সাহিত্য

1376. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?

  • ক. স্কুল>ইস্কুল
  • খ. রত্ন > রতন
  • গ. সত্য>সত্যি
  • ঘ. বাক্য>কাইক্য

উত্তরঃ বাক্য>কাইক্য

বিস্তারিত

1377. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

  • ক. পদ্মগোখরা
  • খ. পদ্মরাগ
  • গ. পদ্মপুরাণ
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ পদ্মগোখরা

বিস্তারিত

1378. ‘ছোট ছোট ডাল কেটে ফেল’ এই বাক্যে ‘ছোট ছোট’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. সামান্যতা বোঝাতে
  • খ. পরস্পরতা বোঝাতে
  • গ. তীব্রতা বোঝাতে
  • ঘ. আধিক্য বোঝাতে

উত্তরঃ আধিক্য বোঝাতে

বিস্তারিত

1379. ‘বসন্ত কুমারী’ নাটকটির রচয়িতা কে?

  • ক. শরৎচন্দ্র চট্টোপ্যাধায়
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. মধুসূদন দত্ত

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1380. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?

  • ক. বিশেষভাবে বিভাজন
  • খ. বিশেষভাবে বিশ্লেষণ
  • গ. বিশেষভাবে বিয়োজন
  • ঘ. বিশেষভাবে সংযোজন

উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

বিস্তারিত

1381. শব্দের মূলকে কী বলে?

  • ক. প্রকৃতি
  • খ. ধাতু
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. সংজ্ঞা

উত্তরঃ প্রকৃতি

বিস্তারিত

1382. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

  • ক. কোলন
  • খ. দাঁড়ি
  • গ. হাইফেন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ দাঁড়ি

বিস্তারিত

1383. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1384. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. রামায়ণ
  • খ. মহাভারত
  • গ. মনসামঙ্গল
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1385. বাংলা সাহিত্যের ‘যুগ সন্ধিক্ষণের’ কবি কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বড়ু চণ্ডীদাস
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

1386. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1387. ‘বনফুল’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. টেকচাঁদ ঠাকুর
  • খ. রাজশেখর বসু
  • গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

বিস্তারিত

1388. ‘গৌড়ীয় ব্যাকরণ” কার রচনা?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. পাণিনি

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

1389. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ - পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. মদনমোহন তর্কালঙ্কার
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

1390. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

  • ক. সোনার তরী
  • খ. গীতাঞ্জলি
  • গ. নৈবেদ্য
  • ঘ. চিত্রা

উত্তরঃ গীতাঞ্জলি

বিস্তারিত

1392. কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?

  • ক. লাঙ্গল
  • খ. নবযুগ
  • গ. ধূমকেতু
  • ঘ. বিজলী

উত্তরঃ বিজলী

বিস্তারিত

1393. ‘কাঁদো নদী কাঁদো’ কার উপন্যাস?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. রশীদ করীম
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

1394. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে -।

  • ক. নগর জীবন
  • খ. জেলেদের জীবন
  • গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ঘ. গ্রামীণ জীবন

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

1395. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

1396. ‘মৈয়মননসিংহ গীতিকা’ -এর সংগ্রাহক কে ছিলেন?

  • ক. চন্দ্রকুমার দে
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. আশুতোষ ভট্টাচার্য
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

1397. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আব্দুল্লাহ আল মামুন

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

1398. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

1399. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?

  • ক. পাড়াতলা
  • খ. পাহাড়পুর
  • গ. পাড়াতলী
  • ঘ. চরপাড়া

উত্তরঃ পাড়াতলী

বিস্তারিত

1400. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে -।

  • ক. পলাশীর যুদ্ধ
  • খ. পানিপথের যুদ্ধ
  • গ. ভাষা আন্দোলন
  • ঘ. মুক্তিযুদ্ধ

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects