সাহিত্য
476. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
- ক. বিসর্জন
- খ. অচলায়তন
- গ. ডাকঘর
- ঘ. বসন্ত
উত্তরঃ ডাকঘর
477. ‘টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী’। চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
- ক. প্রতিবেশীর প্রতি ভালোবাসা
- খ. আত্মীয়ের প্রতি ভালোবাসা
- গ. দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
- ঘ. একাকীত্বের কথা
উত্তরঃ দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
478. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কার রচনা?
- ক. গোবিন্দদাস
- খ. জ্ঞানদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. চণ্ডীদাস
উত্তরঃ চণ্ডীদাস
480. বাংলা লিপির উৎস -
- ক. সংস্কৃত লিপি
- খ. ব্রাহ্মী লিপি
- গ. চীনা লিপি
- ঘ. আরবি লিপি
উত্তরঃ ব্রাহ্মী লিপি
481. ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক -
- ক. শওকত ওসমান
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
482. বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
- ক. ৯০১-১২০০ খ্রি.
- খ. ১২০১-১৩৫০ খ্রি.
- গ. ১২০১-১৮০০ খ্রি.
- ঘ. ১৫০১-১৯০০ খ্রি.
উত্তরঃ ১২০১-১৮০০ খ্রি.
484. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
- ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
- খ. নরকে লাল গোলাপ
- গ. বর্ণচোরা
- ঘ. ইবলিশ
উত্তরঃ ইবলিশ
485. পোস্টাল কোড কী নির্দেশ করে?
- ক. প্রাপকের এলাকা
- খ. ডাক বিভাগের নাম
- গ. পোস্ট অফিসের নাম
- ঘ. প্রেরকের এলাকা
উত্তরঃ প্রাপকের এলাকা
487. কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
- ক. মার্চ ২৬, ১৯৭১
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
- গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
- ঘ. চট্রগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ চট্রগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
488. ‘ফুল্লবর’ চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়?
- ক. চণ্ডীমঙ্গল
- খ. অন্নদামঙ্গল
- গ. মনসামঙ্গল
- ঘ. ধর্মমঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল
489. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জীবনান্দন দাশ
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
490. বীরবল কার ছদ্মনাম?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রথম চৌধুরী
- গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- ঘ. সমরেশ বসু
উত্তরঃ প্রথম চৌধুরী
491. ‘মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা -
- ক. মানিক বন্দ্যোপাধ্যায়
- খ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
492. বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
- ক. চর্যাপদ
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. শেক শুভোদয়া
- ঘ. শূন্য পুরাণ
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
493. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. পল্লী কবি জসীমউদদীন
- ঘ. ড. মুহম্মদ শহীদুল্লা
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
494. ‘বেগম’ পত্রিকার সম্পাদককে?
- ক. নূরজাহান বেগম
- খ. সুলতানা কামাল
- গ. সুফিয়া কামাল
- ঘ. হেনা দাস
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
495. ‘কারাগারের রোজনামচা’ কার রচনা?
- ক. শেখ হাসিনা
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আবদুর রব সেরনিয়াবাত
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
496. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. সৈয়দ আলী আহসান
- ঘ. মুহম্মদ আবদুল হাই
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
497. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. আর্তনাদ
- খ. শঙ্খনীল কারাগার
- গ. জাহান্নাম হইতে বিদায়
- ঘ. কাঁটাতারে প্রজাপতি
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়
498. বাংলা সাহিত্যে প্রথম নাটক -
- ক. ভদ্রার্জুন
- খ. আলারের ঘরের দুলাল
- গ. দুর্গেশ নন্দিনী
- ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ভদ্রার্জুন
- ক. আবুল মনসুর আহমদ
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. শওকত ওসমান
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
500. বাংলা সাহিত্যে ‘সনেট’ রচনার প্রবর্তক কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. বিদ্যাসাগর
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত