পত্র ও আবেদন পত্র

76. মুক্তিযুদ্ধ-২৩ খণ্ড প্রকাশিত হয়েছে?

  • ক. দলিলপত্র
  • খ. স্মারকপত্র
  • গ. স্মৃতিপত্র
  • ঘ. প্রমাণপত্র

উত্তরঃ দলিলপত্র

বিস্তারিত

77. কোন শ্রেনির পত্রে জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হয়?

  • ক. সংবাদপত্রের চিঠিতে
  • খ. চাকরির আবেদনপত্রে
  • গ. সংবর্ধনা পত্রে
  • ঘ. ব্যক্তিগত পত্রে

উত্তরঃ চাকরির আবেদনপত্রে

বিস্তারিত

78. স্বাক্ষীর স্বাক্ষর থাকে কোন পত্রে?

  • ক. স্মারকলিপিতে
  • খ. মানপত্রে
  • গ. চুক্তিপত্রে
  • ঘ. নিমন্ত্রণ পত্রে

উত্তরঃ চুক্তিপত্রে

বিস্তারিত

79. লেনদেন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কি?

  • ক. ব্যবসায় সংক্রান্ত পত্র
  • খ. চুক্তিনামা
  • গ. চুক্তিপত্র
  • ঘ. বায়নাপত্র

উত্তরঃ ব্যবসায় সংক্রান্ত পত্র

বিস্তারিত

80. পত্রযোগে কোন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে কিসের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয়?

  • ক. পে-বিল
  • খ. মানি অর্ডার
  • গ. পে অর্ডার
  • ঘ. ভি.পি.পি.

উত্তরঃ ভি.পি.পি.

বিস্তারিত

81. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি?

  • ক. অভাব-অভিযোগ সংক্রান্ত পত্র
  • খ. আবেদনপত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. সরকারি পত্র

উত্তরঃ আবেদনপত্র

বিস্তারিত

82. চাকরির আবেদনপত্রে কোন বিষয়টি অপরিহার্য?

  • ক. জন্ম বৃত্তান্ত, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, সততা
  • খ. আবেদনপত্র, জন্মবৃত্তান্ত, বয়স
  • গ. অবকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়স
  • ঘ. অবকাঠামো, জন্ম তারিখ, অভিজ্ঞতা

উত্তরঃ আবেদনপত্র, জন্মবৃত্তান্ত, বয়স

বিস্তারিত

83. চাকুরির আবেদনপত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরত্বপূর্ণ?

  • ক. শিক্ষাগত যোগ্যতা
  • খ. বয়স
  • গ. স্থায়ী ও বর্তমান ঠিকানা
  • ঘ. অভিজ্ঞতার বিবরণ

উত্তরঃ শিক্ষাগত যোগ্যতা

বিস্তারিত

84. মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য কোন শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন?

  • ক. এম.এ, এম.এড
  • খ. এম. এ
  • গ. বি.এ, বি.এড ও নিবন্ধন সার্টিফিকেট
  • ঘ. বি.এ

উত্তরঃ বি.এ, বি.এড ও নিবন্ধন সার্টিফিকেট

বিস্তারিত

85. কোনটি সরকারী পত্র?

  • ক. প্রধান শিক্ষকের কাছে
  • খ. জেলা প্রশাসকের কাছে
  • গ. মায়ের কাছে
  • ঘ. বন্ধুর কাছে

উত্তরঃ জেলা প্রশাসকের কাছে

বিস্তারিত

86. কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র সংযুক্ত প্রয়োজন?

  • ক. স্মারকলিপিতে
  • খ. চাকরির দরখাস্তে
  • গ. মানপত্রে
  • ঘ. নিমন্ত্রণ পত্রে

উত্তরঃ চাকরির দরখাস্তে

বিস্তারিত

87. নিচের কোনটি প্রশংসা পত্র?

  • ক. পরীক্ষার নম্বর পত্র
  • খ. চরিত্র বা প্রতিভার স্বীকৃতিপত্র
  • গ. পত্রিকায় প্রতিভার বিজ্ঞাপন
  • ঘ. কৃতিত্বের প্রশংসাসূচক বন্ধুকে পত্র

উত্তরঃ চরিত্র বা প্রতিভার স্বীকৃতিপত্র

বিস্তারিত

88. বিদায় অনুষ্ঠানে যে পত্র দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয়, তাকে কি বলে?

  • ক. মানপত্র
  • খ. বিদায়পত্র
  • গ. স্মারকপত্র
  • ঘ. সম্মামনাপত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

89. প্রশংসাপত্রে শিক্ষাগত যোগ্যতা বা চরিত্রের স্বীকৃতি দিতে হলে শব্দচয়ন কেমন হবে?

  • ক. স্বীকৃতি দেওয়া যাচ্ছে যে
  • খ. প্রত্যয়ন করা যাচ্ছে যে
  • গ. সবিনয় নিবেদন এই যে
  • ঘ. সত্যায়িত করা যাচ্ছে যে

উত্তরঃ প্রত্যয়ন করা যাচ্ছে যে

বিস্তারিত

90. মানপত্রে কোনটি প্রাধান্য পায়?

  • ক. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা
  • খ. উদিষ্ট ব্যক্তির আকার আকৃতি
  • গ. উদিষ্ট ব্যক্তির জীবন বৃত্তান্ত
  • ঘ. উদিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা

উত্তরঃ উদিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা

বিস্তারিত

91. কোন পত্র আসলে পত্র নয়?

  • ক. চুক্তিপত্র
  • খ. মানপত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

92. "যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়" -এই উক্তিটি কোথায় প্রযোজ্য?

  • ক. চুক্তিপত্রে
  • খ. বিদায় অভিনন্দন পত্রে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. আবেদন পত্রে

উত্তরঃ বিদায় অভিনন্দন পত্রে

বিস্তারিত

93. কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়?

  • ক. দাওয়াতপত্র
  • খ. মানপত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

94. কোন পত্রে ভাষাশৈলী সুন্দর ও শ্রুতিমধুর হওয়া উচিত?

  • ক. স্মারকলিপিতে
  • খ. চুক্তিপত্রে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. মানপত্রে

উত্তরঃ মানপত্রে

বিস্তারিত

95. কোন জাতীয় পত্র ডাকে পাঠানো বিধান নেই?

  • ক. মানপত্র
  • খ. নিমন্ত্রণ পত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. আবেদনপত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

96. কোন ধরনের পত্রে একাধিক সম্বোন্ধন পদের ব্যবহার হয়ে থাকে?

  • ক. নিমন্ত্রণ পত্রে
  • খ. আবেদনপত্রে
  • গ. মানপত্রে/অভিনন্দনপত্রে
  • ঘ. ব্যক্তিগত পত্রে

উত্তরঃ মানপত্রে/অভিনন্দনপত্রে

বিস্তারিত

97. মানপত্রের অপর নাম কি?

  • ক. চুক্তিপত্র
  • খ. অভিনন্দন পত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ অভিনন্দন পত্র

বিস্তারিত

98. জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার নাম কী?

  • ক. জমি বিক্রয়নাম
  • খ. বায়নানামা
  • গ. অগ্রিমনামা
  • ঘ. চুক্তিবদ্ধনামা

উত্তরঃ বায়নানামা

বিস্তারিত

100. স্মারকলিপিতে সবসময় কোনটি ব্যবহার করা সংগত?

  • ক. তুমি
  • খ. আপনি
  • গ. দুটোই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আপনি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects