সাহিত্য
1976. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
- ক. মধুমালতী
- খ. সিকান্দারনামা
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. বৈষ্ণব পদাবলি
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
1977. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
- ক. সাধুরীতি
- খ. চলিতরীতি
- গ. কথ্যরীতি
- ঘ. লেখ্যরীতি
উত্তরঃ সাধুরীতি
1978. 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. নিরেট বোকা
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক
1981. 'চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. চতুর+পদ
- খ. চতুষ+পদ
- গ. চতু+পদ
- ঘ. চতুঃ+পদ
উত্তরঃ চতুঃ+পদ
1982. 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মুন+ষ্ণ
- খ. মনু+অব
- গ. মনু+ষ্ণ
- ঘ. মা+নব
উত্তরঃ মনু+ষ্ণ
1983. 'পাপে বিরত থাকো'—কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
- খ. করণ কারকে ৭মী
- গ. অধিকরণে ৭মী
- ঘ. কর্মকারকে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী
1986. ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী—নিচের কোন নিয়মে হয়েছে?
- ক. আ+ঈ=এ
- খ. অ+ঈ=এ
- গ. আ+ই=এ
- ঘ. অ+ই=এ
উত্তরঃ আ+ঈ=এ
1987. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
- ক. ধাতু বোঝাতে
- খ. অর্থমূলক
- গ. ব্যাখ্যামূলক
- ঘ. উৎপন্ন বোঝাতে
উত্তরঃ ব্যাখ্যামূলক
1988. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -
- ক. বাক্যের গঠন প্রক্রিয়ায়
- খ. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
- গ. শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
- ঘ. ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
1990. কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
- ক. বিদ্রোহী
- খ. বিষের-বাঁশী
- গ. আনন্দময়ীর আগমনে
- ঘ. চক্রবাক
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
1991. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
- ক. হরতাল
- খ. নিষিদ্ধ লোবান
- গ. প্ৰয়ল-শিখা
- ঘ. অনল প্রবাহ
উত্তরঃ প্ৰয়ল-শিখা
1992. সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই- কথাগুলি কোন কবির?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. কবি চণ্ডীদাস
- ঘ. কবি জসীমউদ্দীন
উত্তরঃ কবি চণ্ডীদাস
1993. ‘ভাড়ুদত্ত’কোন কাব্যের চরিত্র?
- ক. চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
- খ. অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
- গ. মনসামঙ্গল
- ঘ. ধর্মমঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
1994. বাংলা উপন্যাস সহিত্যে ‘মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
- ক. মানিক বন্দ্যোপাধ্যায়
- খ. আবু ইসাহক
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
1996. আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
- ক. আলতাব মাহমুদ
- খ. সুবল দাশ
- গ. সুজেয় শ্যাম
- ঘ. আলাউদ্দিন আলী
উত্তরঃ আলতাব মাহমুদ
1997. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
- ক. সংবাদ প্রভাকর
- খ. সমাচার দর্পন
- গ. সবুজপত্র
- ঘ. দিকদর্শন
উত্তরঃ সমাচার দর্পন
1998. বাংলা সহিত্যের আদি নিদর্শন কোনটি?
- ক. চর্যাগীতিকা
- খ. শূন্যপুরাণ
- গ. শেখ শুভোদয়া
- ঘ. বৈষ্ণব পদাবলি
উত্তরঃ চর্যাগীতিকা
2000. বাংলা সনেটের প্রবর্তক কে?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. রজনীকান্ত সেন
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত