শব্দ প্রকরণ ও বাংলা ভাষার শব্দাবলী

26. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

  • ক. শব পোড়া
  • খ. মড়া দাহ
  • গ. শবদাহ
  • ঘ. শবমড়া

উত্তরঃ শবদাহ

বিস্তারিত

27. শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ--

  • ক. দরদর
  • খ. করকর
  • গ. কুটকুট
  • ঘ. খুটকুট

উত্তরঃ কুটকুট

বিস্তারিত

28. 'জানালা' শব্দটি---

  • ক. ফারসি
  • খ. পর্তুগিজ
  • গ. হিব্রু
  • ঘ. তুর্কি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

29. পারিবাষিক শব্দ কোনটি?

  • ক. মেঘালয়
  • খ. বিচারালয়
  • গ. সচিবালয়
  • ঘ. হিমালয়

উত্তরঃ সচিবালয়

বিস্তারিত

30. তৎসম শব্দ বলতে বুঝায়?

  • ক. তদ্ভব শব্দ
  • খ. দ্বিরুক্ত শব্দ
  • গ. সংস্কৃত শব্দ
  • ঘ. কৃদন্ত শব্দ

উত্তরঃ সংস্কৃত শব্দ

বিস্তারিত

31. বাংলা ভাষায় ব্যবহৃত 'লিচু' কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?

  • ক. চৈনিক
  • খ. আরবি
  • গ. ইংরেজি
  • ঘ. ফারসি

উত্তরঃ চৈনিক

বিস্তারিত

32. ধাতুর সাথে কৃত-প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে--

  • ক. তদ্ধিতান্ত শব্দ
  • খ. তদ্ধিত প্রত্যয়
  • গ. কৃদন্ত শব্দ
  • ঘ. প্রাতিপাদিক

উত্তরঃ কৃদন্ত শব্দ

বিস্তারিত

33. কোনটি তৎসম শব্দ?

  • ক. হাত
  • খ. লতা
  • গ. ডিম
  • ঘ. বাড়ি

উত্তরঃ লতা

বিস্তারিত

34. কোন বাক্যে 'পা' শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়?

  • ক. ভাই, কারো পায়ে ধরো না
  • খ. উপোস করবো তবু কারো পা চাটবো না
  • গ. হাতের লক্ষী পায়ে ঠেলো না
  • ঘ. বড় সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল

উত্তরঃ হাতের লক্ষী পায়ে ঠেলো না

বিস্তারিত

35. বাক্যের মৌলিক উপাদান কি?

  • ক. বর্ণ
  • খ. ভাব
  • গ. ধ্বনি
  • ঘ. শব্দ

উত্তরঃ শব্দ

বিস্তারিত

36. লুঙ্গি কোন ভাষার শব্দ?

  • ক. চীনা
  • খ. বর্মী
  • গ. নেপাল
  • ঘ. ভুটানি

উত্তরঃ বর্মী

বিস্তারিত

37. নিচের কোনটি তদ্ভব শব্দ?

  • ক. চাঁদ
  • খ. নক্ষত্র
  • গ. সূর্য
  • ঘ. গগন

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

38. কোন দ্বিরুক্ত শব্দ জুটি অবজ্ঞা নির্দেশ করে?

  • ক. পাকা পাকা আম
  • খ. ছি! ছি! কি করছ?
  • গ. নরম নরম হাত
  • ঘ. উড়ু উড়ু মন

উত্তরঃ ছি! ছি! কি করছ?

বিস্তারিত

39. ‘জানালা’ শব্দটি—

  • ক. ফারসি
  • খ. হিব্রু
  • গ. পর্তুগীজ
  • ঘ. তুর্কী

উত্তরঃ পর্তুগীজ

বিস্তারিত

40. ‘এপিটাফ’ শব্দের অর্থ—

  • ক. শোক কবিতা
  • খ. গীতিকা
  • গ. সমাধি-লিপি
  • ঘ. মানপত্র

উত্তরঃ সমাধি-লিপি

বিস্তারিত

41. 'পোখরাজ' মানে--

  • ক. এক ধরনের বিষধর সাপ
  • খ. এক ধরনের বাদ্যযন্ত্র
  • গ. মনি বিশেষ
  • ঘ. পাখির রাজা গরুড়

উত্তরঃ মনি বিশেষ

বিস্তারিত

42. 'বকলম' শব্দটি বাংলা ভাষায় এসেছে--

  • ক. ফারসি ভাষা থেকে
  • খ. আরবি ভাষা থেকে
  • গ. হিন্দি ভাষা থেকে
  • ঘ. বর্মি ভাষা থেকে

উত্তরঃ আরবি ভাষা থেকে

বিস্তারিত

43. 'অনন্তর' শব্দের অর্থ--

  • ক. নিরন্তর
  • খ. অন্তর নেই যার
  • গ. অতঃপর
  • ঘ. পৃথিবী

উত্তরঃ অতঃপর

বিস্তারিত

44. নিচের কোন জোড়কে যথার্থ সমোচ্চারিত শব্দের দৃষ্টান্ত হিসেবে মেনে নেয়া যায় না?

  • ক. অভি-অভী
  • খ. অসুর-অশূর
  • গ. দ্বীপ-দ্বিপ
  • ঘ. আধি-আঁধি

উত্তরঃ আধি-আঁধি

বিস্তারিত

45. নিচের কোনটি বহুবচন জ্ঞাপক শব্দ নয়?

  • ক. দাম
  • খ. কুল
  • গ. সভা
  • ঘ. বন

উত্তরঃ বন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects