লিঙ্গ
52. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
- ক. নেতা
- খ. দাতা
- গ. কবি
- ঘ. বাদশা
উত্তরঃ কবি
53. শিশু ও মানুষ কোন লিঙ্গের উদাহরণ?
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রীলিঙ্গ
- গ. ক্লীবলিঙ্গ
- ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ উভয়লিঙ্গ
54. পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর করা যায় কোনটি?
- ক. অজ
- খ. কোকা
- গ. শিল্পী
- ঘ. বোন
উত্তরঃ শিল্পী
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রীলিঙ্গ
- গ. ক্লীবলিঙ্গ
- ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ পুংলিঙ্গ
- ক. ক্লীবলিঙ্গ
- খ. উভয় লিঙ্গ
- গ. পুং লিঙ্গ
- ঘ. স্ত্রী লিঙ্গ
উত্তরঃ স্ত্রী লিঙ্গ
- ক. স্ত্রীলিঙ্গ
- খ. পুংলিঙ্গ
- গ. ক্লীবলিঙ্গ
- ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ স্ত্রীলিঙ্গ
60. ‘ঈ’ -প্রত্যয় যোগে কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়েছে?
- ক. জেলেনী
- খ. ভাগনী
- গ. মালিনী
- ঘ. নাপিতানী
উত্তরঃ ভাগনী
63. নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে?
- ক. স্বাভাবিক স্ত্রীবাচক শব্দ
- খ. ‘আ’-প্রত্যয়ান্ত শব্দ
- গ. ‘ঈ’-প্রত্যয়ান্ত শব্দ
- ঘ. যে শব্দের পুরুষবাচক শব্দনেই
উত্তরঃ যে শব্দের পুরুষবাচক শব্দনেই
64. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
- ক. মাতুলানী
- খ. অরণ্যানী
- গ. ভিখারিনী
- ঘ. কাঙালিনী
উত্তরঃ অরণ্যানী
65. কোনটি ‘নী’ প্রত্যায়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দ?
- ক. বেগুনী
- খ. কাঙালিনী
- গ. কামানী
- ঘ. চাকরানী
উত্তরঃ কাঙালিনী
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রী লিঙ্গ
- গ. ক্লীব লিঙ্গ
- ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ স্ত্রী লিঙ্গ
70. লিঙ্গান্তর করতে গায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
- ক. অব-প্রত্যয়
- খ. আ-প্রত্যয়
- গ. ঈ-প্রতয়
- ঘ. ইকা-প্রত্যয়
উত্তরঃ ইকা-প্রত্যয়
71. ‘মালিকা’-শব্দটিতে ইকা প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
- ক. বৃহৎ অর্থে
- খ. সাধারণ অর্থে
- গ. ক্ষুদ্র অর্থে
- ঘ. জাতি বা শ্রেণী বুঝাতে
উত্তরঃ ক্ষুদ্র অর্থে
72. ‘অরণ্যানী’ শব্দটিতে ‘আনী’ প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
- ক. বৃহৎ অর্থে
- খ. সাধারণ অর্থে
- গ. জাতি বা শ্রেণী বুঝাতে
- ঘ. বৃহৎ অরণ্য বুঝাতে
উত্তরঃ বৃহৎ অর্থে
73. যেসব পুরুষবাচক মব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রী বাচকতা বুঝাতে সে সব শব্দে হয়-
- ক. ‘ঈ’
- খ. ‘ত্রী’
- গ. ‘আনী’
- ঘ. ‘হীন’
উত্তরঃ ‘ত্রী’
74. কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয়েছে?
- ক. সতী
- খ. কর্ত্রী
- গ. সম্রাজ্ঞী
- ঘ. কুহকিনী
উত্তরঃ সম্রাজ্ঞী
- ক. নিত্য স্ত্রীলিঙ্গ
- খ. নিত্যপুংলিঙ্গ
- গ. স্ত্রীলিঙ্গ
- ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ নিত্যপুংলিঙ্গ