শব্দ

51. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

  • ক. চাবি
  • খ. কুপন
  • গ. তুরূপ
  • ঘ. ডিপো

উত্তরঃ চাবি

বিস্তারিত

52. কোনটি তদ্ভব শব্দ?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. হাত
  • ঘ. নক্ষত্র

উত্তরঃ হাত

বিস্তারিত

53. কোনটি তৎসম শব্দ?

  • ক. বাজনা
  • খ. দোকানদার
  • গ. মানব
  • ঘ. ব্যাঙাচি

উত্তরঃ ব্যাঙাচি

বিস্তারিত

54. ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি?

  • ক. হরতাল
  • খ. পাদ্রি
  • গ. কুপন
  • ঘ. তোপ

উত্তরঃ কুপন

বিস্তারিত

55. ‘লিচু’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. আরবি
  • খ. পর্তুগিজ
  • গ. বর্মি
  • ঘ. চীনা

উত্তরঃ চীনা

বিস্তারিত

56. সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি?

  • ক. গিন্নি
  • খ. চন্দ
  • গ. বংশী
  • ঘ. জঙ্গা

উত্তরঃ বংশী

বিস্তারিত

57. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য ‘ণ’ হবে না?

  • ক. তৎসম
  • খ. তদ্ভব
  • গ. বিদেশি
  • ঘ. আঞ্চলিক

উত্তরঃ বিদেশি

বিস্তারিত

58. রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

  • ক. ইংরেজি
  • খ. হিন্দি
  • গ. চীনা
  • ঘ. জাপানি

উত্তরঃ জাপানি

বিস্তারিত

59. কোনটি পর্তুগীজ শব্দ?

  • ক. চাবি
  • খ. কুপন
  • গ. তুরুপ
  • ঘ. ডিপো

উত্তরঃ চাবি

বিস্তারিত

60. ‘গুনাহ’ কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. উর্দু
  • ঘ. হিন্দি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

61. তুর্কি ভাষার শব্দ কোনগুলি?

  • ক. চা,চিনি
  • খ. হজ, ওজু
  • গ. চাকু, তোপ
  • ঘ. চশমা, রসদ

উত্তরঃ চাকু, তোপ

বিস্তারিত

62. ‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. উর্দু
  • ঘ. বাংলা

উত্তরঃ ফারসি

বিস্তারিত

63. ‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?

  • ক. ইংরেজি
  • খ. ফারসি
  • গ. পর্তুগিজ
  • ঘ. তুর্কি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

64. কোনটি দেশি শব্দ?

  • ক. পেঁপে
  • খ. আসন
  • গ. চেহারা
  • ঘ. ঢেঁকি

উত্তরঃ ঢেঁকি

বিস্তারিত

65. ‘পিপা’ কোন বিদেশি ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. হিন্দি
  • গ. পর্তুগিজ
  • ঘ. তুর্কি

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

66. ‘আলপিন’ শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে?

  • ক. আরবি
  • খ. জাপানি
  • গ. পর্তুগিজ
  • ঘ. ফারসি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

67. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান’ - এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

  • ক. কৃদন্ত শব্দ
  • খ. তদ্ভব শব্দ
  • গ. তৎসম শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ দ্বিরুক্ত শব্দ

বিস্তারিত

68. ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কী?

  • ক. পর্তুগিজ
  • খ. গ্রিক
  • গ. ডাচ
  • ঘ. ইংরেজি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

69. কোন ধরনের শব্দে ‘ণ’ এবং ‘ষ’ ব্যবহৃত হয়?

  • ক. দেশি শব্দ
  • খ. তৎসম শব্দ
  • গ. অর্ধ-তৎসম শব্দ
  • ঘ. বিদেশি শব্দ

উত্তরঃ তৎসম শব্দ

বিস্তারিত

70. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. পর্তুগিজ
  • খ. তৎসম
  • গ. অর্ধতৎসম
  • ঘ. আরবি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

72. কোনটি তৎসম শব্দ?

  • ক. ঝিনুক
  • খ. মলিতা
  • গ. পত্র
  • ঘ. চাঁদ

উত্তরঃ পত্র

বিস্তারিত

73. ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. পর্তুগীজ
  • খ. গ্রিস
  • গ. উর্দু
  • ঘ. হিন্দি

উত্তরঃ পর্তুগীজ

বিস্তারিত

74. সিডর (SIDR) শব্দের অর্থ কি?

  • ক. Cyclone
  • খ. Eye
  • গ. Ear
  • ঘ. Wind

উত্তরঃ Eye

বিস্তারিত

75. কোনটি তৎসম শব্দ?

  • ক. ধর্ম
  • খ. ডিঙ্গা
  • গ. তওবা
  • ঘ. দৌলত

উত্তরঃ ধর্ম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects