সাহিত্য
551. মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল -
- ক. তত্ত্ববোধিনী
- খ. শিখা
- গ. মোহম্মদী
- ঘ. সবুজপত্র
উত্তরঃ শিখা
552. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. কপালকুণ্ডলা
- গ. মৃণালিনী
- ঘ. বিষবৃক্ষ
উত্তরঃ দুর্গেশনন্দিনী
553. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?
- ক. ১৯১০
- খ. ১৯১১
- গ. ১৯১২
- ঘ. ১৯১৩
উত্তরঃ ১৯১৩
554. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
- ক. পল্লীসমাজ
- খ. শেষ প্রশ্ন
- গ. পদ্মরাগ
- ঘ. পরিণীতা
উত্তরঃ পদ্মরাগ
555. লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. রফিক আজাদ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. আবুল ফজল
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
556. ‘পদ্মার পলিদ্বীপ’ - কার রচনা?
- ক. জহির রায়হান
- খ. মাহবুবুল আলম
- গ. আব্দুল ইসহাক
- ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ আব্দুল ইসহাক
557. ‘ষোল নয়, আমর মাতৃভাষা ষোলশত রূপ’ - কথাটি কে বলেছেন?
- ক. ড. মু শহীদুল্লাহ
- খ. মুনীর চৌধুরী
- গ. আব্দুল হাই
- ঘ. হুমায়ূন আজাদ
উত্তরঃ মুনীর চৌধুরী
558. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?
- ক. সুফিয়া কামাল
- খ. নির্মলেন্দু গুণ
- গ. রফিক আজাদ
- ঘ. শামসুর রহমান
উত্তরঃ শামসুর রহমান
559. ‘তোমাকে অভিবাদন বাংলাদেশ’ - কে জানিয়েছেন এই অভিবাদন?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আসাদ চৌধুরী
- গ. কামাল চৌধুরী
- ঘ. অসীম সাহা
উত্তরঃ সৈয়দ শামসুল হক
560. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
- ক. বঙ্গদূত
- খ. জ্ঞানান্বেষণ
- গ. জ্ঞানাংকুর
- ঘ. সংবাদপ্রভাকর
উত্তরঃ জ্ঞানান্বেষণ
- ক. সৈয়দ আলাওল
- খ. দীনবন্ধু মিত্র
- গ. জৈনুদ্দীন
- ঘ. অমিয় দেব
উত্তরঃ সৈয়দ আলাওল
562. ‘জয়গুন’ - কোন উপন্যাসের চরিত্র?
- ক. জননী
- খ. সূর্যদীঘল বাড়ী
- গ. সারেং বৌ
- ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ সূর্যদীঘল বাড়ী
563. ‘মনপুরা-৭০’ কী?
- ক. একটি উপজেলা
- খ. একটি নদী বন্দর
- গ. একটি উপন্যাস
- ঘ. একটি চিত্রশিল্প
উত্তরঃ একটি চিত্রশিল্প
564. কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
- ক. মরুমায়া
- খ. মরুভাস্কর
- গ. মরুতীর্থ
- ঘ. মরুকুসুম
উত্তরঃ মরুভাস্কর
565. বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে?
- ক. প্রফেসর আবদুল হাই
- খ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. ড. এনামুল হক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
566. রামায়ণের রচয়িতা -
- ক. রত্নাকর দস্যু
- খ. কবীন্ত্র পরমেশ্বর
- গ. কৃত্তিবাস ওজা
- ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ রত্নাকর দস্যু
567. প্রথম বাংলা ‘থিসরাস’ অভিধান সংকলন করেছেন?
- ক. অশোক মুখোপাধ্যায়
- খ. জগন্নাত চক্রবর্তী
- গ. আশীষ রায়
- ঘ. ড. মুহম্মদ শহিদুল্লাহ
উত্তরঃ অশোক মুখোপাধ্যায়
568. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার রচনা?
- ক. আবুল ফজল
- খ. কৌটিল্য
- গ. ইবনে খালদুন
- ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তরঃ কৌটিল্য
569. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
- ক. ইঙ্গিতের সাহায্যে
- খ. ঠোঁটের সাহায্যে
- গ. কণ্ঠের সাহায্যে
- ঘ. বাগযন্ত্রের সাহায্যে
উত্তরঃ বাগযন্ত্রের সাহায্যে
570. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
- ক. সাধুভাষা
- খ. আদর্শ চলিত ভাষা
- গ. আঞ্চলিক ভাষা
- ঘ. দেশি ভাষা
উত্তরঃ আদর্শ চলিত ভাষা
572. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?
- ক. কোলন
- খ. ড্যাস
- গ. হাইফেন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ সেমিকোলন
573. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
- ক. উপপদ তৎপুরুষ
- খ. উপমান কর্মধারয়
- গ. উপমিত কর্মধারয়
- ঘ. নিত্য সমাস
উত্তরঃ উপপদ তৎপুরুষ
574. প্রাতিপদিক কী?
- ক. সাধিত শব্দ
- খ. বিভক্তিযুক্ত শব্দ
- গ. বিভক্তিহীন নাম শব্দ
- ঘ. প্রত্যয়যুক্ত শব্দ
উত্তরঃ বিভক্তিহীন নাম শব্দ
575. গাছে এখনও ফল ধরেনি।
- ক. The tree has not yet borne fruit.
- খ. There is no fruit in the tree.
- গ. Still the tree is without fruit.
- ঘ. The tree has not born fruit you.
উত্তরঃ The tree has not yet borne fruit.