সাহিত্য
401. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
- ক. দাঁড়ি
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. কমা
উত্তরঃ কমা
402. ‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ ! -এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
- ক. বিরক্তি
- খ. রাগ
- গ. ভর
- ঘ. হুমকি
উত্তরঃ বিরক্তি
403. 'The fire is out' - বাক্যটির অনুবাদ কী?
- ক. আগুন বাইরে
- খ. বাইরে আগুন
- গ. আগুন ছড়িয়ে পড়েছে
- ঘ. আগুন নিভে গেছে
উত্তরঃ আগুন ছড়িয়ে পড়েছে
405. Where there is a will, there is -.
- ক. a path
- খ. many ways
- গ. a way
- ঘ. a well-wisher
উত্তরঃ a way
407. তুমি কি জানো সে কোথায় থাকে?
- ক. Do you know where dose he live?
- খ. Do you know where he live?
- গ. Do you know where he is live?
- ঘ. Do you know where he lives?
উত্তরঃ Do you know where he lives?
408. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
- ক. সনাতন হিন্দু
- খ. সহজিয়া বৌদ্ধ
- গ. জৈন
- ঘ. হরিজ
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
409. ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
- ক. সোনার তরী
- খ. পূরবী
- গ. বলাকা
- ঘ. পুনশ্চ
উত্তরঃ বলাকা
410. ‘রায়গুনাকর’ উপাধি কে লাভ করেন?
- ক. ঈশ্বরগুপ্ত
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ভারতচন্দ্র রায়
- ঘ. আলাওল
উত্তরঃ ভারতচন্দ্র রায়
- ক. প্রমথ চৌধুরী
- খ. সিরাজুন ইসলাম চৌধুরী
- গ. মোতাহার হোসেন চৌধুরী
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
412. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে লেখা?
- ক. মুক্তিযুদ্ধ
- খ. ভাষা আন্দোলন
- গ. ঊনসত্তর-এর গণঅভ্যুত্থান
- ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
উত্তরঃ ভাষা আন্দোলন
413. বাংলা সাহিত্যে ‘সনেট’ রচনার প্রবর্তক তে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. রজনীকান্ত সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
414. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
- ক. ১৯০৫ সালে
- খ. ১৯১৩ সালে
- গ. ১৯২৩ সালে
- ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ ১৯১৩ সালে
415. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
- ক. বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
- খ. বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
- গ. ঝরা পালক ও রাখালী
- ঘ. ছাড়পত্র ও বনলতা সেন
উত্তরঃ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি
416. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা -
- ক. মুনীর চৌধুরী
- খ. রশীদ করিম
- গ. শওকত ওসমান
- ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ শহীদুল্লা কায়সার
417. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে অঙ্কিত হয়েছে -
- ক. কৃষক জীবন
- খ. ধীবর জীবন
- গ. বৈশ্য জীবন
- ঘ. নারীর জীবন
উত্তরঃ ধীবর জীবন
418. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার লেখা?
- ক. আশাপূর্ণা দেবী
- খ. সুফিয়া কামাল
- গ. বেগম রোকেয়া
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ বেগম রোকেয়া
419. শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ -
- ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
- খ. নিজ বাসভূমে
- গ. সোনালী কাবিন
- ঘ. লোক-লোকান্তর
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
420. ‘কল্লোল’ পত্রিকার সম্পাদক -
- ক. বুদ্ধদেব বসু
- খ. জীবনানন্দ দাশ
- গ. প্রেমেন্দ্র মিত্র
- ঘ. দীনেশ রঞ্জন দাশ
উত্তরঃ দীনেশ রঞ্জন দাশ
423. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. আল মাহমুদ
- গ. শামসুর রাহমান
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ শামসুর রাহমান
424. মেঘনাদবধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?
- ক. জাতিসত্তা
- খ. দেশপ্রেম
- গ. স্বজনপ্রীতি
- ঘ. আত্মপ্রীতি
উত্তরঃ দেশপ্রেম
425. ‘রক্তাক্ত প্রান্তর’ এর পটভূমি ছিল -
- ক. মহান মুক্তিযুদ্ধ
- খ. ভাষা আন্দোলন
- গ. পানি পথের ৩য় যুদ্ধ
- ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ পানি পথের ৩য় যুদ্ধ