লিঙ্গ

26. ‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কি?

  • ক. বহুপত্নীক
  • খ. সধবা
  • গ. বিপত্নীক
  • ঘ. অধবা

উত্তরঃ বিপত্নীক

বিস্তারিত

27. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীবলিঙ্গ
  • ঘ. উভয়লিঙ্গ

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

28. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. সমার্থে
  • খ. ক্ষুদ্রার্থে
  • গ. বৃহদার্থে
  • ঘ. বিপরীতার্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

29. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. কুলটা
  • খ. যোগিনী
  • গ. রজকী
  • ঘ. চাতকী

উত্তরঃ কুলটা

বিস্তারিত

30. কোনটির লিঙ্গান্তর হয় না?

  • ক. বেয়াই
  • খ. সাহেব
  • গ. কবিরাজ
  • ঘ. সঙ্গী

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

31. কোনটি নিত্য নারীবাচক শব্দ?

  • ক. জেনানা
  • খ. সতীন
  • গ. শিক্ষিকা
  • ঘ. ধাত্রী

উত্তরঃ সতীন

বিস্তারিত

32. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?

  • ক. সতীন
  • খ. বিধবা
  • গ. সপত্নী
  • ঘ. বিপত্নী

উত্তরঃ সতীন

বিস্তারিত

33. আমি শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রী লিঙ্গ
  • গ. ক্লীব লিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

উত্তরঃ উভয় লিঙ্গ

বিস্তারিত

34. ‘ভূত’ শব্দের স্ত্রীলিংগ কোনটি?

  • ক. ভূতনী
  • খ. পেত্নী
  • গ. মেয়ে ভূত
  • ঘ. ভূতিনী

উত্তরঃ পেত্নী

বিস্তারিত

35. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. সমার্থে
  • খ. বৃহদার্থে
  • গ. ক্ষুদ্রার্থে
  • ঘ. বিপরীতার্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

36. স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?

  • ক. সুজনেষু
  • খ. সুজনেসু
  • গ. সুজনীয়াসু
  • ঘ. সুজনিয়াষু

উত্তরঃ সুজনীয়াসু

বিস্তারিত

37. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. হুজুরাইন
  • খ. ঠাকুরণ
  • গ. পাগলী
  • ঘ. ডাইনি

উত্তরঃ ডাইনি

বিস্তারিত

38. ‘গোরু’ কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. উভয়লিঙ্গ
  • গ. স্ত্রীলিঙ্গ
  • ঘ. কোন লিঙ্গই নয়

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

39. সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি?

  • ক. সেবকা
  • খ. সেবোকি
  • গ. সেবিকি
  • ঘ. সেবিকা

উত্তরঃ সেবিকা

বিস্তারিত

41. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়?

  • ক. বচন
  • খ. লিঙ্গ
  • গ. পুরুষ
  • ঘ. বাচ্য

উত্তরঃ লিঙ্গ

বিস্তারিত

42. স্ত্রী ও পুরুষ কিছুই বুঝায় না যে শব্দে তাকে কোন লিঙ্গ বলে?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীবলিঙ্গ
  • ঘ. উভয়লিঙ্গ

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

43. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গে নিয়ম মানে না?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

44. কোনটি পত্মী অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. ছাত্রী
  • খ. দাদী
  • গ. আয়া
  • ঘ. সৎমা

উত্তরঃ দাদী

বিস্তারিত

45. খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি?

  • ক. মিত্র
  • খ. ডাক্তার
  • গ. বামন
  • ঘ. মানব

উত্তরঃ বামন

বিস্তারিত

46. কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে?

  • ক. ভবানী
  • খ. ইন্দ্রানী
  • গ. হিমানী
  • ঘ. রুদ্রানী

উত্তরঃ ভবানী

বিস্তারিত

47. ‘তেজস্বিনী’ কোন লিঙ্গের উদাহরণ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. উভয়লিঙ্গ
  • ঘ. ক্লীবলিঙ্গ

উত্তরঃ স্ত্রীলিঙ্গ

বিস্তারিত

48. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?

  • ক. নলিনী
  • খ. যামিনী
  • গ. দামিনী
  • ঘ. বিপত্মীক

উত্তরঃ বিপত্মীক

বিস্তারিত

49. পুরুষ-বাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রী-বাচক শব্দে নী হয় এবং আগের ঈ, ই হয়। এর উদাহরণ?

  • ক. নাপিতানী
  • খ. চাকরানী
  • গ. মালিনী
  • ঘ. ডাক্তারনী

উত্তরঃ মালিনী

বিস্তারিত

50. ‘মানুষ’ কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. নিত্যপুংলিঙ্গ
  • গ. উভয়লিঙ্গ
  • ঘ. ক্লীবলিঙ্গ

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects