সাহিত্য
526. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. মুনীর চৌধুরী
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ দীনবন্ধু মিত্র
527. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ -এই উক্তিটি কার?
- ক. চণ্ডীদাস
- খ. বিবেকানন্দ
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ চণ্ডীদাস
- ক. দৃঢ়তা
- খ. অনভিজ্ঞতা
- গ. গোপনীয়তা
- ঘ. বাস্তবতা
উত্তরঃ অনভিজ্ঞতা
530. বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রাজা রামমোহন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
532. ‘পদ্মবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
- ক. প্রাচীন যুগের
- খ. আধুনিক যুগের
- গ. মধ্য যুগের
- ঘ. উত্তর আধুনিক যুগের
উত্তরঃ মধ্য যুগের
534. ‘যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’- পঙক্তিটি কোন কবির রচনা?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. অতুল প্রসাদ সেন
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ সৈয়দ শামসুল হক
535. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
- ক. আবুল ফজাল
- খ. আব্দুল হাই
- গ. কাজেম আল কোরেশী
- ঘ. শেখ আজিজুর রহমান
উত্তরঃ শেখ আজিজুর রহমান
536. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. সিন্ধু হিন্দোল
- খ. অগ্নিবীণা
- গ. ভাঙার গান
- ঘ. বিষের বাঁশি
উত্তরঃ অগ্নিবীণা
538. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. শবনম
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চিলেকোঠার সেপাই
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
539. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
540. সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
- ক. আব্দুল জাব্বার
- খ. আবদুল হাদী
- গ. মাহমুদুননবী
- ঘ. খুরশীদ আলম
উত্তরঃ আব্দুল জাব্বার
541. স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
- ক. জীবন থেকে নেয়া
- খ. লেট দেয়ার বি লাইট
- গ. ওরা ১১ জন
- ঘ. অরুণোদয়ের অগ্নিসাক্ষী
উত্তরঃ ওরা ১১ জন
542. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. মাটি আর অশ্রু
- খ. হাঙর নদী গ্রেনেড
- গ. সারেং বৌ
- ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
543. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?
- ক. নেপালের ধর্মশালা থেকে
- খ. বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে
- গ. তিব্বতের ধর্মশালা থেকে
- ঘ. নেপালের রাজ গ্রন্থশালা থেকে
উত্তরঃ নেপালের রাজ গ্রন্থশালা থেকে
544. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
- ক. ৬০০ - ৯৫০ খ্রি.
- খ. ১২০১ - ১৩৫০ খ্রি.
- গ. ১৩৫১ - ১৪৫০ খ্রি.
- ঘ. ৯৫০ - ১২০০ খ্রি.
উত্তরঃ ১২০১ - ১৩৫০ খ্রি.
545. শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনি কাব্য রচনা করেন -
- ক. লোচন দাস
- খ. গোবিন্দ দাস
- গ. জয়ানন্দ দাস
- ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ বৃন্দাবন দাস
546. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
- ক. রাজা চন্দ্রগুপ্তের
- খ. রাজা বিক্রমাদিত্যের
- গ. লক্ষ্মণসেনের
- ঘ. রাজা কৃষ্ণচন্দ্রের
উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্রের
547. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে?
- ক. সংস্কৃত কলেজ
- খ. প্রেসিডেন্সী কলেজ
- গ. ফোর্ট উইলিয়াম কলেজ
- ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ সংস্কৃত কলেজ
548. বত্রিশ সিংহাসনের রচয়িতা -
- ক. গোলকনাথ শর্মা
- খ. রাম রাম বসু
- গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- ঘ. মদন মোহন তর্কালঙ্কার
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
549. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম
- ক. গৌড়ীয় ব্যাকরণ
- খ. ভাষা ও ব্যাকরণ
- গ. বর্ণ পরিচয়
- ঘ. সরল বাংলা ব্যাকরণ
উত্তরঃ গৌড়ীয় ব্যাকরণ
550. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- ক. ভদ্রার্জুন
- খ. কীর্তিবিলাস
- গ. শর্মিষ্ঠা
- ঘ. কুলীনকুল সর্বঙ্গ
উত্তরঃ শর্মিষ্ঠা