শব্দ

326. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ ?

  • ক. তৎসম
  • খ. তদ্ভব
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ তৎসম

বিস্তারিত

327. কোনটি আরবি শব্দ?

  • ক. শরিফ
  • খ. সুপারিশ
  • গ. কেরাণী
  • ঘ. মিটিং

উত্তরঃ শরিফ

বিস্তারিত

328. কোনটি ইংরেজি শব্দ?

  • ক. ম্যাজেন্টা
  • খ. পিস্তল
  • গ. আলমারি
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

329. 'আনারস' কোন ভাষার শব্দ?

  • ক. পর্তুগীজ
  • খ. চীনা
  • গ. ফরাসী
  • ঘ. ফারসি

উত্তরঃ পর্তুগীজ

বিস্তারিত

330. শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

332. গঠনভেদে শব্দ কয় প্রকার ?

  • ক. ৫ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ২ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

333. অর্থভেদে শব্দ কয় প্রকার ?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ২ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

334. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে ?

  • ক. মৌলিক শব্দ
  • খ. যৌগিক শব্দ
  • গ. রূঢি শব্দ
  • ঘ. তদ্ভব শব্দ

উত্তরঃ মৌলিক শব্দ

বিস্তারিত

335. ভাষার মূল উপকরণ কোন শব্দ ?

  • ক. যৌগিক শব্দ
  • খ. মৌলিক শব্দ
  • গ. যোগরূঢ় শব্দ
  • ঘ. অর্ধতৎসম

উত্তরঃ মৌলিক শব্দ

বিস্তারিত

336. কোন শব্দের উপসর্গ ও বিভক্তি থাকে না ?

  • ক. তদ্ভব
  • খ. যৌগিক
  • গ. মৌলিক
  • ঘ. সাধিত

উত্তরঃ মৌলিক

বিস্তারিত

337. সাধিত শব্দ কয় প্রকার ?

  • ক. ২
  • খ. ৩
  • গ. ৪
  • ঘ. ৫

উত্তরঃ

বিস্তারিত

338. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে ?

  • ক. মৌলিক শব্দ
  • খ. যৌগিক শব্দ
  • গ. সাধিত শব্দ
  • ঘ. যোগরূঢ় শব্দ

উত্তরঃ যৌগিক শব্দ

বিস্তারিত

339. কোনটি রূঢ় শব্দ ?

  • ক. বাঁশি
  • খ. জলধি
  • গ. কর্তব্য
  • ঘ. মহাযাত্রা

উত্তরঃ বাঁশি

বিস্তারিত

341. 'সন্দেশ' শব্দের বুৎপত্তি অর্থ কি ?

  • ক. মিষ্টান্ন বিশেষ
  • খ. সংবাদ
  • গ. চকলেট
  • ঘ. মিষ্টি

উত্তরঃ সংবাদ

বিস্তারিত

342. 'প্রবীণ' শব্দের বুৎপত্তি অর্থ কি ?

  • ক. বৃদ্ধ
  • খ. অভিজ্ঞতা সম্পন্ন লোক
  • গ. অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোক
  • ঘ. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি

উত্তরঃ প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি

বিস্তারিত

343. 'মহাযাত্রা' শব্দের ব্যবহারিক অর্থ কি ?

  • ক. মহাসমারোহে যাত্রা
  • খ. মৃত্যু
  • গ. বিশাল পথের দূরত্বের যাত্রা
  • ঘ. লোকজন নিয়ে যাত্রা

উত্তরঃ মৃত্যু

বিস্তারিত

344. প্রকৃতি - প্রত্যয়ের অনুসারী হয় না কোন শব্দ ?

  • ক. যৌগিক
  • খ. রূঢ়ি
  • গ. যোগরূঢ়
  • ঘ. মৌলিক

উত্তরঃ রূঢ়ি

বিস্তারিত

345. বাক্যের একক কি ?

  • ক. বিভক্তি
  • খ. ধ্বনি
  • গ. বর্ণ
  • ঘ. শব্দ

উত্তরঃ শব্দ

বিস্তারিত

347. রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি ?

  • ক. পুত্রের রাজা
  • খ. রাজারপুত্র
  • গ. রাজা যে পুত্র
  • ঘ. জাতিবিশেষ

উত্তরঃ রাজারপুত্র

বিস্তারিত

348. কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দকে কি বলে ?

  • ক. যৌগিক শব্দ
  • খ. কৃদন্তপদ
  • গ. প্রত্যয়সাধিত শব্দ
  • ঘ. অনুশব্দ

উত্তরঃ কৃদন্তপদ

বিস্তারিত

349. যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায়, তাকে কি বলে ?

  • ক. উপসর্গ - নিস্পন্ন শব্দ
  • খ. প্রত্যয় - নিস্পন্ন শব্দ
  • গ. সমাস - নিস্পন্ন শব্দ
  • ঘ. মৌলিক শব্দ

উত্তরঃ সমাস - নিস্পন্ন শব্দ

বিস্তারিত

350. শব্দকে গঠনমূলক দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায় ?

  • ক. ২ ভাগে
  • খ. ৪ ভাগে
  • গ. ৬ ভাগে
  • ঘ.

উত্তরঃ ২ ভাগে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects