সাহিত্য

1326. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম -

  • ক. ধূমকতু
  • খ. অগ্নিবীণা
  • গ. বিষের বাঁশী
  • ঘ. ভাঙ্গার গান

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1327. ‘কবর’ নাটকের রচয়িতা -

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. জহির রায়হান
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. নুরুল মোমেন

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

1328. চর্যাপদের আদি কবি কে?

  • ক. লুইপা
  • খ. শবরপা
  • গ. ভুসুকুপা
  • ঘ. কাহ্নপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

1329. ‘শিখা’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৫ সালে
  • খ. ১৯২৭ সালে
  • গ. ১৯১১ সালে
  • ঘ. ১৯৬৪ সালে

উত্তরঃ ১৯২৭ সালে

বিস্তারিত

1330. ‘নয়নচারা’ গ্রন্থটি রচনা করেন ?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. হুমায়ুন আহমদ
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

1331. মধ্যযুগের শেষ কবি কে?

  • ক. ভারতচন্দ্র
  • খ. চণ্ডীদাস
  • গ. বিজয়গুপ্ত
  • ঘ. কাহাহরি দত্ত

উত্তরঃ ভারতচন্দ্র

বিস্তারিত

1332. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক -

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1333. ‘চৈতন্য-ভাগবত’ রচনা করেন কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. জ্ঞানদাস
  • গ. বৃন্দাবন দাস
  • ঘ. গোবিন্দ দাস

উত্তরঃ বৃন্দাবন দাস

বিস্তারিত

1334. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা -

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চ্রট্রোপাধ্যায়
  • গ. কাজী ইমদাদুল হক
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চ্রট্রোপাধ্যায়

বিস্তারিত

1335. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?

  • ক. মানসী
  • খ. বীরাঙ্গনা
  • গ. চিন্তা তরঙ্গিনী
  • ঘ. কালের শাসন

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

1336. যুগসন্ধিক্ষণের কবি -

  • ক. ভারতচন্দ্র
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

1337. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা -

  • ক. আলাওল
  • খ. শাহ মুহম্মদ সগীর
  • গ. মুহম্মদ কবীর
  • ঘ. কাজী দৌলত

উত্তরঃ আলাওল

বিস্তারিত

1338. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ -

  • ক. অগ্নিবীণা
  • খ. ব্যাথার দান
  • গ. যুগবাণী
  • ঘ. রাজবন্দীর জবানবন্দী

উত্তরঃ ব্যাথার দান

বিস্তারিত

1339. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান -

  • ক. ১৯১৩ সালে
  • খ. ১৯২০ সালে
  • গ. ১৯২৩ সালে
  • ঘ. ১৯২৪ সালে

উত্তরঃ ১৯১৩ সালে

বিস্তারিত

1340. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1341. ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থটির রচয়িতা -

  • ক. আহসান হাবীব
  • খ. শামসুর রাহমান
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1342. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

  • ক. ছোটগল্প
  • খ. উপন্যাস
  • গ. কবিতা
  • ঘ. নাটক

উত্তরঃ ছোটগল্প

বিস্তারিত

1343. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. নেকড়ে অরণ্য
  • গ. রাত্রিশেষ
  • ঘ. বন্দী শিবির থেকে

উত্তরঃ বন্দী শিবির থেকে

বিস্তারিত

1344. কারাগারের রোজনামচা -

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. কাব্য
  • ঘ. দিনলিপি

উত্তরঃ দিনলিপি

বিস্তারিত

1345. অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পাদনা করেন কে?

  • ক. আবুল ফজল
  • খ. মাহবুব উল আলম
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

1346. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. কায়কোবাদ
  • গ. আলাওল
  • ঘ. মীর মশাররফ হোসেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1347. ‘আমার যত কথা’ গ্রন্থের লেখকের নাম -

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. গোলাম সারওয়ার
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ গোলাম সারওয়ার

বিস্তারিত

1348. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?

  • ক. আহসান হাবীব
  • খ. ফররুখ আহমদ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

1349. বাংলা সাহিত্যের আদি নিদর্শন -

  • ক. চর্যাপদ
  • খ. শ্রী কৃষ্ণকীর্তন কাব্য
  • গ. বৈষ্ণব পদাবলী
  • ঘ. মঙ্গল কাব্য

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1350. ‘সুলতানার স্বপ্ন’ লিখেছেন -

  • ক. সুফিয়া কামাল
  • খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects