লিঙ্গ
151. পুরুষ ও স্ত্রী কোনটিই বোঝায় না কোন লিঙ্গ দ্বারা ?
- ক. পুং লিঙ্গ
- খ. উভয় লিঙ্গ
- গ. ক্লীব লিঙ্গ
- ঘ. স্ত্রী লিঙ্গ
উত্তরঃ ক্লীব লিঙ্গ
152. বাংলা ভাষায় কোন পদ দ্বারা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বুঝায় ?
- ক. বিশ্লেষণ
- খ. বিশেষ্য
- গ. ক্রিয়া
- ঘ. অব্যয়
উত্তরঃ বিশেষ্য
154. কোন স্ত্রীবাচক শব্দটি অবজ্ঞা ভাব প্রকাশ করে ?
- ক. ধোপানী
- খ. চাকরানী
- গ. মালিনী
- ঘ. মাস্টারনী
উত্তরঃ মাস্টারনী
155. নিচের কোন স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় ?
- ক. অভাগিনী
- খ. ভিখারিনী
- গ. মামী
- ঘ. নায়িকা
উত্তরঃ অভাগিনী
157. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ?
- ক. কুমার
- খ. দেবর
- গ. পাগলা
- ঘ. গোয়ালা
উত্তরঃ দেবর
160. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে লিঙ্গান্তর করা হয় ?
- ক. কামার
- খ. গোলাম
- গ. শিল্পী
- ঘ. কর্তা
উত্তরঃ শিল্পী
161. নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না ?
- ক. কৃতদার
- খ. কবি
- গ. শিক্ষক
- ঘ. ব্রাহ্মণ
উত্তরঃ কৃতদার
165. কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয় ?
- ক. চাকর
- খ. বোন
- গ. মামা
- ঘ. চাচা
উত্তরঃ বোন
168. কোনটি পেশা অর্থে স্ত্রীবাচক শব্দ ?
- ক. শিক্ষয়িত্রী
- খ. বান্ধবী
- গ. শিক্ষিকা
- ঘ. আধুনিকা
উত্তরঃ শিক্ষিকা
172. নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝায় ?
- ক. স্ত্রীবাচক শব্দকে
- খ. ঈ প্রত্যয়ন্ত শব্দকে
- গ. যে শব্দের পুরুষবাচক শব্দ নেই
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ যে শব্দের পুরুষবাচক শব্দ নেই
174. যে সকল পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয় ?
- ক. ই
- খ. ঈ
- গ. ত্রী
- ঘ. আনী
উত্তরঃ ত্রী
175. সাধারণত 'ইকা' কোন অর্থে ব্যবহৃত হয় ?
- ক. বৃহৎ অর্থে
- খ. ক্ষুদ্রার্থে
- গ. অবজ্ঞার্থে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক্ষুদ্রার্থে