প্রবন্ধ উপন্যাস গল্প নাটক ও নাট্যসাহিত্য

51. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?

  • ক. সেলিম আল দীন
  • খ. আবদুল্লাহ আল মামুন
  • গ. জিয়া হায়দার
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ আবদুল্লাহ আল মামুন

বিস্তারিত

52. 'নুরুলদীনের সারাজীবন' নটকটির রচয়িতা কে?

  • ক. জিয়া হায়দার
  • খ. আলাউদ্দীন আল আজাদ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

53. 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ইব্রাহীম খাঁ
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. আকবর উদ্দিন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

54. 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শাহাদৎ হোসেন
  • ঘ. ইব্রাহিম খাঁ

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

55. 'জমীদার দর্পন' নাটকটির রচয়িতা কে?

  • ক. মীর মোশাররফ হোসেন
  • খ. অমৃতলাল বসু
  • গ. মনমোহন বসু
  • ঘ. কালী প্রসন্ন সিংহ

উত্তরঃ মীর মোশাররফ হোসেন

বিস্তারিত

56. 'কালের যাত্রা' নটকটির রচয়িতা--

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. অমৃতলাল বসু
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. মনমোহন বসু

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

57. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?

  • ক. নবীনচন্দ্র সেন
  • খ. হেমচন্দ্র বন্দোপাধ্যায়
  • গ. মনমোহন বসু
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

58. 'বিসর্জন' নাটকটির রচয়িতা কে?

  • ক. গিরিশচন্দ্র ঘোষ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সেলিম আল-দীন

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

59. 'কবর' নাটকটির রচয়িতা কে?

  • ক. জসীম উদ্দীন
  • খ. নুরুল মোমেন
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. আবদুল্লাহ আল মামুন

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

60. 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. শিশির ভাদুড়ী
  • গ. শওকত ওসমান
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

61. 'ওরা কদম আলী' নাটকটি কে লিখেছেন?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. আবদুল্লাহ আল মামুন
  • গ. মামুনুর রশীদ
  • ঘ. রশীদ হায়দার

উত্তরঃ আবদুল্লাহ আল মামুন

বিস্তারিত

62. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম--

  • ক. কুলীনকুলসর্বস্ব
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. নীলদর্পণ
  • ঘ. জমীদার দর্পণ

উত্তরঃ কৃষ্ণকুমারী

বিস্তারিত

63. বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন--

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মীর মোশারফ হোসেন
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ দীনবন্ধু মিত্র

বিস্তারিত

64. 'সিরাজউদ্দৌলা' নাটকের নাট্যকার--

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. গিরিশচন্দ্র ঘোষ
  • গ. নুরল মোমেন
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ

বিস্তারিত

65. 'চিরকুমার সভা' নাটকটির রচয়িতা কে?

  • ক. নুরুল মোমেন
  • খ. মীর মোশারফ হোসেন
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

66. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' গীতি নাট্যটির রচয়িতা কে?

  • ক. মামুনুর রশীদ
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. আবদুল্লাহ আল মামুন
  • ঘ. সেলিম আল দীন

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

67. 'হরগজ' নাটকটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. রশীদ হায়দার
  • গ. সেলিম আল দীন
  • ঘ. জিয়া হায়দার

উত্তরঃ সেলিম আল দীন

বিস্তারিত

68. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. দীনবন্ধু মিত্র
  • গ. রামনারায়ণ তর্করত্ন
  • ঘ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

69. নাটকের উৎপত্তি কোথায়?

  • ক. মিশরে
  • খ. স্পেনে
  • গ. গ্রিসে
  • ঘ. লন্ডনে

উত্তরঃ গ্রিসে

বিস্তারিত

70. 'দহনকাল' উপন্যাসটির জন্য কথাসাহিত্যে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১২' পদকে ভূষিত হন--

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. আনিসুল হক
  • গ. সনৎকুমার সাহা
  • ঘ. হরিশংকর জলদাস

উত্তরঃ হরিশংকর জলদাস

বিস্তারিত

71. জনপ্রিয় ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হল---

  • ক. নিঃসঙ্গ গ্রহচারী
  • খ. রাজু ও আগুনালির ভূত
  • গ. কপোট্রনিক সুখ দুঃখ
  • ঘ. যারা বায়োবট

উত্তরঃ কপোট্রনিক সুখ দুঃখ

বিস্তারিত

72. তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা- এ পংক্তিটি কার?

  • ক. শামসুর রাহমান
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

73. 'ঠাকুরমার ঝুলি' কি জাতীয় সংকলন?

  • ক. ছোটগল্প
  • খ. রূপকথা
  • গ. রম্যরচনা
  • ঘ. গীতিকাব্য

উত্তরঃ রূপকথা

বিস্তারিত

74. বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন---

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

75. 'কমলাকান্তের দপ্তর' কোন শ্রেণীর রচনা?

  • ক. উপন্যাস
  • খ. রম্য রচনা
  • গ. প্রবন্ধ
  • ঘ. ভ্রমণ কাহিনী

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects