বাংলা সাহিত্য
1176. মধ্যযুগের শেষ কবি কে?
- ক. ভারতচন্দ্র
- খ. চণ্ডীদাস
- গ. বিজয়গুপ্ত
- ঘ. কাহাহরি দত্ত
উত্তরঃ ভারতচন্দ্র
1177. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক -
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1178. ‘চৈতন্য-ভাগবত’ রচনা করেন কে?
- ক. বিদ্যাপতি
- খ. জ্ঞানদাস
- গ. বৃন্দাবন দাস
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ বৃন্দাবন দাস
1179. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা -
- ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- খ. শরৎচন্দ্র চ্রট্রোপাধ্যায়
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চ্রট্রোপাধ্যায়
1180. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
- ক. মানসী
- খ. বীরাঙ্গনা
- গ. চিন্তা তরঙ্গিনী
- ঘ. কালের শাসন
উত্তরঃ বীরাঙ্গনা
1181. যুগসন্ধিক্ষণের কবি -
- ক. ভারতচন্দ্র
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
1182. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা -
- ক. আলাওল
- খ. শাহ মুহম্মদ সগীর
- গ. মুহম্মদ কবীর
- ঘ. কাজী দৌলত
উত্তরঃ আলাওল
1183. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ -
- ক. অগ্নিবীণা
- খ. ব্যাথার দান
- গ. যুগবাণী
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ ব্যাথার দান
1184. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান -
- ক. ১৯১৩ সালে
- খ. ১৯২০ সালে
- গ. ১৯২৩ সালে
- ঘ. ১৯২৪ সালে
উত্তরঃ ১৯১৩ সালে
1185. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ প্রমথ চৌধুরী
1186. ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থটির রচয়িতা -
- ক. আহসান হাবীব
- খ. শামসুর রাহমান
- গ. হাসান আজিজুল হক
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ শামসুর রাহমান
1188. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. নেকড়ে অরণ্য
- গ. রাত্রিশেষ
- ঘ. বন্দী শিবির থেকে
উত্তরঃ বন্দী শিবির থেকে
1190. অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পাদনা করেন কে?
- ক. আবুল ফজল
- খ. মাহবুব উল আলম
- গ. হাসান হাফিজুর রহমান
- ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
1191. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. কায়কোবাদ
- গ. আলাওল
- ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1192. ‘আমার যত কথা’ গ্রন্থের লেখকের নাম -
- ক. হাসান হাফিজুর রহমান
- খ. গোলাম সারওয়ার
- গ. সেলিনা হোসেন
- ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ গোলাম সারওয়ার
1193. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক. আহসান হাবীব
- খ. ফররুখ আহমদ
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ আহসান হাবীব
1194. বাংলা সাহিত্যের আদি নিদর্শন -
- ক. চর্যাপদ
- খ. শ্রী কৃষ্ণকীর্তন কাব্য
- গ. বৈষ্ণব পদাবলী
- ঘ. মঙ্গল কাব্য
উত্তরঃ চর্যাপদ
1195. ‘সুলতানার স্বপ্ন’ লিখেছেন -
- ক. সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. জাহানারা ইমাম
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
1196. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
- ক. ফররুখ আহমেদ
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1197. কোনটি উপন্যাস নয়?
- ক. হাঁসুলি বাঁকের উপকথা
- খ. কবিতার কথা
- গ. পথের পাঁচাল
- ঘ. দিবারাত্রির কাব্য
উত্তরঃ কবিতার কথা
1198. ‘বাংলার মাটি বাংলার জল’ কার রচনা?
- ক. নির্মলেন্দু গুণ
- খ. জাহিদুল হক
- গ. শামসুর রাহমান
- ঘ. আবুল হাসান
উত্তরঃ নির্মলেন্দু গুণ
1199. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ - কার রচনা?
- ক. সেলিম আল-দীন
- খ. সৈয়দ শামসুল হক
- গ. জসীমউদদীন
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ সৈয়দ শামসুল হক
- ক. সওগাত
- খ. সমকাল
- গ. মোহাম্মাদী
- ঘ. শিখা
উত্তরঃ শিখা