লিঙ্গ

1. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

  • ক. সাহেব
  • খ. রেয়াই
  • গ. সঙ্গী
  • ঘ. কবিরাজ

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

2. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

  • ক. বাদী
  • খ. দাত্রী
  • গ. তাদৃশী
  • ঘ. ডাইনী

উত্তরঃ ডাইনী

বিস্তারিত

3. ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. সারী
  • খ. শারী
  • গ. শুকী
  • ঘ. সারা

উত্তরঃ শুকী

বিস্তারিত

4. দুহিতা -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. পুত্র
  • খ. কন্যা
  • গ. স্ত্রী
  • ঘ. স্বামী

উত্তরঃ পুত্র

বিস্তারিত

5. ‘মরঙ্গ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?

  • ক. মর্দ
  • খ. জেনানা
  • গ. জেনানী
  • ঘ. মরদী

উত্তরঃ জেনানা

বিস্তারিত

6. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. বালক-বালিকা
  • খ. দুঃখী-দুঃখিনী
  • গ. খান-খানম
  • ঘ. নর-নারী

উত্তরঃ নর-নারী

বিস্তারিত

7. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. এয়ো
  • খ. কবিরাজ
  • গ. সন্তান
  • ঘ. কৃতদার

উত্তরঃ এয়ো

বিস্তারিত

8. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীব লিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

উত্তরঃ উভয় লিঙ্গ

বিস্তারিত

9. কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

  • ক. নেতা
  • খ. কবি
  • গ. দাতা
  • ঘ. বাদশাহ

উত্তরঃ কবি

বিস্তারিত

10. কোনটি লিঙ্গান্তর হয় না?

  • ক. বেয়াই
  • খ. সাহেব
  • গ. কবিরাজ
  • ঘ. রজক

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

11. কোনটি লিঙ্গান্তর হয় না ?

  • ক. বেয়াই
  • খ. সাহেব
  • গ. কবিরাজ
  • ঘ. রজক

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

12. ‘ধোপা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

  • ক. ধোপী
  • খ. মহিলা ধোপা
  • গ. ধোপানী
  • ঘ. ধোপীনি

উত্তরঃ ধোপানী

বিস্তারিত

13. ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক?

  • ক. স্ত্রীলিঙ্গ
  • খ. ক্লিবলিঙ্গ
  • গ. পুংলিঙ্গ
  • ঘ. উভয় লিঙ্গ

উত্তরঃ পুংলিঙ্গ

বিস্তারিত

14. ‘বিদ্বান’ - এর সঠিক স্ত্রীবাচক কোনটি?

  • ক. বিদ্বানী
  • খ. বিদূষিণী
  • গ. বিদুষী
  • ঘ. বিদূষী

উত্তরঃ বিদুষী

বিস্তারিত

15. ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ হয়েছে নিচের কোনটিতে?

  • ক. মালিকা
  • খ. নাটিকা
  • গ. গীতিকা
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

16. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. রূপসী
  • খ. মলিনা
  • গ. মহতী
  • ঘ. শ্বশ্রু

উত্তরঃ রূপসী

বিস্তারিত

17. কোন শব্দটি প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

  • ক. রাশি
  • খ. রাজি
  • গ. পুঞ্জ
  • ঘ. যূথ

উত্তরঃ যূথ

বিস্তারিত

18. ‘গণক’ শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি?

  • ক. গণিকা
  • খ. গণকী
  • গ. গণকিনী
  • ঘ. গণকা

উত্তরঃ গণকী

বিস্তারিত

19. ‘বিদ্বান’ এর সঠিক স্ত্রী বাচক শব্দ কোনটি?

  • ক. বিদ্বানী
  • খ. বিদুষিণী
  • গ. বিদুষী
  • ঘ. বিদূষী

উত্তরঃ বিদুষী

বিস্তারিত

20. ‘মানুষ মরণশীল’ এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. উভয়লিঙ্গ
  • ঘ. ক্লীবলিঙ্গ

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

21. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

  • ক. নদ
  • খ. কবিরাজ
  • গ. ননদ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

22. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

  • ক. নদ
  • খ. কবিরাজ
  • গ. ননদ
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

23. ‘কুহক’ শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি?

  • ক. কুহকিনী
  • খ. কুহিকা
  • গ. কুহিকানী
  • ঘ. কুহিকী

উত্তরঃ কুহকিনী

বিস্তারিত

24. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. সারী
  • খ. কুলটা
  • গ. জেনানা
  • ঘ. খানম

উত্তরঃ কুলটা

বিস্তারিত

25. কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই?

  • ক. ঠাকরুন
  • খ. ঝি
  • গ. ষোড়শী
  • ঘ. সতী

উত্তরঃ সতী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects