সাহিত্য

1726. কোনটি তৎসম শব্দ ?

  • ক. ফুল
  • খ. ডিম
  • গ. হাত
  • ঘ. ছেরাদ্দ

উত্তরঃ ফুল

বিস্তারিত

1727. 'উকিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

  • ক. তুর্কি
  • খ. আরবি
  • গ. ফরাসি
  • ঘ. পর্তুগীজ

উত্তরঃ আরবি

বিস্তারিত

1728. 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. ওলন্দাজ
  • ঘ. গুজরাটি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

1729. 'কলম' কোন ভাষার শব্দ ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. ওলন্দাজ
  • ঘ. চীনা

উত্তরঃ আরবি

বিস্তারিত

1730. 'বিস্কুট' কোন ভাষার শব্দ ?

  • ক. ফরাসি
  • খ. ইংরেজি
  • গ. পর্তুগীজ
  • ঘ. চীনা

উত্তরঃ ফরাসি

বিস্তারিত

1731. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. রামসুন্দর ত্রিবেদী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1732. কোনটি সঠিক ?

  • ক. ভাষা ব্যাকরণ অনুসরণ করে
  • খ. ব্যাকরণ ভাষা অনুসরণ করে
  • গ. ভাষা ও ব্যাকরণ উভয়ই পরস্পরকে অনুসরণ করে
  • ঘ. ভাষা ও ব্যাকরণ পৃথক ও স্বতন্ত্র - কাজেই কোনটিই কোনটিকে অনুসরণ করে না

উত্তরঃ ব্যাকরণ ভাষা অনুসরণ করে

বিস্তারিত

1733. ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -

  • ক. বিশেষভাবে বিশ্লেষণযোগ্য
  • খ. বিশেষভাবে গ্রহণযোগ্য
  • গ. বিশেষভাবে বিশ্লেষণ
  • ঘ. বিশেষভাবে পঠনযোগ্য

উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

বিস্তারিত

1734. ইংরেজি Grammar শব্দটি এসেছে কোন ভাষা থেকে ?

  • ক. ইংরেজি
  • খ. সংস্কৃত
  • গ. গ্রিক
  • ঘ. লাতিন

উত্তরঃ গ্রিক

বিস্তারিত

1735. গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ -

  • ক. নিয়মশাস্ত্র
  • খ. ব্যাকরণ শাস্ত্র
  • গ. শব্দশাস্ত্র
  • ঘ. ধ্বনিবিন্যাস শাস্ত্র

উত্তরঃ শব্দশাস্ত্র

বিস্তারিত

1736. বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে -

  • ক. গ্রিক ভাষা থেকে
  • খ. সংস্কৃত ভাষা থেকে
  • গ. ভারতীয় ভাষা থেকে
  • ঘ. প্রাকৃত ভাষা থেকে

উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে

বিস্তারিত

1737. 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি ?

  • ক. বি+আ+কৃ+ওন
  • খ. বি+আ+ক্রি+অন
  • গ. বি+আ+কৃ+অন
  • ঘ. বি+আ+কৃ+অণ

উত্তরঃ বি+আ+কৃ+অন

বিস্তারিত

1738. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল---

  • ক. বিশেষ ভাবে সাধু ও চলিত রীতির বিশ্লেষণ
  • খ. শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের বিশ্লেষণ
  • গ. কয়েকটি সূত্রের বিশ্লেষণ
  • ঘ. বিশেষভাবে বিশ্লেষণ

উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

বিস্তারিত

1739. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

  • ক. গৌরদাস
  • খ. চার্লস উইলকিন্স
  • গ. পঞ্চানন কর্মকার
  • ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তরঃ চার্লস উইলকিন্স

বিস্তারিত

1740. আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?

  • ক. আত্মজীবনী
  • খ. ভ্রমন কাহিনী
  • গ. উপন্যাস
  • ঘ. কাব্য

উত্তরঃ আত্মজীবনী

বিস্তারিত

1741. ’গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?

  • ক. ঢাকার পল্টন
  • খ. নওগাঁর পতিসর
  • গ. কষ্টিয়ার কুমারখালী
  • ঘ. ময়মনসিংহের ত্রিশাল

উত্তরঃ কষ্টিয়ার কুমারখালী

বিস্তারিত

1742. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?

  • ক. শ্রীচৈতন্যদেব
  • খ. কাহ্নপা
  • গ. বিদ্যাপতি
  • ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব

উত্তরঃ শ্রীচৈতন্যদেব

বিস্তারিত

1743. ’পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?

  • ক. অসীম সাহা
  • খ. অরুন বসু
  • গ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

1744. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

  • ক. হুলিয়া
  • খ. তোমাকে অভিবাদন প্রিয়া
  • গ. সোনালি কাবিন
  • ঘ. স্মৃতিস্তম্ভ

উত্তরঃ স্মৃতিস্তম্ভ

বিস্তারিত

1745. চরণকবি হিসেবে বিখ্যাত কে?

  • ক. আলাওল
  • খ. চন্দ্রাবতী
  • গ. মুকুন্দদাস
  • ঘ. মুক্তারাম চক্রবর্তী

উত্তরঃ মুকুন্দদাস

বিস্তারিত

1746. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র -

  • ক. বিনোদিনী
  • খ. হৈমন্তী
  • গ. আশলতা
  • ঘ. চারুলতা

উত্তরঃ চারুলতা

বিস্তারিত

1747. চর্যাপদের টীকাকারের নাম কী?

  • ক. মীনানাথ
  • খ. প্রবোধচন্দ্র বাগচী
  • গ. হরপ্রসাদ শুদ্ধ
  • ঘ. মুনিদত্ত

উত্তরঃ মুনিদত্ত

বিস্তারিত

1748. ঊনসত্তরের গন-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?

  • ক. ভুমিপুত্র
  • খ. মাটির জাহাজ
  • গ. কাঁটাতারে প্রজাপতি
  • ঘ. চিলেকোঠার সেপাই

উত্তরঃ চিলেকোঠার সেপাই

বিস্তারিত

1749. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
  • গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’

বিস্তারিত

1750. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?

  • ক. গঙ্গা
  • খ. পুতুলনাচের ইতিকথা
  • গ. হাঁসুলী বাঁকের উপকথা
  • ঘ. গৃহদাহ

উত্তরঃ গঙ্গা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects