পানিপথের যুদ্ধ
- খ. সিপাহী বিদ্রোহ
- গ. কৃষক বিগ্রোহ
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ পানিপথের যুদ্ধ
677. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’ কার রচনা?
- ক. সেলিনা হোসেন
- খ. হুমায়ন আহমেদ
- গ. হাসান আজিজুল হক
- ঘ. রশীদ করীম
উত্তরঃ হুমায়ন আহমেদ
679. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. চর্যাপদ
- খ. রামায়ণ
- গ. মহাভারত
- ঘ. শ্রীবৃষ্ণকীর্তন কাব্য
উত্তরঃ চর্যাপদ
680. ‘ব্যথার দান’ গল্প গ্রন্থের লেখক কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
682. মধুসূদন দত্ত রচিত ‘পত্রকাব্য’ হচ্ছে -
- ক. ব্রজাঙ্গনা
- খ. পদ্মাবতী
- গ. তিলোত্তমা
- ঘ. বীরাঙ্গনা
উত্তরঃ বীরাঙ্গনা
683. ‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’ বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে?
- ক. নিত্যবৃত্ত অতীত
- খ. পুরাঘটিত অতীত
- গ. ঘটনার অতীত
- ঘ. সাধারণ অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
684. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি?
- ক. কল্যাণীয়েষু
- খ. সুচরিতেষু
- গ. শ্রদ্ধাস্পদাসু
- ঘ. প্রাতিভাজনেষু
উত্তরঃ শ্রদ্ধাস্পদাসু
686. ‘কালান্তর’ প্রবন্ধের লেখক কে?
- ক. ড. আনিসুজ্জামান
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
687. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো -
- ক. সংক্ষেপন
- খ. মিলন
- গ. বিশেষভাবি বিশ্লেষণ
- ঘ. ভাবের বিনিময়
উত্তরঃ বিশেষভাবি বিশ্লেষণ
688. ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. শামসুর রহমান
- খ. হুমায়ন আহমেদ
- গ. শওকত ওসমান
- ঘ. জহির রায়হান
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
689. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি -
- ক. আব্দুল করিম
- খ. রামনারায়ণ
- গ. ফররুখ আহমেদ
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
690. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের উদাহরণ?
- ক. ঘটমান বর্তমান
- খ. পুরাঘটিত বর্তমান
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
691. ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. কায়কোবাদ
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
692. ‘বীরবল’ কোন কবির ছদ্মনাম?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. প্রমথ চৌধুরী
- গ. বিমল ঘোষ
- ঘ. সমরেশ বসু
উত্তরঃ প্রমথ চৌধুরী
693. বাংলা ভাষার উদ্ভব হয়েছে .... ভাষা থেকে।
- ক. প্রাকৃত
- খ. পালি
- গ. সংস্কৃত
- ঘ. অপভ্রংশ
উত্তরঃ প্রাকৃত
- ক. সুকুমার রায়
- খ. সন্দীপ রায়
- গ. সত্যজিৎ রায়
- ঘ. ডি.এল.রায়
উত্তরঃ সুকুমার রায়
695. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?
- ক. শেখ হাসিনা
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ঘ. শেখ ফজলুল হক মনি
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
696. ‘জোড় ও জোর’ শব্দের অর্থ যথাক্রমে -
- ক. যুগল ও শক্তি
- খ. যুক্ত ও বল
- গ. যুক্ত ও যুগ্ম
- ঘ. শক্তি ও যুগল
উত্তরঃ যুগল ও শক্তি
697. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
- ক. চুক্তিপত্র
- খ. অভিযোগপত্র
- গ. প্রতিবেদন
- ঘ. বিজ্ঞপ্তি
উত্তরঃ বিজ্ঞপ্তি
698. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. মানিক বন্দোপাধ্যায়
- খ. শওকত ওসমান
- গ. আলাউদ্দিন আল আজাদ
- ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ
699. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
- ক. সারদা দেবী
- খ. চন্দ্রাবতী
- গ. স্বর্ণকুমারী দেবী
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ চন্দ্রাবতী
700. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?
- ক. পল্লীসমাজ
- খ. গৃহদাহ
- গ. চার অধ্যায়
- ঘ. চরিত্রহীন
উত্তরঃ চার অধ্যায়