সাহিত্য

1451. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ হচ্ছে -

  • ক. বিরতিহীন উৎসব
  • খ. প্রথম দিনের সূর্য
  • গ. তৃষ্ণার তানপুরা
  • ঘ. নিরালোকে দিব্যরথ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

1452. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. প্যারীচাঁদ মিত্র
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1453. ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি কার রচনা?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. বিষ্ণু দে
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1454. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?

  • ক. চক্রবাক
  • খ. বলাকা
  • গ. সোনার তরী
  • ঘ. চিত্রা

উত্তরঃ চক্রবাক

বিস্তারিত

1455. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস -

  • ক. ১৯৭১
  • খ. রাইফেল রোটি আওরাত
  • গ. হাঙ্গর নদী গ্রেনেড
  • ঘ. দুই সৈনিক

উত্তরঃ রাইফেল রোটি আওরাত

বিস্তারিত

1456. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

  • ক. আনন্দ মঠ
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. লালসালু
  • ঘ. কাঁদো নদী কাঁদো

উত্তরঃ আনন্দ মঠ

বিস্তারিত

1457. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -

  • ক. প্রবন্ধ
  • খ. গীতকবিতা
  • গ. নাটক
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ গীতকবিতা

বিস্তারিত

1458. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • খ. মুখরা রমণী বশীকরণ
  • গ. শভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
  • ঘ. নূরলদীনের সারাজীবন

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

1459. ‘মনরে কৃষি-কাজ জাননা এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা’ গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. রামপ্রসাদ সেন
  • ঘ. নিধু বাবু

উত্তরঃ রামপ্রসাদ সেন

বিস্তারিত

1460. ‘দেয়াল’ গ্রন্থটির রচয়িতা ক?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. যাযাবর
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

1461. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

  • ক. মাথা ঝিম ঝিম করছে
  • খ. তোমার পরিশ্রমের ফল ফলেছে
  • গ. মা শিশুটিকে হাসান
  • ঘ. শিশুটি কাঁদে

উত্তরঃ মা শিশুটিকে হাসান

বিস্তারিত

1462. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

  • ক. আল মাহমুদ
  • খ. শামসুর রাহমান
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1463. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রশ্ন অর্থে
  • খ. আদেশ অর্থে
  • গ. প্রার্থনা অর্থে
  • ঘ. সহায় অর্থে

উত্তরঃ সহায় অর্থে

বিস্তারিত

1464. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কবিতাটির রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আবুল হাসান
  • গ. নির্মলেন্দু গুণ
  • ঘ. হেলাল হাফিজ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1465. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ক. যশোর
  • খ. খুলনা
  • গ. ফরিদপুর
  • ঘ. রাজশাহী

উত্তরঃ যশোর

বিস্তারিত

1467. বাংলা ও সাহিত্যের আদি নিদর্শন কী?

  • ক. মহাভারত
  • খ. শূন্যপুরাণ
  • গ. চর্যাপদ
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1468. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার রচনা?

  • ক. সেলিনা হোসেন
  • খ. বেগম রোকেয়া
  • গ. কামিনী রায়
  • ঘ. কুসুমকুমারী দাশ

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

1469. ‘আগুনের পরশমণি’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?

  • ক. রশীদ করীম
  • খ. সৈয়দ শামসুর হক
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

1470. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।’ - কোন কবির রচনা?

  • ক. রজনী কান্ত সেন
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. কামিনী রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ কামিনী রায়

বিস্তারিত

1471. ‘পল্লীকবি’ কার উপাধি?

  • ক. বন্দে আলী মিয়া
  • খ. জসীমউদদীন
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. আহসান হাবীব

উত্তরঃ জসীমউদদীন

বিস্তারিত

1472. কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

  • ক. সাম্যবাদী
  • খ. অগ্নিবীণা
  • গ. সর্বহারা
  • ঘ. চক্রবাক

উত্তরঃ সাম্যবাদী

বিস্তারিত

1473. আলাওল কোন যুগের কবি?

  • ক. প্রাচীন
  • খ. মধ্য
  • গ. আধুনিক
  • ঘ. উত্তর-আধুনিক

উত্তরঃ মধ্য

বিস্তারিত

1474. কোন সালে কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে যান?

  • ক. ১৯৪০
  • খ. ১৯৩৯
  • গ. ১৯৪১
  • ঘ. ১৯৪২

উত্তরঃ ১৯৪২

বিস্তারিত

1475. আধুনিক বাংলা গদ্যের জনক কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects