বাংলা সাহিত্য
1226. কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
- ক. ১৯২৯
- খ. ১৯৩০
- গ. ১৯৪১
- ঘ. ১৯৪২
উত্তরঃ ১৯৪২
1227. কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
- ক. লাঙ্গল
- খ. নবযুগ
- গ. ধূমকেতু
- ঘ. বিজলী
উত্তরঃ বিজলী
1228. ‘কাঁদো নদী কাঁদো’ কার উপন্যাস?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. রশীদ করীম
- ঘ. আবুল ফজল
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
1229. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে -।
- ক. নগর জীবন
- খ. জেলেদের জীবন
- গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- ঘ. গ্রামীণ জীবন
উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
1230. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
- ক. নাটক
- খ. কাব্যগ্রন্থ
- গ. উপন্যাস
- ঘ. ছোটগল্প
উত্তরঃ উপন্যাস
1231. ‘মৈয়মননসিংহ গীতিকা’ -এর সংগ্রাহক কে ছিলেন?
- ক. চন্দ্রকুমার দে
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. আশুতোষ ভট্টাচার্য
- ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ চন্দ্রকুমার দে
1232. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. আল মাহমুদ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ সৈয়দ শামসুল হক
1233. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. সুনীল গঙ্গোপাধ্যায়
- খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- গ. মানিক বন্দ্যোপাধ্যায়
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
1234. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
- ক. পাড়াতলা
- খ. পাহাড়পুর
- গ. পাড়াতলী
- ঘ. চরপাড়া
উত্তরঃ পাড়াতলী
1235. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে -।
- ক. পলাশীর যুদ্ধ
- খ. পানিপথের যুদ্ধ
- গ. ভাষা আন্দোলন
- ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ ভাষা আন্দোলন
1236. ‘সিরাজুম মুনীরা’ কাব্যগ্রন্থের কবি কে?
- ক. আহসান হাবীব
- খ. ফররুখ আহমদ
- গ. আবুল হোসেন
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ফররুখ আহমদ
1237. কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
- ক. কবিতা
- খ. উপন্যাস
- গ. গল্প
- ঘ. গীতিনাট্য
উত্তরঃ গীতিনাট্য
1238. ‘স্বভাব কবি’ বলা হয় কাকে?
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস
1239. ‘হুলিয়া’ কবিতার কবি কে?
- ক. হুমায়ুন কবির
- খ. নির্মলেন্দু গুণ
- গ. আবুল হাসান
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ নির্মলেন্দু গুণ
1240. ‘মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন -
- ক. শাহ গরীবুল্লাহ
- খ. সৈয়দ সুলতান
- গ. জৈনুদ্দীন
- ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ সৈয়দ হামজা
1241. মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি?
- ক. চণ্ডীমঙ্গল
- খ. মনসামঙ্গল
- গ. অন্নদামঙ্গল
- ঘ. ধর্মমঙ্গল
উত্তরঃ চণ্ডীমঙ্গল
1242. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
- ক. ঝরা পালক
- খ. অগ্নিবীণা
- গ. দোলনচাঁপা
- ঘ. পূবের হাওয়া
উত্তরঃ ঝরা পালক
1243. ‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত -।
- ক. কাব্যনাটক
- খ. উপন্যাস
- গ. আত্মজীবনী
- ঘ. ছোটগল্প
উত্তরঃ কাব্যনাটক
1244. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. হুমায়ুন কবির
- খ. আবুল ফজল
- গ. আকবর আলী
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ হুমায়ুন কবির
1245. মধ্যযুগের বাংলাভঅষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
- ক. চৈতন্যচরিতামৃত
- খ. বৈষ্ণব পদাবলি
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. শ্রীকৃষ্ণ বিজয়
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
1246. ‘বসন্তকুমারী’ নাটকের নাট্যকার হলেন -
- ক. দীনবন্ধু মিত্র
- খ. মাইকেল মধুদূদন দত্ত
- গ. উমেশচন্দ্র মিত্র
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ মীর মশাররফ হোসেন
1247. ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ আখ্যানের রচয়িতা কে?
- ক. দৌলত কাজী
- খ. শাহ মুহম্মদ সগীর
- গ. সৈয়দ সুলতান
- ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ দৌলত কাজী
1248. ‘ছন্দের যাদুকর’ কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
1249. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ
1250. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত