সাহিত্য
1501. ‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
- ক. নিত্যবৃ্ত্ত অতীত
- খ. সাধারণ অতীত
- গ. পুরাঘটিত অতীত
- ঘ. ঘটমান অতীত
উত্তরঃ সাধারণ অতীত
1502. ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- ক. আদেশ
- খ. অনুরোধ
- গ. উপদেশ
- ঘ. বিধান
উত্তরঃ আদেশ
1503. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
- ক. গুরচণ্ডালী
- খ. দুর্বোধ্যতা
- গ. উপমার প্রয়োগে ভুল
- ঘ. আকাঙ্খার প্রয়োগে ভুল
উত্তরঃ গুরচণ্ডালী
1504. ‘যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. কায়কোবাদ
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
1506. ‘তুমি না বলেছিলে এখানে আসবে’ - এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
- ক. প্রশ্নবোধক
- খ. না-বোধক
- গ. বিস্ময়সূচক
- ঘ. ‘হ্যা’ বোধক
উত্তরঃ ‘হ্যা’ বোধক
1507. অসমাপ্ত ‘অদ্ভুতসাগর’ গ্রন্থটি কে সমাপ্ত করেন?
- ক. লক্ষণ সেন
- খ. বল্লাল সেন
- গ. আলাউদ্দিন খিলজি
- ঘ. সম্রাট আকবর
উত্তরঃ লক্ষণ সেন
1508. ‘আ মরি বাংলা ভাষা’ এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?
- ক. আনন্দ
- খ. আশা
- গ. আবেগ
- ঘ. আনুগত্য
উত্তরঃ আনন্দ
1509. ‘শাহনামা’ গ্রন্থটি কার রচিত?
- ক. আলাওল
- খ. শাহ মুহম্মদ সগীর
- গ. ফেরদৌসী
- ঘ. বাহরাম খা
উত্তরঃ ফেরদৌসী
1510. ‘রিরি করা’ দিয়ে কি প্রকাশ পায়?
- ক. কড়া মেজাজ
- খ. তীব্র ক্রোধ
- গ. তীব্র ব্যথা
- ঘ. কড়া কথা
উত্তরঃ তীব্র ক্রোধ
1511. কোনটি অনুজ্ঞা প্রকাশক?
- ক. তুমি যাচ্ছিলে
- খ. তুমি গিয়েছিলে
- গ. তুমি যাচ্ছ
- ঘ. তুমি যাও
উত্তরঃ তুমি যাও
1512. ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ পঙক্তির রচয়িতা কে?
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. নজরুল ইসলাম
- ঘ. শামসুল হক
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
1513. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এ বাক্যে কিন্তু হলো -
- ক. সংকোচক অব্যয়
- খ. সংযোজক অব্যয়
- গ. অনন্বয়ী অব্যয়
- ঘ. অনুকার অব্যয়
উত্তরঃ সংকোচক অব্যয়
1514. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. ঈশ্বর গুপ্ত
- ঘ. অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
1516. ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. টেকচাঁদ ঠাকুর
- খ. মীর মশাররফ হোসেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1517. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
- ক. প্রত্যঙ্গ বিশেষ
- খ. দিক
- গ. তিরস্কার
- ঘ. মর্যাদা
উত্তরঃ দিক
1519. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
- ক. বিন্দু
- খ. কোলন
- গ. সেমিকোলন
- ঘ. কমা
উত্তরঃ কমা
1520. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছে’ - এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া?
- ক. দ্বিকর্মক
- খ. প্রযোজক
- গ. অসমাপিকা
- ঘ. সমাপিকা
উত্তরঃ প্রযোজক
1521. ‘এত অল্প টাকাস মাস চলবে না’ - এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
উত্তরঃ সংকুলান হওয়া
1522. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
- ক. হাইফেন
- খ. কমা
- গ. কোলন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ হাইফেন
1523. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
- ক. মিসির আলী
- খ. সুবচন নির্বাসনে
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1524. ‘বাবুল পড়ে’ এ বাক্যে ‘পড়ে’ কোন ক্রিয়া?
- ক. সকর্মক
- খ. সমাপিকা
- গ. অসমাপিকা
- ঘ. অকর্মক
উত্তরঃ অসমাপিকা
- ক. অর্থের অভাব
- খ. দুরাশা
- গ. দুর্ভাগ্য
- ঘ. বৃথা চেষ্টা
উত্তরঃ বৃথা চেষ্টা