সাহিত্য

551. মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল -

  • ক. তত্ত্ববোধিনী
  • খ. শিখা
  • গ. মোহম্মদী
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ শিখা

বিস্তারিত

552. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. কপালকুণ্ডলা
  • গ. মৃণালিনী
  • ঘ. বিষবৃক্ষ

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

554. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. পল্লীসমাজ
  • খ. শেষ প্রশ্ন
  • গ. পদ্মরাগ
  • ঘ. পরিণীতা

উত্তরঃ পদ্মরাগ

বিস্তারিত

555. লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. রফিক আজাদ
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

556. ‘পদ্মার পলিদ্বীপ’ - কার রচনা?

  • ক. জহির রায়হান
  • খ. মাহবুবুল আলম
  • গ. আব্দুল ইসহাক
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ আব্দুল ইসহাক

বিস্তারিত

557. ‘ষোল নয়, আমর মাতৃভাষা ষোলশত রূপ’ - কথাটি কে বলেছেন?

  • ক. ড. মু শহীদুল্লাহ
  • খ. মুনীর চৌধুরী
  • গ. আব্দুল হাই
  • ঘ. হুমায়ূন আজাদ

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

558. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?

  • ক. সুফিয়া কামাল
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. রফিক আজাদ
  • ঘ. শামসুর রহমান

উত্তরঃ শামসুর রহমান

বিস্তারিত

559. ‘তোমাকে অভিবাদন বাংলাদেশ’ - কে জানিয়েছেন এই অভিবাদন?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. আসাদ চৌধুরী
  • গ. কামাল চৌধুরী
  • ঘ. অসীম সাহা

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

560. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

  • ক. বঙ্গদূত
  • খ. জ্ঞানান্বেষণ
  • গ. জ্ঞানাংকুর
  • ঘ. সংবাদপ্রভাকর

উত্তরঃ জ্ঞানান্বেষণ

বিস্তারিত

561. ‘হপ্ত পয়কার’ কার রচনা?

  • ক. সৈয়দ আলাওল
  • খ. দীনবন্ধু মিত্র
  • গ. জৈনুদ্দীন
  • ঘ. অমিয় দেব

উত্তরঃ সৈয়দ আলাওল

বিস্তারিত

562. ‘জয়গুন’ - কোন ‍উপন্যাসের চরিত্র?

  • ক. জননী
  • খ. সূর্যদীঘল বাড়ী
  • গ. সারেং বৌ
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ সূর্যদীঘল বাড়ী

বিস্তারিত

563. ‘মনপুরা-৭০’ কী?

  • ক. একটি উপজেলা
  • খ. একটি নদী বন্দর
  • গ. একটি উপন্যাস
  • ঘ. একটি চিত্রশিল্প

উত্তরঃ একটি চিত্রশিল্প

বিস্তারিত

564. কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?

  • ক. মরুমায়া
  • খ. মরুভাস্কর
  • গ. মরুতীর্থ
  • ঘ. মরুকুসুম

উত্তরঃ মরুভাস্কর

বিস্তারিত

565. বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?

  • ক. প্রফেসর আবদুল হাই
  • খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
  • গ. কাজী মোতাহার হোসেন
  • ঘ. ড. এনামুল হক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

566. রামায়ণের রচয়িতা -

  • ক. রত্নাকর দস্যু
  • খ. কবীন্ত্র পরমেশ্বর
  • গ. কৃত্তিবাস ওজা
  • ঘ. মাগন ঠাকুর

উত্তরঃ রত্নাকর দস্যু

বিস্তারিত

567. প্রথম বাংলা ‘থিসরাস’ অভিধান সংকলন করেছেন?

  • ক. অশোক মুখোপাধ্যায়
  • খ. জগন্নাত চক্রবর্তী
  • গ. আশীষ রায়
  • ঘ. ড. মুহম্মদ শহিদুল্লাহ

উত্তরঃ অশোক মুখোপাধ্যায়

বিস্তারিত

568. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. আবুল ফজল
  • খ. কৌটিল্য
  • গ. ইবনে খালদুন
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তরঃ কৌটিল্য

বিস্তারিত

569. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

  • ক. ইঙ্গিতের সাহায্যে
  • খ. ঠোঁটের সাহায্যে
  • গ. কণ্ঠের সাহায্যে
  • ঘ. বাগযন্ত্রের সাহায্যে

উত্তরঃ বাগযন্ত্রের সাহায্যে

বিস্তারিত

570. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

  • ক. সাধুভাষা
  • খ. আদর্শ চলিত ভাষা
  • গ. আঞ্চলিক ভাষা
  • ঘ. দেশি ভাষা

উত্তরঃ আদর্শ চলিত ভাষা

বিস্তারিত

571. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. কোলন
  • গ. কমা
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

572. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

  • ক. কোলন
  • খ. ড্যাস
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

573. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. উপমান কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. নিত্য সমাস

উত্তরঃ উপপদ তৎপুরুষ

বিস্তারিত

574. প্রাতিপদিক কী?

  • ক. সাধিত শব্দ
  • খ. বিভক্তিযুক্ত শব্দ
  • গ. বিভক্তিহীন নাম শব্দ
  • ঘ. প্রত্যয়যুক্ত শব্দ

উত্তরঃ বিভক্তিহীন নাম শব্দ

বিস্তারিত

575. গাছে এখনও ফল ধরেনি।

  • ক. The tree has not yet borne fruit.
  • খ. There is no fruit in the tree.
  • গ. Still the tree is without fruit.
  • ঘ. The tree has not born fruit you.

উত্তরঃ The tree has not yet borne fruit.

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects