সাহিত্য
601. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
- ক. স্বর্ণলতা
- খ. কপালকুণ্ডলা
- গ. আলারের ঘরের দুলাল
- ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ কপালকুণ্ডলা
602. ‘বীরাঙ্গনা কাব্য’ কার রচনা?
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. অক্ষয় কুমার দত্ত
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
603. ‘মৃত্যুক্ষধা’ উপন্যাসটি কে রচনা করেন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
604. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?
- ক. কৃষ্ণকুমারী
- খ. রক্তকরবী
- গ. বসন্তকুমারী
- ঘ. সধবার একাদশী
উত্তরঃ রক্তকরবী
605. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে/কে বাঁচিতে চায়?’ - উক্তিটি কার?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
606. ‘নয়নচারা’ গল্পের লেখক কে?
- ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
607. বাংলা গদ্যের জনক কালে বলা হয়?
- ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. প্যারিচাঁদ মিত্র
- ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
608. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. সৈয়দ মঞ্জুরুল ইসলাম
উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ
609. ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের পরিচালকের নাম কী?
- ক. অমিতাভ রেজা
- খ. গাজী রাফায়াত
- গ. আবু সাইয়ীদ
- ঘ. তৌকির আহমদ
উত্তরঃ অমিতাভ রেজা
610. শাহ্ আব্দুল করিমের জম্ম কোন জেলায়?
- ক. মানিকগঞ্জ
- খ. মুন্সিগঞ্জ
- গ. নারয়ণগঞ্জ
- ঘ. সুনামগঞ্জ
উত্তরঃ সুনামগঞ্জ
612. ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের পটভূমি কী?
- ক. ভাষা আন্দোলন
- খ. মুক্তিযুদ্ধ
- গ. অসহযোগ আন্দোলন
- ঘ. কৃষক বিদ্রোহ
উত্তরঃ কৃষক বিদ্রোহ
613. ‘বন্দী শিবির থেকে’ কাব্যটি কার লেখা?
- ক. শামসুর রহমান
- খ. নির্মলেন্দু গুণ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. জীবনান্দন
উত্তরঃ শামসুর রহমান
614. শহিদ জননী জাহানারা ইমামের রচনা কোনটি?
- ক. হৃদয়ে একাত্তর
- খ. মূলধারা একাত্তর
- গ. একাত্তরের দিনগুলি
- ঘ. স্বাধীনতা ১৯৭১
উত্তরঃ একাত্তরের দিনগুলি
615. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. আখতারুজ্জামান ইলিয়াস
- খ. হাসান আজিজুল হক
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
618. বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?
- ক. মেঘনাদবধ
- খ. বৃত্রসংহার
- গ. কুরুক্ষেত্র
- ঘ. মহাশ্মশান
উত্তরঃ মেঘনাদবধ
619. ‘রূপসী বাংলা’ কাব্যের কবির নাম -
- ক. বুদ্ধদেব বসু
- খ. সুধীন্দ্রনাথ দত্ত
- গ. অমিয় চক্রবর্তী
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ জীবনানন্দ দাশ
620. ‘মৃত্যু ক্ষুধা’ উপন্যাসের লেখক কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আবু ইসহাক
- গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- ঘ. জহির রায়হান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
621. ‘রাজবন্দীর জবানবন্দী’ লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
622. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যটির লেখক কে?
- ক. আল মাহমুদ
- খ. শামসুর রহমান
- গ. সানাউল হক
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ শামসুল হক
623. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
- ক. মুহসীন কলেজ
- খ. ফোর্ট উইলিয়াম কলেজ
- গ. শ্রীরামপুর মিশন
- ঘ. সংস্কৃত
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ
624. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
625. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. শওকত ওসমান
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ কাজী ইমদাদুল হক