সাহিত্য

726. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?

  • ক. ১৯১৯
  • খ. ১৯৪৭
  • গ. ১৯২৬
  • ঘ. ১৯৩৫

উত্তরঃ ১৯২৬

বিস্তারিত

727. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’ র রচয়িতা কে?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. আবু ইসহাক
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

728. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?

  • ক. নূরলদীনের সারাজীবন
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. একেই কি বলে সভ্যতা

উত্তরঃ নূরলদীনের সারাজীবন

বিস্তারিত

729. ‘কবিতা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. বিষ্ণু দে
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. হুমায়ুন কবির

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

730. বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?

  • ক. মহাভারত
  • খ. রামায়ন
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

731. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য’ এর রচয়িতা কে?

  • ক. বড়ু চণ্ডিদাস
  • খ. বৃন্দাবন দাস
  • গ. কাহ্নপা
  • ঘ. মুকুন্দরাম চক্রবর্তী

উত্তরঃ বড়ু চণ্ডিদাস

বিস্তারিত

732. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

  • ক. ১৯৪১
  • খ. ১৯২৮
  • গ. ১৯২৯
  • ঘ. ১৯৩০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

733. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. সীতারাম
  • গ. বিষবৃক্ষ
  • ঘ. আনন্দ মঠ

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

734. ‘রক্তকরবী’ নাটকটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. নূরুল মোমেন
  • ঘ. আসকার ইবনে শাইখ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

735. ‘ণ’ ত্ব ও ‘ষ’ ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

  • ক. দেশি
  • খ. বিদেশি
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ তৎসম

বিস্তারিত

736. ‘কোথায় যাওয়া হচ্ছে?’ এটি কোন বাক্যের উদাহরণ?

  • ক. ভাববাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. কর্তৃ কর্মবাচ্য

উত্তরঃ ভাববাচ্য

বিস্তারিত

737. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

738. বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

739. কোনটির ‘অর্থবাচকতা’ নেই কিন্তু ‘অর্থদ্যোতকতা’ আছে?

  • ক. উপসর্গ
  • খ. সন্ধি
  • গ. সমাস
  • ঘ. কারক

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

740. ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

741. ‘একাত্তরের ডায়েরী’ কে লিখেছেন?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. জাহানারা ইমাম
  • গ. নীলিমা ইব্রাহীম
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ বেগম সুফিয়া কামাল

বিস্তারিত

742. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন শেণির রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. নাটক

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

743. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. নবান্ন
  • খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • গ. ইবলিশ
  • ঘ. কীত্তনখোলা

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

744. ‘চোখের বালি’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

745. কোনটি বেগম রোকেয়ার রচনা?

  • ক. আয়না
  • খ. লালসালু
  • গ. ভাষা ও সাহিত্য
  • ঘ. অবরোধবাসিনী

উত্তরঃ অবরোধবাসিনী

বিস্তারিত

746. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

  • ক. শৌরসেনী প্রাকৃত
  • খ. মাগধী প্রাকৃত
  • গ. পৈশাচিক প্রাকৃত
  • ঘ. অসমী

উত্তরঃ মাগধী প্রাকৃত

বিস্তারিত

747. বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি?

  • ক. শূন্যপুরাণ
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চর্যাপদ
  • ঘ. বৈষ্ণব পদাবলী

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

748. ‘মৈমনসিংহ গীতিকা’ সংগ্রহ করেছিলেন -

  • ক. আশুতোষ ভট্রাচার্য
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

749. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

  • ক. ভানুসিংহ ঠাকুর
  • খ. টেকচাঁদ ঠাকুর
  • গ. হুতোম প্যাঁচা
  • ঘ. বীরবল

উত্তরঃ ভানুসিংহ ঠাকুর

বিস্তারিত

750. ক্রিয়ার মূল অংশকে কী বলে?

  • ক. উপসর্গ
  • খ. ধাতু
  • গ. প্রত্যয়
  • ঘ. বিভক্তি

উত্তরঃ ধাতু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects