সাহিত্য
1651. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
- ক. মান্দারিন
- খ. ফ্রেঞ্চ
- গ. ইংরেজি
- ঘ. হিন্দি
উত্তরঃ মান্দারিন
1652. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
- ক. বঙ্গকামরূপী
- খ. সংস্কৃতি
- গ. হিন্দি
- ঘ. উড়িয়া
উত্তরঃ বঙ্গকামরূপী
1653. পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ?
- ক. ২৫ কোটি
- খ. ৩০ কোটি
- গ. ৩৫ কোটি
- ঘ. ৪০ কোটি
উত্তরঃ ২৫ কোটি
1654. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
- ক. মধ্যযুগ
- খ. প্রাচীন যুগ
- গ. আধুনিক যুগ
- ঘ. অন্ধকার যুগ
উত্তরঃ আধুনিক যুগ
1655. কোনটি সঠিক ?
- ক. ভাষা গতিশীল নয়
- খ. ভাষা স্থির নয়
- গ. ভাষা গতিশীল ও স্থির
- ঘ. ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয়
উত্তরঃ ভাষা স্থির নয়
1656. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ?
- ক. তিনটি
- খ. একটি
- গ. দুটি
- ঘ. চারটি
উত্তরঃ দুটি
1657. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
- ক. বিশেষণ ও ক্রিয়া
- খ. বিশেষ্য ও বিশেষণ
- গ. বিশেষ্য ও সর্বনাম
- ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
1658. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. লেখ্য রীতি
উত্তরঃ সাধু রীতি
1659. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য ?
- ক. গুরুগম্ভীর
- খ. গুরুচণ্ডালী
- গ. অবোধ্য
- ঘ. দুর্বোধ্য
উত্তরঃ গুরুগম্ভীর
1661. নীচের কোন বাক্যটি সাধু রীতিতে লেখা হয়েছে ?
- ক. আমি তার সঙ্গে দেখা করেছি
- খ. সে গতকাল বাড়ি গিয়েছিল
- গ. সুমী তাহাকে দেখিয়াছে
- ঘ. সে হাটিয়া যাবার সাপটি দেখেছে
উত্তরঃ সুমী তাহাকে দেখিয়াছে
1662. নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ?
- ক. প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে
- খ. গতকাল খেলা দেখিয়াছিলাম
- গ. সুজন তাহাকে দেখেছে
- ঘ. আমি তাকে দেখে খুশি হয়েছি
উত্তরঃ আমি তাকে দেখে খুশি হয়েছি
1663. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
- ক. চলিত ভাষারীতিতে
- খ. আঞ্চলিক ভাষারীতিতে
- গ. সাধু ভাষারীতিতে
- ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ সাধু ভাষারীতিতে
1664. লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?
- ক. সাধু ও চলিত
- খ. সাধু ও আঞ্চলিক
- গ. লেখ্য ও আঞ্চলিক
- ঘ. আঞ্চলিক ও সর্বজনীন
উত্তরঃ সাধু ও চলিত
1665. চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ?
- ক. মৈথিলী
- খ. উড়িষ্যা
- গ. ঢাকা
- ঘ. কোলকাতা
উত্তরঃ কোলকাতা
1666. বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
- ক. উইলিয়াম কেরি
- খ. এডওয়ার্ড ডিমোক
- গ. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
1667. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী ?
- ক. কবিতায়
- খ. গল্পের বর্ণনায়
- গ. গানের কলিতে
- ঘ. নাটকের সংলাপে
উত্তরঃ নাটকের সংলাপে
1668. চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?
- ক. সমকাল
- খ. দিগদর্শন
- গ. সন্দেশ
- ঘ. সবুজপত্র
উত্তরঃ সবুজপত্র
1669. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?
- ক. ব্রাসি হ্যালহেড
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. মনোএল-দ্য-আসসুম্পসাঁও
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মনোএল-দ্য-আসসুম্পসাঁও
1670. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
- ক. ১৭৩৪ সালে
- খ. ১৭৪২ সালে
- গ. ১৭৪৩ সালে
- ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ ১৭৪৩ সালে
1671. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?
- ক. মনোএল-দ্য-আসসুম্পসাঁও
- খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
- গ. জন বিমস
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
1672. গৌড়ীয় ব্যাকরণ টি রচনা করেছেন কে ?
- ক. সুকুমার সেন
- খ. আবদুল হাই
- গ. আজিজুল হক
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ রামমোহন রায়
1674. 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা -
- ক. থ্রাকস
- খ. প্লেটো
- গ. ভাররো
- ঘ. প্রিস্কিয়ান
উত্তরঃ ভাররো