শব্দ
226. ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ?
- ক. অস্ট্রেলিয়ান
- খ. ইংরেজি
- গ. জার্মান
- ঘ. মেক্সিকান
উত্তরঃ মেক্সিকান
230. তদ্ভব-এর অর্থ হলো-
- ক. তার সমান
- খ. তার থেকে ভাবনা
- গ. তার থেকে উৎপন্ন
- ঘ. তার ভুবন
উত্তরঃ তার থেকে উৎপন্ন
233. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
- ক. আরবি ও ফারসি
- খ. বাংলা ও ফারসি
- গ. আরবি ও বাংলা
- ঘ. বাংলা ও পর্তুগিজ
উত্তরঃ বাংলা ও ফারসি
234. কোনগুলো তদ্ভব শব্দ?
- ক. আকাশ, বাতাস, চাঁদ
- খ. আধ, মাছ, তামা
- গ. ডাক, বুক, পেট
- ঘ. লুঙ্গি, লিচু, পাতা
উত্তরঃ আকাশ, বাতাস, চাঁদ
236. ‘শাকসবজি’ শব্দটি নিম্নের কোন্ দুইয়ের মিলন?
- ক. তৎসম+ফারসি
- খ. তদ্ভব+ফারসি
- গ. পর্তুগীজ+আরবি
- ঘ. কোনটি না
উত্তরঃ তৎসম+ফারসি
239. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে?
- ক. যোগরূঢ় শব্দ
- খ. যৌগিক শব্দ
- গ. রূঢ়ি শব্দ
- ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ রূঢ়ি শব্দ
241. ঢেঁকি, কুলা, পেট কোন শব্দের উদাহরণ?
- ক. তদ্ভব শব্দ
- খ. তৎসম শব্দ
- গ. দেশী শব্দ
- ঘ. অর্ধ-তৎসম শব্দ
উত্তরঃ দেশী শব্দ
242. নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ?
- ক. কলেজ, লাইব্রেরী
- খ. জিন্দা, জানোয়ার
- গ. দফতর, দরখাস্ত
- ঘ. আদমী, আমদানি
উত্তরঃ দফতর, দরখাস্ত
243. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
- ক. বিদেশী
- খ. দেশী
- গ. তৎসম
- ঘ. তদ্ভব
উত্তরঃ বিদেশী
245. বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে কি বলে?
- ক. দেশী শব্দ
- খ. অর্ধ-তৎসম শব্দ
- গ. তদ্ভব শব্দ
- ঘ. তৎসম শব্দ
উত্তরঃ অর্ধ-তৎসম শব্দ
246. কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মত নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে?
- ক. মৌলিক শব্দ
- খ. বিদেশী শব্দ
- গ. মিশ্র শব্দ
- ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ মিশ্র শব্দ
247. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা কয়টি ভাগে ভাগকরতে পারি?
- ক. দুই ভাগে
- খ. তিন ভাগে
- গ. চার ভাগে
- ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ তিন ভাগে
- ক. প্রকৃত
- খ. পুরাতন
- গ. স্বাভাবিক
- ঘ. যা করা হয়েছে
উত্তরঃ স্বাভাবিক
250. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে?
- ক. তৎসম শব্দ
- খ. অর্ধতৎসম শব্দ
- গ. দেশী শব্দ
- ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ তৎসম শব্দ