শব্দ
403. ‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. তুর্কি
- খ. ওলন্দাজ
- গ. ফরাসি
- ঘ. গুজরাটি
উত্তরঃ তুর্কি
404. হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
- ক. অসঙ্গতি
- খ. বিভাবনা
- গ. বিরোধাভাস
- ঘ. বিয়ম
উত্তরঃ অসঙ্গতি
408. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. ফার্সি
- খ. তুর্কি
- গ. পর্তুগিজ
- ঘ. আরবি
উত্তরঃ তুর্কি
410. ‘বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
- ক. সিংহলি
- খ. বর্মি
- গ. গুজরাটি
- ঘ. মারাঠি
উত্তরঃ মারাঠি
412. বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনগুলো?
- ক. পোশাক, পছন্দ, হিসাব
- খ. আড়ং, রং, মোরগ
- গ. আলাদা, লোকসান, জেলা
- ঘ. দোকান, শনাক্ত, নিশান
উত্তরঃ আড়ং, রং, মোরগ
413. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
- ক. আওয়াজ, নজরানা, ফরমান
- খ. কলম, হাকিম, দখল
- গ. দরিয়া, আজাদ, সুদ
- ঘ. দাম, উর্দি, ভরসা
উত্তরঃ কলম, হাকিম, দখল
418. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
- ক. কাঁচা ইট
- খ. কাঁচা চুল
- গ. কাঁচা কথা
- ঘ. কাঁচা সোনা
উত্তরঃ কাঁচা সোনা
421. কোন শব্দটির ব্যবহারিক অর্থ বুৎপত্তিগত অর্থ থেকে আলাদা ?
- ক. বাঁশি
- খ. কর্তব্য
- গ. মানব
- ঘ. দৌহিত্র
উত্তরঃ কর্তব্য
423. বাংলা ভাষার ব্যবহৃত ‘লেবু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. ফরাসি
- খ. আরবি
- গ. হিন্দি
- ঘ. ফারসি
উত্তরঃ আরবি
424. কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. প্রোগ্রাম
- খ. বিলাস
- গ. সাথী
- ঘ. লাইব্রেরি
উত্তরঃ প্রোগ্রাম