সাহিত্য

401. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?

  • ক. দাঁড়ি
  • খ. সেমিকোলন
  • গ. কোলন
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

403. 'The fire is out' - বাক্যটির অনুবাদ কী?

  • ক. আগুন বাইরে
  • খ. বাইরে আগুন
  • গ. আগুন ছড়িয়ে পড়েছে
  • ঘ. আগুন নিভে গেছে

উত্তরঃ আগুন ছড়িয়ে পড়েছে

বিস্তারিত

404. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?

  • ক. কবিতায়
  • খ. গানে
  • গ. ছোটগল্পে
  • ঘ. নাটকে

উত্তরঃ নাটকে

বিস্তারিত

405. Where there is a will, there is -.

  • ক. a path
  • খ. many ways
  • গ. a way
  • ঘ. a well-wisher

উত্তরঃ a way

বিস্তারিত

406. To carry coal to -.

  • ক. Narayangonj
  • খ. Newcastle
  • গ. England
  • ঘ. Lahore

উত্তরঃ Newcastle

বিস্তারিত

407. তুমি কি জানো সে কোথায় থাকে?

  • ক. Do you know where dose he live?
  • খ. Do you know where he live?
  • গ. Do you know where he is live?
  • ঘ. Do you know where he lives?

উত্তরঃ Do you know where he lives?

বিস্তারিত

408. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

  • ক. সনাতন হিন্দু
  • খ. সহজিয়া বৌদ্ধ
  • গ. জৈন
  • ঘ. হরিজ

উত্তরঃ সহজিয়া বৌদ্ধ

বিস্তারিত

409. ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?

  • ক. সোনার তরী
  • খ. পূরবী
  • গ. বলাকা
  • ঘ. পুনশ্চ

উত্তরঃ বলাকা

বিস্তারিত

410. ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?

  • ক. ঈশ্বরগুপ্ত
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. ভারতচন্দ্র রায়
  • ঘ. আলাওল

উত্তরঃ ভারতচন্দ্র রায়

বিস্তারিত

411. ‘বীরবল’ ছদ্মনামটি কার?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. সিরাজুন ইসলাম চৌধুরী
  • গ. মোতাহার হোসেন চৌধুরী
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

412. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে লেখা?

  • ক. মুক্তিযুদ্ধ
  • খ. ভাষা আন্দোলন
  • গ. ঊনসত্তর-এর গণঅভ্যুত্থান
  • ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

413. বাংলা সাহিত্যে ‘সনেট’ রচনার প্রবর্তক তে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

414. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯২৩ সালে
  • ঘ. ১৯২৫ সালে

উত্তরঃ ১৯১৩ সালে

বিস্তারিত

415. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?

  • ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
  • খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
  • গ. ঝরা পালক ও রাখালী
  • ঘ. ছাড়পত্র ও বনলতা সেন

উত্তরঃ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি

বিস্তারিত

416. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা -

  • ক. মুনীর চৌধুরী
  • খ. রশীদ করিম
  • গ. শওকত ওসমান
  • ঘ. শহীদুল্লা কায়সার

উত্তরঃ শহীদুল্লা কায়সার

বিস্তারিত

417. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে অঙ্কিত হয়েছে -

  • ক. কৃষক জীবন
  • খ. ধীবর জীবন
  • গ. বৈশ্য জীবন
  • ঘ. নারীর জীবন

উত্তরঃ ধীবর জীবন

বিস্তারিত

418. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার লেখা?

  • ক. আশাপূর্ণা দেবী
  • খ. সুফিয়া কামাল
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

419. শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ -

  • ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
  • খ. নিজ বাসভূমে
  • গ. সোনালী কাবিন
  • ঘ. লোক-লোকান্তর

উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে

বিস্তারিত

420. ‘কল্লোল’ পত্রিকার সম্পাদক -

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. প্রেমেন্দ্র মিত্র
  • ঘ. দীনেশ রঞ্জন দাশ

উত্তরঃ দীনেশ রঞ্জন দাশ

বিস্তারিত

421. সৈয়দ মুজতবা আলীর রচনা নয় -

  • ক. পঞ্চতন্ত্র
  • খ. পালামৌ
  • গ. দেশে বিদেশে
  • ঘ. চাচা কাহিনী

উত্তরঃ পালামৌ

বিস্তারিত

422. বেগম সুফিয়া কামালের জন্মস্থান -

  • ক. কুমিল্লা
  • খ. বরিশাল
  • গ. খুলনা
  • ঘ. ঢাকা

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

423. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা?

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. আল মাহমুদ
  • গ. শামসুর রাহমান
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

424. মেঘনাদবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?

  • ক. জাতিসত্তা
  • খ. দেশপ্রেম
  • গ. স্বজনপ্রীতি
  • ঘ. আত্মপ্রীতি

উত্তরঃ দেশপ্রেম

বিস্তারিত

425. ‘রক্তাক্ত প্রান্তর’ এর পটভূমি ছিল -

  • ক. মহান মুক্তিযুদ্ধ
  • খ. ভাষা আন্দোলন
  • গ. পানি পথের ৩য় যুদ্ধ
  • ঘ. পলাশীর যুদ্ধ

উত্তরঃ পানি পথের ৩য় যুদ্ধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects