সাহিত্য
1551. নিম্নের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
- ক. চরিত্রহীন
- খ. পরিণীতা
- গ. কপালকুণ্ডলা
- ঘ. জুলেখা
উত্তরঃ কপালকুণ্ডলা
1552. ‘তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে’ - কোন কবিতার চরণ?
- ক. ভোরের পাখি
- খ. সকাল সকাল
- গ. খোকার সাধ
- ঘ. শীতের সকাল
উত্তরঃ খোকার সাধ
1553. ব্যাকরণ অনুযায়ী পদ মোট কয় প্রকার?
- ক. ৩ প্রকার
- খ. ৭ প্রকার
- গ. ৫ প্রকার
- ঘ. ৯ প্রকার
উত্তরঃ ৫ প্রকার
1554. ‘আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছ।’ এটা কোন রীতির ভাষা?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. সাধু ও চলিত মিশ্রণ রীতি
উত্তরঃ সাধু ও চলিত মিশ্রণ রীতি
1555. ‘অগ্নিবীণা’ - কাব্য গ্রন্থটি লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1556. বিখ্যাত ‘কবর’ কবিতার রচয়িতা কে?
- ক. কবি জসীমউদদীন
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. মুনীর চৌধুরী
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কবি জসীমউদদীন
1557. ‘পোস্টমাস্টার’ - ছোট গল্পটির রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. বিহারীলাল
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
1558. ‘ফটিক’ - চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র?
- ক. কুসুম বিলাস
- খ. তেপান্তরের মাঠ
- গ. ছুটি
- ঘ. বিলাসী
উত্তরঃ ছুটি
1559. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
- ক. কপাল কুণ্ডলা
- খ. বিষাদ সিন্ধু
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. গৃহদাহ
উত্তরঃ গৃহদাহ
1560. বাংলাদেশের সাহিত্যে ‘শামসুর রাহমান’ এর পরিচয় কি?
- ক. কবি
- খ. সাহিত্যিক
- গ. উপন্যাস রচয়িতা
- ঘ. প্রবন্ধ রচয়িতা
উত্তরঃ কবি
1561. একাত্তরের ডায়রী লিখেছেন -
- ক. সুফিয়া কামাল
- খ. জাহানার ইমাম
- গ. সেলিনা হোসেন
- ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ সুফিয়া কামাল
1563. কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়?
- ক. রৌদ্র করোটিতে
- খ. বন্দী শিবির থেকে
- গ. বিধ্বস্ত নীলিমা
- ঘ. সোনালী কাবিন
উত্তরঃ সোনালী কাবিন
1564. চর্যাপদের কোন পদকর্তা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
- ক. শবরপা
- খ. কাহুপা
- গ. ডোম্বী পা
- ঘ. ভুসুকুপা
উত্তরঃ কাহুপা
1565. ‘কল্লোল’ সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. অচিন্ত্য কুমার সেনগুপ্ত
- খ. বুদ্ধদেব বসু
- গ. দীনেশরঞ্জন দাস
- ঘ. নাসির উদ্দিন
উত্তরঃ দীনেশরঞ্জন দাস
1566. ‘টুঙ্গীপাড়া থেকে’ কবিতার কবি কে?
- ক. রফিক আজাদ
- খ. হুমায়ুন আজাদ
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. কামাল চৌধুরী
উত্তরঃ কামাল চৌধুরী
1568. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
- ক. আনন্দ মাঠ
- খ. কপালকুণ্ডলা
- গ. দুর্গেশনন্দিনী
- ঘ. দেবী চৌধুরানী
উত্তরঃ দুর্গেশনন্দিনী
1569. বাংলা সাহিত্যে ‘সনেট’ এর প্রথম প্রবর্তন করেন কে?
- ক. মহাকবি কায়কোবাদ
- খ. হেমচন্দ্র সেন
- গ. নবীন চন্দ্র সেন
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1570. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- ক. কুলীনকুল সর্বস্ব
- খ. নীল দর্পণ
- গ. শর্মিষ্ঠা
- ঘ. পদ্মাবতী
উত্তরঃ শর্মিষ্ঠা
1571. ‘আর্তনাদ’ উপন্যাসের পটভূমি কী?
- ক. মুক্তিযুদ্ধ
- খ. স্বদেশি আন্দোলন
- গ. স্বৈরাচারী বিরোধী আন্দোলন
- ঘ. ভাষা আন্দোলন
উত্তরঃ ভাষা আন্দোলন
1572. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
- ক. স্বপ্নদ্রষ্টা
- খ. রূপজালাল
- গ. আনোয়ারা
- ঘ. সুলতানার স্বপ্ন
উত্তরঃ সুলতানার স্বপ্ন
1573. ‘রাখালী’ কাব্যের রচয়িতা কে?
- ক. রঙ্গলাল সেন
- খ. জসীমউদদীন
- গ. আল মাহমুদ
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ জসীমউদদীন
1574. ‘নুরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা?
- ক. নাট্যগ্রন্থ
- খ. কাব্যগ্রন্থ
- গ. উপন্যাস
- ঘ. গল্পগ্রন্থ
উত্তরঃ নাট্যগ্রন্থ
1575. ‘রাইফেল রুটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. আনোয়ার পাশা
- খ. শওকত ওসমান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আনিসুল হক
উত্তরঃ আনোয়ার পাশা