সাহিত্য
651. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
- ক. সেমিকোলন
- খ. কোলন
- গ. ড্যাস
- ঘ. হাইফেন
উত্তরঃ সেমিকোলন
652. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
- ক. গুরুগম্ভীর
- খ. কৃ্ত্রিম
- গ. পরিবর্তনশীল
- ঘ. তৎসম শব্দবহুল
উত্তরঃ পরিবর্তনশীল
653. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
- ক. দ্রাবিড়
- খ. ইউরালীয়
- গ. ইন্দো-ইউরোপীয়
- ঘ. সেমিটেক
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
655. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
- ক. কল্যাণীয়েষু
- খ. সুচরিতেষু
- গ. শ্রদ্ধাস্পদাসু
- ঘ. প্রীতিভাজনেষু
উত্তরঃ শ্রদ্ধাস্পদাসু
656. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
- ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
- খ. ২৬ মার্চ, ১৯৯১
- গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
- ঘ. পহেলা বৈশাখ, চৌদ্দশো একুশ
উত্তরঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
657. শিরোনামের প্রধান অংশ কোনটি?
- ক. ডাক টিকিট
- খ. পোস্টাল কোড
- গ. প্রেরকের ঠিকানা
- ঘ. প্রাপকের ঠিকানা
উত্তরঃ প্রাপকের ঠিকানা
658. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগন্থটি কার রচনা?
- ক. ড. আশরাফ সিদ্দীকী
- খ. সৈয়দ আলী আহসান
- গ. শামসুর রহমান
- ঘ. সানাউল হক
উত্তরঃ শামসুর রহমান
659. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো -
- ক. পরশুরাম
- খ. নীল লোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়াঁ
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
660. ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. সানাউল হক
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
661. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
- ক. দারিদ্র্য
- খ. অগ্রপথিক
- গ. বেলাশেষ
- ঘ. প্রলয়োল্লাস
উত্তরঃ প্রলয়োল্লাস
662. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
- ক. নবীনচন্দ্র সেন
- খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. মনমোহন বসু
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ সৈয়দ শামসুল হক
663. বাংলা সাহিত্যে ছন্দ প্রধানত কত প্রকার?
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাচঁ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
664. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কার?
- ক. কাপালিকের
- খ. কপালকুণ্ডলা
- গ. নবকুমারের
- ঘ. বিলাসীর
উত্তরঃ কপালকুণ্ডলা
665. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. আবুল কালাম শামসুদ্দীন
- খ. মোহাম্মদ নাসিরউদ্দিন
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. খান মুহাম্মদ মঈনুদ্দীন
উত্তরঃ মোহাম্মদ নাসিরউদ্দিন
666. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
- ক. আমটা খাও
- খ. সবাই এখানে আসুন
- গ. সুখী হও
- ঘ. নিজের দিকে খেয়াল রাখ
উত্তরঃ আমটা খাও
667. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে -
- ক. কমা
- খ. কোলন
- গ. কোলন ড্যাস
- ঘ. হাইফেন
উত্তরঃ কমা
669. ‘বিদ্রোহী’ কবিতাটি কার রচনা?
- ক. মোহিত লাল মজুমদার
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
670. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে -
- ক. রক্তাক্ত প্রান্তর
- খ. হাত হদাই
- গ. দ্যাশের মানুষ
- ঘ. খাট্টা তামাশা
উত্তরঃ হাত হদাই
672. ‘সিরাজুম মুনীরা’ কাব্যগন্থের কবি কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আবুল হোসেন
- গ. সৈয়দ আলী আহসান
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ ফররুখ আহমদ
673. কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
- ক. রসুলনামা
- খ. মহাভারত
- গ. পদ্মাবতী
- ঘ. কীচকবধ
উত্তরঃ পদ্মাবতী
675. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
- ক. সুলতানার স্বপ্ন
- খ. রিক্তের বেদন
- গ. জীবনের মূল্য
- ঘ. পূর্ব-পশ্চিম
উত্তরঃ সুলতানার স্বপ্ন