শব্দ

252. তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি হয়?

  • ক. চলিত ভাষারীতিতে
  • খ. আঞ্চলিক ভাষারীতিতে
  • গ. সাধু ভাষারীতিতে
  • ঘ. মিশ্র ভাষারীতিতে

উত্তরঃ সাধু ভাষারীতিতে

বিস্তারিত

253. কোনটি দেশী শব্দের উদাহরণ?

  • ক. কুড়ি
  • খ. হাত
  • গ. মনুষ্য
  • ঘ. শ্রাদ্ধ

উত্তরঃ কুড়ি

বিস্তারিত

254. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?

  • ক. তুরূপ, রুইতন
  • খ. চাহিদা, শিখ
  • গ. আনারস, আলপিন
  • ঘ. বোস্টম, গিন্নী

উত্তরঃ বোস্টম, গিন্নী

বিস্তারিত

255. নিচের কোনগুলো তৎসম শব্দের উদাহরণ?

  • ক. গিন্নী, বোষ্ট, ছেরাদ্দ
  • খ. চন্দ্র, সূর্য, নক্ষত্র
  • গ. কুলা, গঞ্জ, চোঙ্গা
  • ঘ. ডাক, ঢেঁকি, কুড়ি

উত্তরঃ চন্দ্র, সূর্য, নক্ষত্র

বিস্তারিত

256. বাংলা ভাষায় প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে?

  • ক. মিশ্র শব্দ
  • খ. তদ্ভব শব্দ
  • গ. বিদেশী মিশ্র শব্দ
  • ঘ. পারিভাষিক শব্দ

উত্তরঃ পারিভাষিক শব্দ

বিস্তারিত

257. অনার্যদের সৃষ্ট শব্দগুলো কি শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ দেশী

বিস্তারিত

258. ‘প্যাগোডা’ কোন ভাষার শব্দ?

  • ক. জাপানি
  • খ. ইতালি
  • গ. চীনা
  • ঘ. বর্মী

উত্তরঃ জাপানি

বিস্তারিত

259. বাংলা ভাষার ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

  • ক. দুই ভাগে
  • খ. তিন ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. পাঁচ ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

260. বিদেশী শব্দ কাকে বলে?

  • ক. সংস্কৃত ভাষা থেকে আগত শব্দকে
  • খ. সংস্কৃত ব্যতীত বিভিন্ন ভাষা থেকে আগত শব্দকে
  • গ. বাংলা ভাষায় অব্যবহৃত শব্দকে
  • ঘ. বহুকাল ধরে এদেশে প্রচলিত শব্দকে

উত্তরঃ সংস্কৃত ব্যতীত বিভিন্ন ভাষা থেকে আগত শব্দকে

বিস্তারিত

261. যে শব্দ সংস্কৃত ভাষা হতে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে কি বলে?

  • ক. দেশী শব্দ
  • খ. তদ্ভব শব্দ
  • গ. রূঢ়ি শব্দ
  • ঘ. প্রাকৃত শব্দ

উত্তরঃ তদ্ভব শব্দ

বিস্তারিত

262. নিচের কোনগুলো দেশী শব্দের উদাহরণ?

  • ক. টোপর, ঢেঁকি
  • খ. জ্যোৎস্না, ছেরাদ্দ
  • গ. চা, চিনি
  • ঘ. খদ্দর, হরতাল

উত্তরঃ টোপর, ঢেঁকি

বিস্তারিত

263. তৎসম শব্দের শব্দগত অর্থ কি?

  • ক. তার সমান
  • খ. তৎ যে সম
  • গ. বাংলা ভাষার সমান
  • ঘ. সংস্কৃত থেকে উৎপন্ন

উত্তরঃ তার সমান

বিস্তারিত

264. কোন শব্দটি ফরাসি?

  • ক. চিনি
  • খ. রেস্তোরাঁ
  • গ. রিকশা
  • ঘ. হরতন

উত্তরঃ রেস্তোরাঁ

বিস্তারিত

265. নিচের কোনটি তৎসম শব্দ?

  • ক. হাত
  • খ. লতা
  • গ. ডিম
  • ঘ. বাড়ি

উত্তরঃ লতা

বিস্তারিত

266. ‘উকিল’ ও ‘মক্কেল’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করছে-

  • ক. তুর্কি ভাষা থেকে
  • খ. আরবি ভাষা থেকে
  • গ. ফরাসি ভাষা থেকে
  • ঘ. পর্তুগীজ ভাষা থেকে

উত্তরঃ আরবি ভাষা থেকে

বিস্তারিত

267. কোনটি তদ্ভব শব্দ?

  • ক. ফল
  • খ. ভিটা
  • গ. নদী
  • ঘ. অলাবু

উত্তরঃ ভিটা

বিস্তারিত

268. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?

  • ক. পর্তুগীজ
  • খ. ওলন্দাজ
  • গ. হিন্দি
  • ঘ. ফারসি

উত্তরঃ পর্তুগীজ

বিস্তারিত

269. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?

  • ক. চৈনিক
  • খ. আরবি
  • গ. ইংরেজি
  • ঘ. ফারসি

উত্তরঃ চৈনিক

বিস্তারিত

270. তৎসম শব্দ বলতে কি বুঝায়?

  • ক. তদ্ভভ শব্দ
  • খ. দ্বিরুক্ত শব্দ
  • গ. সংস্কৃত শব্দ
  • ঘ. কৃদন্ত শব্দ

উত্তরঃ সংস্কৃত শব্দ

বিস্তারিত

271. নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ?

  • ক. আনারস, আলপিন
  • খ. গীর্জা, পাদ্রী
  • গ. রুইতন, হরতন
  • ঘ. স্কুল, ইউনিভার্সিটি

উত্তরঃ রুইতন, হরতন

বিস্তারিত

272. নিচের কোন গুলো পর্তুগীজ শব্দ?

  • ক. আলমারী
  • খ. চাহিদা, শিখ
  • গ. চা, চিনি
  • ঘ. কুপন, ডিপো

উত্তরঃ আলমারী

বিস্তারিত

273. ‘কাষ্ঠ’ এর প্রাকৃত রূপ কোনটি?

  • ক. কট্ঠ
  • খ. কষ্ট
  • গ. কাঠ
  • ঘ. কাত্থ

উত্তরঃ কট্ঠ

বিস্তারিত

274. ‘অনুকার’ শব্দগুলো কোন্ শ্রেণীর শব্দ?

  • ক. তৎসম
  • খ. দেশী
  • গ. তদ্ভব
  • ঘ. বিদেশী

উত্তরঃ তৎসম

বিস্তারিত

275. কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?

  • ক. পুত্র
  • খ. কেষ্ট
  • গ. পুত্তর
  • ঘ. বিষ্ট

উত্তরঃ কেষ্ট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects