বাংলা সাহিত্য
1276. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেই রচিত হয়েছিল যে উপন্যাস -
- ক. ১৯৭১
- খ. রাইফেল রোটি আওরাত
- গ. হাঙ্গর নদী গ্রেনেড
- ঘ. দুই সৈনিক
উত্তরঃ রাইফেল রোটি আওরাত
1277. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
- ক. আনন্দ মঠ
- খ. চাঁদের অমাবস্যা
- গ. লালসালু
- ঘ. কাঁদো নদী কাঁদো
উত্তরঃ আনন্দ মঠ
1278. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -
- ক. প্রবন্ধ
- খ. গীতকবিতা
- গ. নাটক
- ঘ. ছোটগল্প
উত্তরঃ গীতকবিতা
1279. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
- খ. মুখরা রমণী বশীকরণ
- গ. শভ্রা সুন্দর কল্যাণী আনন্দ
- ঘ. নূরলদীনের সারাজীবন
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1280. ‘মনরে কৃষি-কাজ জাননা এমন মানব-জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা’ গানটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. রামপ্রসাদ সেন
- ঘ. নিধু বাবু
উত্তরঃ রামপ্রসাদ সেন
1281. ‘দেয়াল’ গ্রন্থটির রচয়িতা ক?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. যাযাবর
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ হুমায়ূন আহমেদ
1282. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- ক. আল মাহমুদ
- খ. শামসুর রাহমান
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1283. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কবিতাটির রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. আবুল হাসান
- গ. নির্মলেন্দু গুণ
- ঘ. হেলাল হাফিজ
উত্তরঃ শামসুর রাহমান
1284. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
- ক. যশোর
- খ. খুলনা
- গ. ফরিদপুর
- ঘ. রাজশাহী
উত্তরঃ যশোর
1285. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. ১৯১১
- খ. ১৯১২
- গ. ১৯১৩
- ঘ. ১৯১৪
উত্তরঃ ১৯১৩
1286. বাংলা ও সাহিত্যের আদি নিদর্শন কী?
- ক. মহাভারত
- খ. শূন্যপুরাণ
- গ. চর্যাপদ
- ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তরঃ চর্যাপদ
1287. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার রচনা?
- ক. সেলিনা হোসেন
- খ. বেগম রোকেয়া
- গ. কামিনী রায়
- ঘ. কুসুমকুমারী দাশ
উত্তরঃ বেগম রোকেয়া
1288. ‘আগুনের পরশমণি’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?
- ক. রশীদ করীম
- খ. সৈয়দ শামসুর হক
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ হুমায়ূন আহমেদ
1289. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।’ - কোন কবির রচনা?
- ক. রজনী কান্ত সেন
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. কামিনী রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কামিনী রায়
1290. ‘পল্লীকবি’ কার উপাধি?
- ক. বন্দে আলী মিয়া
- খ. জসীমউদদীন
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ জসীমউদদীন
1291. কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. সাম্যবাদী
- খ. অগ্নিবীণা
- গ. সর্বহারা
- ঘ. চক্রবাক
উত্তরঃ সাম্যবাদী
1294. আধুনিক বাংলা গদ্যের জনক কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ. প্রমথ চৌধুরী
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1295. ‘ভোর হল দোর খোল/ খুকুমনি ওঠরে’ কবিতার কবি কে?
- ক. কুসুমকুমারী দেবী
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
1296. কবি জসীমউদদীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
- ক. মাদারীপুর
- খ. ফরিদপুর
- গ. ঢাকা
- ঘ. শরীয়তপুর
উত্তরঃ ফরিদপুর
1297. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
- ক. সবুজপত্র
- খ. সম্বাদ কৌমুদী
- গ. কথোপকথন
- ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ কথোপকথন
1298. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. অদ্বৈ মল্লবর্মণ
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. হাসান আজিজুল হক
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ অদ্বৈ মল্লবর্মণ
1299. মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?
- ক. বাসন
- খ. নিজবাসভূমে
- গ. নেকড়ে অরণ্য
- ঘ. হাঙর নদী গ্রেনেড
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1300. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
- ক. শ্রীকান্ত
- খ. মেজদিদি
- গ. দেবদাস
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা