বাংলা সাহিত্য

1151. জসীমউদদীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে -

  • ক. সোজন বাদিয়ার ঘাট
  • খ. ঠাকুর বাড়ির আঙিনায়
  • গ. রঙিলা নায়ের মাঝি
  • ঘ. এক পয়সার আলতা

উত্তরঃ ঠাকুর বাড়ির আঙিনায়

বিস্তারিত

1152. ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ কাব্য পঙক্তিটির রচয়িতা হচ্ছেন -

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. গোবিন্দচন্দ্র দাস
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. বলেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1153. শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -

  • ক. খাঁচায়
  • খ. ওঙ্কার
  • গ. জলাঙ্গী
  • ঘ. চৌচির

উত্তরঃ জলাঙ্গী

বিস্তারিত

1154. বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি?

  • ক. বোধেদয়
  • খ. ভ্রান্তিবিলাস
  • গ. ব্রজবিলাস
  • ঘ. জীবনচরিত

উত্তরঃ ব্রজবিলাস

বিস্তারিত

1155. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে -

  • ক. সাত সাগরের মাঝি
  • খ. একচক্ষু হরিণ
  • গ. রাজা যায় রাজা আসে
  • ঘ. নিরালোকে দিব্যরথ

উত্তরঃ নিরালোকে দিব্যরথ

বিস্তারিত

1156. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. সোনার তরী
  • খ. প্রভাতসঙ্গীত
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. গীতাঞ্জলি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1157. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি?

  • ক. রঙ্গমতী
  • খ. বঙ্গনারী
  • গ. ব্রজাঙ্গনা
  • ঘ. বীরাঙ্গনা

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

1158. কোন জন ‘চর্যাপদ’ - এর পদকার?

  • ক. চণ্ডীদাস
  • খ. লুইপাদ
  • গ. আলাওল
  • ঘ. বিদ্যাপতি

উত্তরঃ লুইপাদ

বিস্তারিত

1159. ‘বড়াুয় ‘ চরিত্রটি পাওয়া যায় -

  • ক. শূন্যপুরাণে
  • খ. মঙ্গলকাব্যে
  • গ. লোকসাহিত্য
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

1160. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র হচ্ছে -

  • ক. জ্ঞানান্বেষণ
  • খ. দিগদর্শন
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. আর্যদর্শন

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

1161. ‘বিষাদসিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1162. ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ বইয়ের লেখকের নাম কী?

  • ক. জাহানারা ইমাম
  • খ. হাসান ইমাম
  • গ. মেজর রফিকুল ইসলাম
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ মেজর রফিকুল ইসলাম

বিস্তারিত

1163. ‘রোহিণী’ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গৃহদাহ
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. রাজর্ষি

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

1164. নিচের কোনিট উপন্যাস?

  • ক. নেমেসিস
  • খ. শেষের কবিতা
  • গ. পদ্মাবতী
  • ঘ. নবান্ন

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

1165. বাংলা ১১৭৬ সন কোনটির সাথে সংশ্লিষ্ট?

  • ক. সিপাহি বিদ্রোহী
  • খ. বঙ্গভঙ্গ
  • গ. ছিয়াত্তরের মন্বন্তর
  • ঘ. দেশভাগ

উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর

বিস্তারিত

1166. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

  • ক. শরৎচন্দ্র চট্টোপ্যাধায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1167. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন কে?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. বিষ্ণু দে
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ বুদ্ধদেব বসু

বিস্তারিত

1168. কোন গ্রন্থটি আলাওল রচিত নয়?

  • ক. ইউসুফ জুলেখা
  • খ. তোহফা
  • গ. পদ্মাবতী
  • ঘ. হপ্তপয়কর

উত্তরঃ ইউসুফ জুলেখা

বিস্তারিত

1169. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি রচনা করেন -

  • ক. সেলিম আল দীন
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. শওকত ওসমান
  • ঘ. শওকত আলী

উত্তরঃ শওকত আলী

বিস্তারিত

1170. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কার?

  • ক. নবকুমার
  • খ. শ্রীকান্ত
  • গ. কপালকুণ্ডলা
  • ঘ. কুমুদিনী

উত্তরঃ কপালকুণ্ডলা

বিস্তারিত

1171. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম -

  • ক. ধূমকতু
  • খ. অগ্নিবীণা
  • গ. বিষের বাঁশী
  • ঘ. ভাঙ্গার গান

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

1172. ‘কবর’ নাটকের রচয়িতা -

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. জহির রায়হান
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. নুরুল মোমেন

উত্তরঃ মুনীর চৌধুরী

বিস্তারিত

1173. চর্যাপদের আদি কবি কে?

  • ক. লুইপা
  • খ. শবরপা
  • গ. ভুসুকুপা
  • ঘ. কাহ্নপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

1174. ‘শিখা’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৫ সালে
  • খ. ১৯২৭ সালে
  • গ. ১৯১১ সালে
  • ঘ. ১৯৬৪ সালে

উত্তরঃ ১৯২৭ সালে

বিস্তারিত

1175. ‘নয়নচারা’ গ্রন্থটি রচনা করেন ?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. হুমায়ুন আহমদ
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects