পত্র ও আবেদন পত্র

51. প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্ঠাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে?

  • ক. শুভাকাঙ্ক্ষী
  • খ. আশীর্বাদক
  • গ. প্রীতিমুগ্ধ
  • ঘ. স্নেহভাজন

উত্তরঃ স্নেহভাজন

বিস্তারিত

52. পত্র লেখকের স্বাক্ষরে 'আশীর্বাদক' শব্দটি ব্যবহার করা হয় কখন?

  • ক. সাধারণের কাছে পত্র লেখায়
  • খ. বন্ধুর কাছে পত্র লেখায়
  • গ. গুরুজনের কাছে পত্র লেখায়
  • ঘ. কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়

উত্তরঃ কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়

বিস্তারিত

53. ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটির ব্যবহার অবলুপ্তির পথে?

  • ক. সম্বোধন
  • খ. মঙ্গলসূচক বাক্য
  • গ. বিদায় সম্ভাষণ
  • ঘ. পত্রের উপরের ঠিকানা

উত্তরঃ মঙ্গলসূচক বাক্য

বিস্তারিত

54. 'আবেদন পত্রের' কোনটি থাকে না?

  • ক. সমাপ্তি বাক্য
  • খ. মঙ্গলোচ্চারণ
  • গ. স্থান ও তারিখ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ মঙ্গলোচ্চারণ

বিস্তারিত

55. কোন পত্রে নাম ও স্বাক্ষর থাকা জরুরি?

  • ক. ব্যক্তিগত পত্রে
  • খ. আবেদনপত্রে
  • গ. মানপত্রে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আবেদনপত্রে

বিস্তারিত

56. শহরের রাস্তাঘাট মেরামত করার উদ্দেশ্যে কার বরাবর দরখাস্ত করতে হবে?

  • ক. পৌর কর্তৃপক্ষ
  • খ. পুলিশ কমিশনার
  • গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ঘ. জেলা প্রশাসক

উত্তরঃ পৌর কর্তৃপক্ষ

বিস্তারিত

57. তোমার এলাকায় বখাটে মাস্তানদের উপদ্রব থেকে রক্ষা পেতে কার কাছে আবেদন করতে হবে?

  • ক. মন্ত্রীর কাছে
  • খ. মেয়রের কাছে
  • গ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে
  • ঘ. সংবাদপত্রের সম্পাদকের কাছে

উত্তরঃ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে

বিস্তারিত

58. আবেদনপত্রে প্রধানত কতটি অনুচ্ছেদ থাকে?

  • ক. যে কয়টি প্রয়োজন
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. একটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

59. দরখাস্তে প্রারম্ভে বেশিরভাগ ক্ষেত্রে কোনটি ব্যবহার হয়?

  • ক. পাক জনাব
  • খ. শ্রদ্ধেয়
  • গ. বরাবর
  • ঘ. মাননীয়

উত্তরঃ বরাবর

বিস্তারিত

60. প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদন করলে একে কোন ধরনের পত্র বলব?

  • ক. সামাজিক পত্র
  • খ. সম্মানপত্র
  • গ. মানপত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ আবেদন পত্র

বিস্তারিত

61. প্রধান শিক্ষকের নিকট লিখিত আবেদনপত্রের সঠিক সম্বোধন কোনটি?

  • ক. জনাব
  • খ. মাননীয়
  • গ. পূজনীয়
  • ঘ. শ্রদ্ধেয়

উত্তরঃ জনাব

বিস্তারিত

62. প্রধান শিক্ষকের নিকট বেতন মওকুফের আবেদন করতে গেলে সম্বোধন করতে কি লিখতে হয়?

  • ক. সম্মানীয়
  • খ. শ্রদ্ধেয়
  • গ. পূজনীয়
  • ঘ. স্যার/জনাব

উত্তরঃ স্যার/জনাব

বিস্তারিত

63. মাতার নিকট পুত্রের পত্রে কি সম্বোধন করতে হয়?

  • ক. শ্রদ্ধাভাজনেষু
  • খ. পাক আম্মাজান
  • গ. পাক জনাবা
  • ঘ. প্রিয় আম্মাজান

উত্তরঃ প্রিয় আম্মাজান

বিস্তারিত

64. পত্রে যে রকম সম্বোধন হওয়া উচিত--

  • ক. প্রাপক ও প্রেরকের সম্পর্ক অনুসারে
  • খ. সাধারণ
  • গ. সম্মানসূচক
  • ঘ. স্নেহপূর্ণ

উত্তরঃ প্রাপক ও প্রেরকের সম্পর্ক অনুসারে

বিস্তারিত

65. প্রাপকের উদ্দেশ্যে সম্বোধনসূচক শব্দ ব্যবহারে পার্থক্য দেখা যায় কখন?

  • ক. প্রাপক-প্রেরকের বয়সভেদে
  • খ. হিন্দু ও মুসলিম রীতিতে
  • গ. প্রাপক-প্রেরকের সম্পর্কভেদে
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

66. দরখাস্তের তারিখ লিখতে হয়--

  • ক. নিচে বাম পাশে
  • খ. নিচে ডান পাশে
  • গ. উপরে বাম পাশে
  • ঘ. উপরে ডান পাশে

উত্তরঃ উপরে বাম পাশে

বিস্তারিত

68. কোনটি শুদ্ধ?

  • ক. একান্ত বাধ্যানুগত
  • খ. একান্ত বিনয়গত
  • গ. আকান্ত অনুগত
  • ঘ. আকান্ত বাধ্যগত

উত্তরঃ আকান্ত অনুগত

বিস্তারিত

69. আবেদন পত্রে নাম স্বাক্ষরের আগে কি লিখতে হয়?

  • ক. বিনয়াবত, আজ্ঞাধীন
  • খ. একান্ত অনুগত, একান্ত বিশ্বস্ত
  • গ. বিনীত, নিবেদক
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

70. একজন স্কুল ছাত্র তার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে কার বরাবর দরখাস্ত করবে?

  • ক. সভাপতি, স্কুল পরিচালনা পরিষদ
  • খ. অধ্যক্ষ
  • গ. প্রধান শিক্ষক
  • ঘ. শ্রেনিশিক্ষক

উত্তরঃ প্রধান শিক্ষক

বিস্তারিত

71. বাণিজ্যিক পত্রের উদাহরণ কোনটি?

  • ক. স্মারকলিপি
  • খ. চুক্তিপত্র
  • গ. নিমন্ত্রণ পত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ চুক্তিপত্র

বিস্তারিত

72. "বাণিজ্যিক পত্র" কোনটি?

  • ক. আবেদনপত্র
  • খ. বিজ্ঞাপন
  • গ. নিমন্ত্রণ পত্র
  • ঘ. মানপত্র

উত্তরঃ বিজ্ঞাপন

বিস্তারিত

73. চিঠিপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?

  • ক. থানা নির্বাহী কর্মকর্তা
  • খ. চেয়ারম্যান
  • গ. জেলা প্রশাসক
  • ঘ. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

উত্তরঃ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

বিস্তারিত

74. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইনানুসারে লিখিত পত্রকে কি বলে?

  • ক. দলিলপত্র
  • খ. স্মারকলিপি
  • গ. যোগাযোগ পত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ দলিলপত্র

বিস্তারিত

75. কোন ধরনের পত্রে সংযুক্ত আবশ্যক?

  • ক. মানপত্রে
  • খ. চাকরির দরখাস্তে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. প্রশংসা পত্রে

উত্তরঃ চাকরির দরখাস্তে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects