প্রবন্ধ উপন্যাস গল্প নাটক ও নাট্যসাহিত্য
1. সাহিত্য খেলা প্রবন্ধের 'রোদ্যাঁ' কি?
- ক. এক ব্যাক্তির নাম
- খ. রেস্টুরেন্টের নাম
- গ. জায়গার নাম
- ঘ. পাহাড়ের নাম
উত্তরঃ এক ব্যাক্তির নাম
2. 'হাজার বছর ধরে' রচনাটি কার?
- ক. জহির রায়হান
- খ. মুনীর চৌধুরী
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. মোতাহার হোসেন চৌধুরী
উত্তরঃ জহির রায়হান
3. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. মৃত্যু-ক্ষুধা
- খ. রাজা
- গ. কল্পনা
- ঘ. ডাকঘর
উত্তরঃ মৃত্যু-ক্ষুধা
4. 'জীবন থেকে নেয়া', 'স্টপ জেনোসাইড', 'লেট দেয়ারবি লাইট' কার লেখা?
- ক. জহির রায়হান
- খ. শামসুর রাহমান
- গ. সৈয়দ মুজতবা আলী
- ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ জহির রায়হান
5. 'পদ্মা নদীর মাঝি' কার লেখা?
- ক. মানিক বন্দোপাধ্যায়
- খ. মুনীর চৌধুরী
- গ. জহির রায়হান
- ঘ. মোতাহার হোসেন চৌধুরী
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়
7. কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস--
- ক. চরিত্রহীন
- খ. ব্যাথার দান
- গ. শেষের কবিতা
- ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তরঃ শেষের কবিতা
8. কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
- ক. মুক্তি
- খ. পদ্মগোখরা
- গ. বাউন্ডেলের আত্মকাহিনী
- ঘ. জিনের বাদশা
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী
9. কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
- ক. চাচা কাহিনী
- খ. বুলগেরিয়া ভ্রমণ
- গ. আয়না
- ঘ. উদাসীন পথিকের মনের কথা
উত্তরঃ চাচা কাহিনী
10. 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে?
- ক. মানিক বন্দোপাধ্যায়
- খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- গ. জহির রায়হান
- ঘ. আবু জাফর শামসুদ্দিন
উত্তরঃ আবু জাফর শামসুদ্দিন
11. বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস 'কপালকুণ্ডলা'- এর রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. মধুসূদন দত্ত
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
12. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত নয়?
- ক. চরিত্রহীন
- খ. বড়দিদি
- গ. দত্তা
- ঘ. চোখের বালি
উত্তরঃ চোখের বালি
13. 'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. শওকত ওসমান
- গ. সৈয়দ সামসুল হক
- ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
14. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
- ক. শেষের কবিতা
- খ. চোখের বালি
- গ. গোরা
- ঘ. বৌঠাকুরানীর হাট
উত্তরঃ বৌঠাকুরানীর হাট
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. মুকুন্দলাল চক্রবর্তী
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
17. 'ক্রিতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা---
- ক. হুমায়ূন আহমেদ
- খ. শওকত ওসমান
- গ. ইমদাদুল হক মিলন
- ঘ. তসলিমা নাসরিন
উত্তরঃ শওকত ওসমান
18. 'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
- ক. কাব্য
- খ. নাটক
- গ. উপন্যাস
- ঘ. প্রবন্ধ
উত্তরঃ প্রবন্ধ
19. 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-----
- ক. শওকত ওসমান
- খ. জ্যোতিপ্রকাশ দত্ত
- গ. আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
20. 'পথের দাবী' উপন্যাসের লেখক কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মানিক বন্দোপাধ্যায়
- গ. সত্যেন সেন
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
21. 'লালসালু' উপন্যাসের লেখক কে?
- ক. মুনীর চৌধুরী
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. শওকত আলী
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
- ক. মুনীর চৌধুরী
- খ. শহীদুল্লাহ কায়সার
- গ. জহির রায়হান
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার
23. 'মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা--
- ক. এস ওয়াজেদ আলী
- খ. এয়াকুব আলী চৌধুরী
- গ. মোঃ লুৎফর রহমান
- ঘ. মোঃ ওয়াজেদ আলী
উত্তরঃ মোঃ লুৎফর রহমান
24. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
- ক. বিষবৃক্ষ
- খ. গণদেবতা
- গ. আরণ্যকে
- ঘ. ঘরে-বাইরে
উত্তরঃ ঘরে-বাইরে
25. 'প্রভাত চিন্তা' 'নিভৃত চিন্তা' 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা--
- ক. কালীপ্রসন্ন সিংহ
- খ. কালীপ্রসন্ন ঘোষ
- গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ. এস ওয়াজেদ আলী
উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ