সাহিত্য

501. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

502. বালকেরা স্কুলে যাচ্ছে’ - বাক্যটি কোন ধরনের কাল নিদের্শ করে?

  • ক. সাধারণ বর্তমানে
  • খ. নিত্য বর্তমান
  • গ. ঘটমান বর্তমান
  • ঘ. বর্তমান অনুজ্ঞা

উত্তরঃ ঘটমান বর্তমান

বিস্তারিত

503. ‘পাপের ধন প্রায়শ্চিত্তে যায়’ - প্রবাদটির অর্থ -

  • ক. যে দামে কেনা সে দামে বেচা
  • খ. পাপ করলে প্রায়চিত্ত
  • গ. বোঝার উপর শাকের আটি
  • ঘ. বিপদ একা আসে না

উত্তরঃ যে দামে কেনা সে দামে বেচা

বিস্তারিত

504. ‘সবার উপরে মানুষ সত্য, তহার উপরে নাই’ - উক্তিটি কার?

  • ক. ঈশ্বরচন্দ্র
  • খ. বিবেকানন্দ
  • গ. রবীন্দ্রনাথ
  • ঘ. চণ্ডীদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

505. ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. দ্বিজেন্দ্র নাথ রায়
  • গ. অতুল প্রসাদ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ দ্বিজেন্দ্র নাথ রায়

বিস্তারিত

506. ‘প্রবাসের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. জাহানারা ইমাম
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

507. 'Stop Genocide' (স্টপ জেনোসাইড) প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে?

  • ক. চাষী নজরুল ইসলাম
  • খ. জহির রায়হান
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. তারেক মাসুদ

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

508. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

  • ক. সংস্কৃত লিপি
  • খ. চীনা লিপি
  • গ. আরবি লিপি
  • ঘ. ব্রাহ্মী লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি

বিস্তারিত

509. বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কোন সালে?

  • ক. ১৯০০
  • খ. ১৮০০
  • গ. ১৯৫২
  • ঘ. ১৯৭১

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

510. চর্যাপদের আবিষ্কারক কে?

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. ডক্টর সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

511. মধ্যযুগের প্রথম কবি কে?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. দৌলত কাজী
  • ঘ. বড়ু চণ্ডীদাস

উত্তরঃ বড়ু চণ্ডীদাস

বিস্তারিত

512. জীবনান্দন দাশের প্রথম কাব্য কোনটি?

  • ক. রূপসী বাংলা
  • খ. ঝরা পালক
  • গ. ধূসর পান্ডুলিপি
  • ঘ. বনলতা সেন

উত্তরঃ ঝরা পালক

বিস্তারিত

513. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বিদ্যাপতি

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

514. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. বিজয় গুপ্ত
  • গ. মুকুন্দরাম চক্রবর্তী
  • ঘ. কানা হরিদত্ত

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

515. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?

  • ক. বেতালপঞ্চবিংশতি
  • খ. সীতার বনবাস
  • গ. অতি অল্প হইল
  • ঘ. শকুন্তলা

উত্তরঃ অতি অল্প হইল

বিস্তারিত

516. সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?

  • ক. কালকুট
  • খ. অনিলা দেবী
  • গ. মজলুম আদিব
  • ঘ. মৈনাক

উত্তরঃ কালকুট

বিস্তারিত

517. বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র

বিস্তারিত

518. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?

  • ক. শ্রীকান্ত
  • খ. গ্রহদাহ
  • গ. পথের দাবী
  • ঘ. শেষ প্রশ্ন

উত্তরঃ পথের দাবী

বিস্তারিত

519. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. ছোটগল্প
  • ঘ. কবিতা

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

520. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস?

  • ক. চক্রবাক
  • খ. মৃত্যুক্ষুধা
  • গ. আলেয়া
  • ঘ. সাম্যবাদী

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

521. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?

  • ক. ভারতী
  • খ. যুগান্তর
  • গ. সবুজপত্র
  • ঘ. সওগাত

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

522. রামায়ণের অনুবাদক নয় কে?

  • ক. কবীন্দ্র পরমেশ্বর
  • খ. কৃত্তিদাস
  • গ. নিত্যানন্দ আচার্য
  • ঘ. চন্দ্রাবতী

উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর

বিস্তারিত

523. আরাকান রাজসভার কবি ছিলেন -

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. দোনাগাজী
  • গ. আলাওল
  • ঘ. ফকির গরীবুল্লাহ

উত্তরঃ আলাওল

বিস্তারিত

524. মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক উপন্যাস নয় কোনটি?

  • ক. যাত্রা
  • খ. দুই সৈনিক
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. নীল ময়ূরের যৌবন

উত্তরঃ নীল ময়ূরের যৌবন

বিস্তারিত

525. ‘নীল দর্পণ’ নাটকের রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. মুনীর চৌধুরী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ দীনবন্ধু মিত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects