পত্র ও আবেদন পত্র

26. পত্রের ঠিকানা অংশে ধারাবাহিকতা রক্ষা করতে হলে নিচের কোনটি আগে লিখতে হয়?

  • ক. পোস্ট অফিস
  • খ. জেলা
  • গ. থানা
  • ঘ. বাড়ির নম্বর ও এলাকা

উত্তরঃ বাড়ির নম্বর ও এলাকা

বিস্তারিত

27. পোস্টাল কোড কি নির্দেশ করে?

  • ক. প্রাপকের বাড়ির নম্বর
  • খ. চিঠি লেখার স্থান
  • গ. পোস্ট অফিসের নম্বর
  • ঘ. ডাক বিভাগের নাম

উত্তরঃ পোস্ট অফিসের নম্বর

বিস্তারিত

28. খামের উপরে শিরোনাম ছাড়া আর কী লিখতে হয়?

  • ক. পত্রগর্ভ
  • খ. প্রেরকের ঠিকানা
  • গ. সম্বোধন
  • ঘ. মঙ্গলসূচক শব্দ

উত্তরঃ প্রেরকের ঠিকানা

বিস্তারিত

29. পোস্টকার্ড বা খামের ডানদিকে লিখতে হয়--

  • ক. মূল বিষয়বস্তু
  • খ. তারিখ ও ঠিকানা
  • গ. প্রাপকের নাম ও ঠিকানা
  • ঘ. প্রেরকের নাম ও ঠিকানা

উত্তরঃ প্রাপকের নাম ও ঠিকানা

বিস্তারিত

30. Book post- কথাটির অর্থ কি?

  • ক. পার্সেল ডাক
  • খ. রেজস্টার্ড ডাক
  • গ. বইপত্রের ডাক
  • ঘ. খোলা ডাক

উত্তরঃ খোলা ডাক

বিস্তারিত

31. প্রাপকের কাছে পৌছার নিশ্চয়তা দেয় কোন ধরনের পত্র?

  • ক. রেজিস্টার্ড ডাক
  • খ. বুক পোস্ট পত্র
  • গ. বেয়ারিং পত্র
  • ঘ. ডাকমাশুলবিহীন পত্র

উত্তরঃ রেজিস্টার্ড ডাক

বিস্তারিত

32. অফিস সংক্রান্ত কাজে যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি?

  • ক. টেলিফোন
  • খ. টেলিগ্রাম
  • গ. মুঠোফোন
  • ঘ. চিঠিপত্র

উত্তরঃ চিঠিপত্র

বিস্তারিত

33. ব্যক্তিগত পত্রের শুরুতেই কোনটি প্রয়োজন?

  • ক. বিষয় বর্ণনা
  • খ. প্রাপ্তি স্বীকার
  • গ. কুশল জিজ্ঞাসা
  • ঘ. সালাম ও শুভেচ্ছা বিনিময়

উত্তরঃ সালাম ও শুভেচ্ছা বিনিময়

বিস্তারিত

34. ব্যক্তিগত পত্রের সমাপ্তিতে কোন কথাটির ব্যবহার সুপ্রচলিত?

  • ক. ইতি
  • খ. প্রীতি
  • গ. সুপ্রিয়
  • ঘ. শ্রদ্ধেয়

উত্তরঃ ইতি

বিস্তারিত

35. ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে?

  • ক. শ্রদ্ধাভাজনেষু
  • খ. প্রীতিভাজনেষু
  • গ. দোয়াবরেষু
  • ঘ. কল্যাণীবরেষু

উত্তরঃ প্রীতিভাজনেষু

বিস্তারিত

36. পত্র লেখার সময় কোনটির গুরত্ব সর্বাধিক?

  • ক. স্থান ও তারিখ
  • খ. পত্রের আঙ্গিক
  • গ. পত্রের বক্তব্য বিষয়
  • ঘ. পত্রের ভাষা

উত্তরঃ পত্রের বক্তব্য বিষয়

বিস্তারিত

37. বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?

  • ক. প্রীতিধন্য
  • খ. বংশব্দ
  • গ. দোয়াগো
  • ঘ. থাকছার

উত্তরঃ প্রীতিধন্য

বিস্তারিত

38. প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন?

  • ক. বিশ্বস্ত
  • খ. প্রীতিমুগ্ধ
  • গ. আশীর্বাদক
  • ঘ. স্নেহভাজন

উত্তরঃ প্রীতিমুগ্ধ

বিস্তারিত

39. সমবয়স্ক প্রিয়জন ছেলে বাপুরুষের কাছে পত্র লিখতে সম্বোধনে সঠিক কোনটি ব্যবহৃত হয়?

  • ক. প্রীতিনিলয়াষু
  • খ. প্রীতিভাজকীয়াসু
  • গ. সুহৃদবরেষু
  • ঘ. সুহৃদয়াসু

উত্তরঃ সুহৃদবরেষু

বিস্তারিত

40. পত্র লেখার সম্ভাষণ ক্ষেত্রে 'তসলিমবাদ আরজ' কাদের প্রতি প্রযোজ্য?

  • ক. কনিষ্ঠের প্রতি
  • খ. গুরুজনের প্রতি
  • গ. মাতাপিতার প্রতি
  • ঘ. বন্ধুদের প্রতি

উত্তরঃ গুরুজনের প্রতি

বিস্তারিত

41. ব্যক্তিগত পত্রে বন্ধুকে কী বলে সম্বোধন করতে হয়?

  • ক. পূজনীয়
  • খ. শ্রদ্ধেয়
  • গ. প্রিয় 'ক'/মুনির
  • ঘ. জনাব/মহাশয়

উত্তরঃ প্রিয় 'ক'/মুনির

বিস্তারিত

42. আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে আমরা যে পত্র লিখি তাকে কী বলে?

  • ক. মানপত্র
  • খ. সম্মানপত্র
  • গ. যোগাযোগ পত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ ব্যক্তিগত পত্র

বিস্তারিত

43. অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ কী হবে?

  • ক. পূজনীয়
  • খ. প্রিয়
  • গ. সালামবাদ/নম্স্কারপূর্বক
  • ঘ. ভাই/দাদা

উত্তরঃ সালামবাদ/নম্স্কারপূর্বক

বিস্তারিত

44. মুসলমান রীতিতে ব্যক্তিগত পত্রে গুরুজনকে সম্ভাষণ করতে কী লিখা যুক্তিযুক্ত?

  • ক. জনাব
  • খ. স্নেহধন্য
  • গ. মান্যবর
  • ঘ. শ্রদ্ধাস্পদেষু/শ্রদ্ধেয়

উত্তরঃ শ্রদ্ধাস্পদেষু/শ্রদ্ধেয়

বিস্তারিত

45. চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়?

  • ক. প্রাপক ও প্রেরকের সম্পর্কের ভিত্তিতে
  • খ. সৌজন্যবোধের ভিত্তিতে
  • গ. সামাজিকতার ভিত্তিতে
  • ঘ. ধর্মের ভিত্তিতে

উত্তরঃ ধর্মের ভিত্তিতে

বিস্তারিত

46. পত্রগর্ভের শিরঃভাগের মাঝখানে যা লেখা হয় তার নাম কী?

  • ক. প্রাপকের ঠিকানা
  • খ. ঠিকানা
  • গ. মঙ্গলোচ্চারণ
  • ঘ. শিরোনাম

উত্তরঃ মঙ্গলোচ্চারণ

বিস্তারিত

47. পুত্রের নিকট মাতার পত্রে সম্বোধন কোনটি হবে?

  • ক. স্নেহাস্পদ
  • খ. পাকজনাব
  • গ. শ্রদ্ধাস্পদ
  • ঘ. পাকজনাবেষ

উত্তরঃ স্নেহাস্পদ

বিস্তারিত

48. 'পত্রের প্রাপক ছোট হলে স্বাক্ষরের পূর্বে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহৃত হয়?

  • ক. স্নেহভাজন
  • খ. প্রীতিমুগ্ধ
  • গ. আশীর্বাদক
  • ঘ. বিশ্বস্ত

উত্তরঃ আশীর্বাদক

বিস্তারিত

49. ইয়ার সম্বোধন করা হয় কাকে?

  • ক. বউকে
  • খ. শিক্ষককে
  • গ. পিতাকে
  • ঘ. বন্ধুকে

উত্তরঃ বন্ধুকে

বিস্তারিত

50. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে?

  • ক. বিদেশি ভাষায়
  • খ. অবস্থানকারী দেশের ভাষায়
  • গ. বাংলা ভাষায়
  • ঘ. ইংরেজি ভাষায়

উত্তরঃ ইংরেজি ভাষায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects