শব্দ

151. কোনটি যোগরূঢ় শব্দ

  • ক. পঙ্কজ
  • খ. সন্দেশ
  • গ. প্রবীণ
  • ঘ. গায়ক

উত্তরঃ পঙ্কজ

বিস্তারিত

152. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?

  • ক. জলদ
  • খ. জলজ
  • গ. বনজ
  • ঘ. সহজ

উত্তরঃ জলদ

বিস্তারিত

153. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্ত সোজাসোজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে?

  • ক. দেশী শব্দ
  • খ. অর্ধ-তৎসম শব্দ
  • গ. তৎসম শব্দ
  • ঘ. তদ্ভব শব্দ

উত্তরঃ তৎসম শব্দ

বিস্তারিত

154. নিচের কোনটি তৎসম শব্দ?

  • ক. বাঁদ
  • খ. খোকা
  • গ. কাঠ
  • ঘ. সন্ধ্যা

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

155. সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন-

  • ক. আম্মা
  • খ. মা
  • গ. মাতা
  • ঘ. মাত

উত্তরঃ মাত

বিস্তারিত

156. কোনটি তৎসম শব্দের উদাহরণ?

  • ক. মোক্তার
  • খ. চাহিদা
  • গ. ক্ষেত্র
  • ঘ. জ্যোৎস্না

উত্তরঃ জ্যোৎস্না

বিস্তারিত

157. তৎসম শব্দ কোনটি?

  • ক. চন্দ্র
  • খ. চন্দর
  • গ. হাত
  • ঘ. আইন

উত্তরঃ চন্দ্র

বিস্তারিত

158. কোনটি তৎসম শব্দ?

  • ক. কলম
  • খ. ফুল
  • গ. বাড়ি
  • ঘ. চন্দন

উত্তরঃ চন্দন

বিস্তারিত

159. ‘ব্যাকরণ’ শব্দটি-

  • ক. বাংলা
  • খ. সংস্কৃত
  • গ. বিদেশী
  • ঘ. তদ্ভব

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

160. কোনটি সংস্কৃত তৎসম শব্দ?

  • ক. তখন
  • খ. বামুন
  • গ. যাতনা
  • ঘ. অগ্রহায়ণ

উত্তরঃ অগ্রহায়ণ

বিস্তারিত

161. খিদে কোন ধরনের শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. দেশী
  • ঘ. তদ্ভব

উত্তরঃ অর্ধ-তৎসম

বিস্তারিত

162. ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. বিদেশী
  • ঘ. তদ্ভব

উত্তরঃ অর্ধ-তৎসম

বিস্তারিত

163. নিচের কোন শব্দটি তদ্ভব?

  • ক. অলাবু
  • খ. ভিটা
  • গ. ফল
  • ঘ. নদী

উত্তরঃ ভিটা

বিস্তারিত

164. নিচের কোন শব্দটি তদ্ভব?

  • ক. হাত
  • খ. কর্ণ
  • গ. মৎস্য
  • ঘ. কার্য

উত্তরঃ হাত

বিস্তারিত

165. নিচের কোন শব্দটি তদ্ভব?

  • ক. হাত
  • খ. গতর
  • গ. নিমন্ত্রণ
  • ঘ. নেংটি

উত্তরঃ হাত

বিস্তারিত

166. কোনটি তদ্ভব শব্দ?

  • ক. চাঁদ
  • খ. সূর্য
  • গ. নক্ষত্র
  • ঘ. গগণ

উত্তরঃ চাঁদ

বিস্তারিত

167. চাঁদ কোন শ্রেণীর শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. তদ্ভব
  • ঘ. দেশী

উত্তরঃ তদ্ভব

বিস্তারিত

168. কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশী শব্দ রয়েছে?

  • ক. ধর্ম, ভবন, বোষ্টম, বদমাস
  • খ. পুত্র, চামার, টোপর, জ্যোছনা
  • গ. চুলা, কাঁচি, চর্মকার, মনুষ্য
  • ঘ. মহকুমা, কুচ্ছিত, নক্ষত্র, গিন্নি

উত্তরঃ পুত্র, চামার, টোপর, জ্যোছনা

বিস্তারিত

169. দেশী শব্দ কোনটি?

  • ক. চাঁদ
  • খ. ডাব
  • গ. ঈদ
  • ঘ. চশমা

উত্তরঃ ডাব

বিস্তারিত

170. কোনটি দেশি শব্দ?

  • ক. ঢেঁকি
  • খ. কাগজ
  • গ. আনারস
  • ঘ. উকিল

উত্তরঃ ঢেঁকি

বিস্তারিত

173. Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. গ্রীক
  • খ. ল্যাটিন
  • গ. আরবি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ আরবি

বিস্তারিত

174. ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. ফরাসি
  • ঘ. গুজরাটি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

175. নিম্বের কোনটি আরবি শব্দ নয়?

  • ক. আল্লাহ
  • খ. ঈমান
  • গ. বেহেস্ত
  • ঘ. হালাল

উত্তরঃ বেহেস্ত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects