সাহিত্য
427. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. সোনার তরী
- খ. গীতাঞ্জলি
- গ. চিত্রা
- ঘ. ক্ষণিকা
উত্তরঃ গীতাঞ্জলি
428. অমর কথাশিল্পী নামে পরিচিত -
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
429. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- এই বাক্যে মরি মরি -
- ক. বিশেষণের-বিশেষণ
- খ. পদাশ্রিত নির্দেশক
- গ. সমুচ্চয়ী অব্যয়
- ঘ. অনন্বয়ী অব্যয়
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
430. বাংলা সাহিত্য ধরার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন -
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
431. হেমিংওয়ের ‘দি ওল্ডম্যান এন্ড দি সি’ - গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন -
- ক. ফজলে লোহানী
- খ. ফতেহ লোহানী
- গ. কামাল লোহানী
- ঘ. জামাল লোহানী
উত্তরঃ ফতেহ লোহানী
432. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
- ক. বিদ্রোহী
- খ. মুক্তি
- গ. রণ সঙ্গীত
- ঘ. লিচু চোর
উত্তরঃ মুক্তি
434. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন কোনটি?
- ক. ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
- খ. ২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
- গ. ২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
435. বিভক্তিহীন নাম পদকে বলা হয় -
- ক. সাধিত শব্দ
- খ. প্রাদিপাদিক
- গ. নাম শব্দ
- ঘ. ক্রিয়া
উত্তরঃ প্রাদিপাদিক
437. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. তিনিই সমাজরে মাথা
- খ. মাথা খাটিয়ে কাজ করবে
- গ. লজ্জায় আমার মাথা কাটা গেল
- ঘ. মাথা নেই তার মাথা ব্যথা
উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে
438. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
- ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- খ. শ্রীরামপুর মিশন
- গ. এশিয়াটিক সোসাইটি
- ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ
440. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
- ক. নাসির উদ্দীন শাহ
- খ. মুর্শিদ কুলি খাঁ
- গ. শাহ সুজা
- ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ
441. ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?
- ক. শাহ মুহম্মদ সগীর
- খ. আলাওল
- গ. সৈয়দ সুলতান
- ঘ. মুহম্মদ কবীর
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
442. বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?
- ক. সান্ধ্য ভাষা
- খ. মৈথিলি ভাষা
- গ. ব্রজবুলি ভাষা
- ঘ. অহমিয়া ভাষা
উত্তরঃ মৈথিলি ভাষা
443. মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?
- ক. চণ্ডীমঙ্গল
- খ. মনসা মঙ্গল
- গ. ধর্ম মঙ্গল
- ঘ. অন্নদা মঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল
445. ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’ - বাক্যটি কার রচনা?
- ক. আলাওল
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. শাহাদাৎ হোসেন
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
446. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সত্যেন্দ্র নাত দত্ত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. কাদের নওয়াজ
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
448. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের জম্ম সন কোনটি?
- ক. ১৮৩৮ খ্রি.
- খ. ১৮৩৬ খ্রি.
- গ. ১৮৩৭ খ্রি.
- ঘ. ১৮৩৯ খ্রি.
উত্তরঃ ১৮৩৮ খ্রি.
449. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. ঘুম নেই
- খ. রাশিয়ার চিঠি
- গ. যোগাযোগ
- ঘ. রক্ত কবরী
উত্তরঃ ঘুম নেই
450. কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন?
- ক. বুদ্ধদেব বসু
- খ. জীবনানন্দ দাশ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. অচিন্তকুমার সেনগুপ্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম