শব্দ
330. শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
- ক. ৫ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ৩ প্রকার
- ঘ. ২ প্রকার
উত্তরঃ ২ প্রকার
334. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে ?
- ক. মৌলিক শব্দ
- খ. যৌগিক শব্দ
- গ. রূঢি শব্দ
- ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ মৌলিক শব্দ
335. ভাষার মূল উপকরণ কোন শব্দ ?
- ক. যৌগিক শব্দ
- খ. মৌলিক শব্দ
- গ. যোগরূঢ় শব্দ
- ঘ. অর্ধতৎসম
উত্তরঃ মৌলিক শব্দ
338. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে ?
- ক. মৌলিক শব্দ
- খ. যৌগিক শব্দ
- গ. সাধিত শব্দ
- ঘ. যোগরূঢ় শব্দ
উত্তরঃ যৌগিক শব্দ
- ক. যোগরূঢ় শব্দ
- খ. রূঢ়ি শব্দ
- গ. মৌলিক শব্দ
- ঘ. তৎসম শব্দ
উত্তরঃ যোগরূঢ় শব্দ
342. 'প্রবীণ' শব্দের বুৎপত্তি অর্থ কি ?
- ক. বৃদ্ধ
- খ. অভিজ্ঞতা সম্পন্ন লোক
- গ. অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোক
- ঘ. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
উত্তরঃ প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
343. 'মহাযাত্রা' শব্দের ব্যবহারিক অর্থ কি ?
- ক. মহাসমারোহে যাত্রা
- খ. মৃত্যু
- গ. বিশাল পথের দূরত্বের যাত্রা
- ঘ. লোকজন নিয়ে যাত্রা
উত্তরঃ মৃত্যু
346. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায় ?
- ক. তিন
- খ. দুই
- গ. চার
- ঘ. পাঁচ
উত্তরঃ তিন
347. রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি ?
- ক. পুত্রের রাজা
- খ. রাজারপুত্র
- গ. রাজা যে পুত্র
- ঘ. জাতিবিশেষ
উত্তরঃ রাজারপুত্র
348. কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দকে কি বলে ?
- ক. যৌগিক শব্দ
- খ. কৃদন্তপদ
- গ. প্রত্যয়সাধিত শব্দ
- ঘ. অনুশব্দ
উত্তরঃ কৃদন্তপদ
349. যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায়, তাকে কি বলে ?
- ক. উপসর্গ - নিস্পন্ন শব্দ
- খ. প্রত্যয় - নিস্পন্ন শব্দ
- গ. সমাস - নিস্পন্ন শব্দ
- ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ সমাস - নিস্পন্ন শব্দ