শব্দ

351. নিচের কোনটি প্রতিপদিক শবদর

  • ক. হাতা
  • খ. গোলাপি
  • গ. কলম
  • ঘ. গরমিল

উত্তরঃ কলম

বিস্তারিত

352. মৌলিক শব্দ ব্যতীত সব শব্দকেই সাধারণত কি বলা হয় ?

  • ক. প্রাতিপাদক
  • খ. প্রকৃতি
  • গ. ক্রিয়া
  • ঘ. সাধিত

উত্তরঃ সাধিত

বিস্তারিত

353. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয় তাকে কোন শব্দ বলে ?

  • ক. রূঢ়ি শব্দ
  • খ. যোগরূঢ় শব্দ
  • গ. যৌগিক শব্দ
  • ঘ. সাধিত

উত্তরঃ যৌগিক শব্দ

বিস্তারিত

354. নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ ?

  • ক. রাজপুত
  • খ. বাঁশি
  • গ. গায়ক
  • ঘ. মধুর

উত্তরঃ রাজপুত

বিস্তারিত

356. নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ ?

  • ক. বাঁশি
  • খ. পাঞ্জাবি
  • গ. পঙ্কজ
  • ঘ. গায়ক

উত্তরঃ গায়ক

বিস্তারিত

357. সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?

  • ক. ৬ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৭ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৪ প্রকার

বিস্তারিত

358. 'সপ্তাহ' কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ?

  • ক. অঙ্কবাচক
  • খ. ক্রম বা পূরণ বাচক
  • গ. পরিমাণ বা গণনাবাচক
  • ঘ. তারিখবাচক

উত্তরঃ পরিমাণ বা গণনাবাচক

বিস্তারিত

359. এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে কি বলা হয় ?

  • ক. সংখ্যাত্তোর পদ্ধতি
  • খ. সংখ্যাবাচক পদ্ধতি
  • গ. অংকবাচক পদ্ধতি
  • ঘ. দশ গুণোত্তোর পদ্ধতি

উত্তরঃ দশ গুণোত্তোর পদ্ধতি

বিস্তারিত

360. প্রথম , দশম, বিংশ প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দের উদাহরণ ?

  • ক. অঙ্ক বাচক
  • খ. পূরণবাচক
  • গ. গণনা বাচক
  • ঘ. তারিখ বাচক

উত্তরঃ গণনা বাচক

বিস্তারিত

361. এক, দুই, তিন প্রভৃতি কোনধরনের সংখ্যা বাচক শব্দ ?

  • ক. অঙ্কবাচক
  • খ. পূরণবাচক
  • গ. গণনা বাচক
  • ঘ. তারিখ বাচক

উত্তরঃ গণনা বাচক

বিস্তারিত

362. যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায়, তাকে কি বলে ?

  • ক. মৌলিক শব্দ
  • খ. প্রত্যয় নিস্পন্ন শব্দ
  • গ. বিভক্তিযুক্ত শব্দ
  • ঘ. সমাস নিস্পন্ন শব্দ

উত্তরঃ সমাস নিস্পন্ন শব্দ

বিস্তারিত

363. নিচের কোনটি প্রত্যয় নিস্পন্ন শব্দ ?

  • ক. অনুকূল
  • খ. আজীবন
  • গ. চলন্ত
  • ঘ. মহানবী

উত্তরঃ চলন্ত

বিস্তারিত

364. নিচের কোনটি উপসর্গ নিস্পন্ন শব্দ ?

  • ক. ডুবুরী
  • খ. অভিমান
  • গ. রাখাল
  • ঘ. মাতাপিতা

উত্তরঃ অভিমান

বিস্তারিত

365. নিচের কোন শব্দটি সমাস নিস্পন্ন শব্দ ?

  • ক. হাতপাখা
  • খ. রান্না
  • গ. প্রহার
  • ঘ. উপকার

উত্তরঃ হাতপাখা

বিস্তারিত

366. নিচের কোনটি মৌলিক শব্দ ?

  • ক. ঢালাই
  • খ. ঢাকা
  • গ. বাঁশি
  • ঘ. সুপ্রভাত

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

367. বাংলা ভাষায় কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয় ?

  • ক. যৌগিক শব্দ
  • খ. সাধিত শব্দ
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. প্রত্যয় সাধিত শব্দ

উত্তরঃ মৌলিক শব্দ

বিস্তারিত

368. "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ?

  • ক. খাঁটি বাংলা
  • খ. দেশী
  • গ. বিদেশী
  • ঘ. অর্ধতৎসম

উত্তরঃ অর্ধতৎসম

বিস্তারিত

370. শব্দ বা পদের গঠন-প্রকৃতি বিশ্লেষিত হয় -

  • ক. রূপতত্ত্বে
  • খ. বাক্যতত্ত্বে
  • গ. শব্দতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

371. ভাষার ইতিহাস সংক্রান্ত বিষয়াবলী আলোচিত হয় -

  • ক. প্রথাগত ব্যাকরণে
  • খ. তুলনামূলক ব্যাকরণে
  • গ. ঐতিহাসিক ব্যাকরণে
  • ঘ. কালানুক্রমিক ব্যাকরণে

উত্তরঃ ঐতিহাসিক ব্যাকরণে

বিস্তারিত

372. প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো-

  • ক. শব্দ, পদ ও বাক্য
  • খ. ধ্বনি, পদ ও শব্দ
  • গ. ধবনি, শব্দ ও বাক্য
  • ঘ. ধ্বনি, পদ ও বাক্য

উত্তরঃ ধবনি, শব্দ ও বাক্য

বিস্তারিত

373. বাক্যের ক্ষেত্রে কোনটি সংশ্লিষ্ট ?

  • ক. অর্থবাচকতা
  • খ. অর্থবোধকতা
  • গ. অর্থহীনতা
  • ঘ. অর্থযোজকতা

উত্তরঃ অর্থবোধকতা

বিস্তারিত

374. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে ?

  • ক. বর্ণ
  • খ. ঘোষ
  • গ. স্বর
  • ঘ. ব্যঞ্জন

উত্তরঃ বর্ণ

বিস্তারিত

375. বাংলাভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?

  • ক. ৪ ভাগে
  • খ. ৩ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ২ ভাগে

উত্তরঃ ২ ভাগে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects