সাহিত্য
626. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. আকবর হোসেন
- গ. জহির রায়হান
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ
627. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. উপন্যাস
- খ. নাটক
- গ. ছোটগল্প
- ঘ. কবিতা
উত্তরঃ উপন্যাস
628. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এ. কে. খোন্দকার
- ঘ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
629. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীরি চৌধুরীর নাটক কোনটি?
- ক. চিঠি
- খ. দণ্ডকারণ্য
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. কবর
উত্তরঃ কবর
630. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
- ক. চর্যাপদ
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. শূন্য পুরাণ
- ঘ. নিরঞ্জনের রুম্মা
উত্তরঃ চর্যাপদ
631. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- খ. হুমায়ন আহমেদ
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. অদ্বৈতমল্ল বর্মন
উত্তরঃ অদ্বৈতমল্ল বর্মন
632. কবি জসীমউদদরীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
- ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
- খ. চলে মুসাফির
- গ. বিলেতে সাতশ দিন
- ঘ. আমার তুরস্ক
উত্তরঃ চলে মুসাফির
635. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
636. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. শওকত ওসমান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ জহির রায়হান
638. ‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?
- ক. সমার্থে
- খ. বিপরীতার্থে
- গ. ক্ষুদ্রার্থে
- ঘ. বৃহদার্থে
উত্তরঃ ক্ষুদ্রার্থে
639. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. চাষী নজরুল ইসলাম
- খ. আলমগীর কবির
- গ. জহির রায়হান
- ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ জহির রায়হান
641. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
- ক. একবলার দ্বিগুণ সময়
- খ. এক সেকেন্ড
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক বলতে যে সময় প্রয়োজন‘
উত্তরঃ এক সেকেন্ড
642. অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল?
- ক. পড়াশোনার উপর
- খ. ভাষান্তরের উপর
- গ. নির্ধারণের উপর
- ঘ. অভ্যাসের উপর
উত্তরঃ ভাষান্তরের উপর
645. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
- ক. আঞ্চলিক
- খ. উপভাষা
- গ. লেখ্য
- ঘ. কথ্য
উত্তরঃ লেখ্য
646. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
- ক. হাইফেন
- খ. ড্যাস
- গ. কোলন ড্যাস
- ঘ. কোলন
উত্তরঃ কোলন
647. অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
- ক. অভ্যাসের
- খ. পড়াশুনার
- গ. ভাষান্তরের
- ঘ. নির্ধারণের
উত্তরঃ ভাষান্তরের
649. ‘কমা’ কোথায় বসে?
- ক. বাক্যের মাঝে কোনোপদ ব্যাখ্যা করার জন্য
- খ. প্রশ্ন বোঝানের জন্য
- গ. সম্বোধন পদের পর
- ঘ. কোনো অপূর্ণ বাক্যের পর
উত্তরঃ সম্বোধন পদের পর
- ক. যৌগিক বাক্য
- খ. বিগ্রহ বাক্য
- গ. সমস্ত পদ
- ঘ. সমস্যামান পদ
উত্তরঃ বিগ্রহ বাক্য