প্রবন্ধ উপন্যাস গল্প নাটক ও নাট্যসাহিত্য
26. 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা--
- ক. মুহম্মদ আব্দুল হাই
 - খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
 - গ. আবুল মনসুর আহমদ
 - ঘ. আতাউর রহমান
 
উত্তরঃ আবুল মনসুর আহমদ
27. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত--
- ক. কবিতার নাম
 - খ. গল্প সংকলনের নাম
 - গ. উপন্যাসের নাম
 - ঘ. কাব্য সংকলনের নাম
 
উত্তরঃ উপন্যাসের নাম
28. বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক--
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 - গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 - ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
29. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
- ক. ক্ষুধিত পাষাণ
 - খ. পদ্ম গোখরা
 - গ. মাস্টার মশায়
 - ঘ. একটি তুলশী গাছের কাহিনী
 
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
30. 'God is Small Things' কার লেখা?
- ক. ঝুম্পা লাহিড়ী
 - খ. দালাইলামা
 - গ. অরুন্ধতী রায়
 - ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
 
উত্তরঃ অরুন্ধতী রায়
31. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্যগ্রন্থ---
- ক. য়ুরোপ-প্রবাসীর পত্র
 - খ. জাভাযাত্রীর পত্র
 - গ. জাপানযাত্রী
 - ঘ. ইউরোপ-যাত্রীর ডায়রি
 
উত্তরঃ য়ুরোপ-প্রবাসীর পত্র
32. 'দেনা পাওনা' উপন্যাস ও 'দেনা পাওনা' ছোটগল্পের লেখক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 - খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
 - গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
 - ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. মুনীর চৌধুরী
 - খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - গ. জহির রায়হান
 - ঘ. শহীদুল্লাহ কায়সার
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
34. বাংলা সাহিত্যের প্রথম উপন্যসের নাম কি?
- ক. আলালের ঘরের দুলাল
 - খ. কুহেলিকা
 - গ. বিষবৃক্ষ
 - ঘ. গৃহদাহ
 
উত্তরঃ আলালের ঘরের দুলাল
35. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
- ক. টুনি মেম
 - খ. তুলনাহীন
 - গ. অবিশ্বাস্য
 - ঘ. পথে প্রবাসে
 
উত্তরঃ পথে প্রবাসে
- ক. নূরজাহান
 - খ. গুলবদন বেগম
 - গ. হুমায়ুন
 - ঘ. আবুল ফজল
 
উত্তরঃ গুলবদন বেগম
37. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 - খ. বন্দে আলী মিয়া
 - গ. জহির রায়হান
 - ঘ. অদ্বৈত মল্লবর্মণ
 
উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণ
38. 'আরেক ফাল্গুন'- এর লেখক কে?
- ক. শহীদুল্লাহ কায়সার
 - খ. জহির রায়হান
 - গ. মুনীর চৌধুরী
 - ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
 
উত্তরঃ জহির রায়হান
39. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
- ক. ইসমাইল হোসেন সিরাজী
 - খ. সৈয়দ শামসুল হক
 - গ. মোজাম্মেল হক
 - ঘ. আনোয়ার পাশা
 
উত্তরঃ আনোয়ার পাশা
40. 'রাইফেল-রোটি-আওরাত' কে রচনা করেন?
- ক. মুনীর চৌধুরী
 - খ. সৈয়দ শামসুল হক
 - গ. জহির রায়হান
 - ঘ. আনোয়ার পাশা
 
উত্তরঃ আনোয়ার পাশা
42. 'পুতুলের বিয়ে' কার রচিত নাটক?
- ক. কাজী নজরুল ইসলাম
 - খ. মাইকেল মধুসূদন দত্ত
 - গ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - ঘ. মমতাজউদ্দীন আহমেদ
 
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
43. 'নীলদর্পণ' নাটকের লেখক কে?
- ক. দীনবন্ধু মিত্র
 - খ. রবীন্দ্রনাথ ঠাকুর
 - গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 - ঘ. কাজী নজরুল ইসলাম
 
উত্তরঃ দীনবন্ধু মিত্র
44. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?
- ক. কবীর চৌধুরী
 - খ. মুনীর চৌধুরী
 - গ. সৈয়দ শামসুল হক
 - ঘ. মুনতাসীর মামুন
 
উত্তরঃ মুনীর চৌধুরী
45. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- ক. জগৎ মোহিনী
 - খ. বসন্ত কুমারী
 - গ. আয়না
 - ঘ. মোহিনী প্রেমপাস
 
উত্তরঃ বসন্ত কুমারী
46. মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি?
- ক. নটির পূজা
 - খ. বেহুলা গীতাভিনয়
 - গ. নবীন তপস্বিনী
 - ঘ. কৃষ্ণকুমারী
 
উত্তরঃ বেহুলা গীতাভিনয়
47. 'বসন্ত কুমারী' নাটক রচনা করেছেন--
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মাইকেল মধুসূদন দত্ত
 - গ. কাজী নজরুল ইসলাম
 - ঘ. মীর মোশাররফ হোসেন
 
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
48. মূনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন?
- ক. ব্যথানীল কারাগার
 - খ. কবর
 - গ. নুরুলদীনের সারাজীবন
 - ঘ. সেনাপতি
 
উত্তরঃ কবর
49. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
- ক. নুরুল মোমেন
 - খ. আবদুল্লাহ আল মামুন
 - গ. মুনীর চৌধুরী
 - ঘ. সুচরিত চৌধুরী
 
উত্তরঃ আবদুল্লাহ আল মামুন
50. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
- ক. মমতাজউদ্দীন আহমদ
 - খ. মামুনুর রশীদ
 - গ. ইব্রাহীম খলীল
 - ঘ. ওবায়েদ উল হক
 
উত্তরঃ মামুনুর রশীদ