শব্দ

276. কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত?

  • ক. হেডপণ্ডিত
  • খ. হেডমিস্ত্রী
  • গ. পুলিশ সাহেব
  • ঘ. হাফ আছড়াই

উত্তরঃ হেডমিস্ত্রী

বিস্তারিত

277. ফিরিঙ্গি ও বুর্জোয়া কোন শব্দ?

  • ক. হিন্দি
  • খ. ওলন্দাজ
  • গ. ইতালীয়
  • ঘ. ফরাসি

উত্তরঃ ফরাসি

বিস্তারিত

278. ‘তৎসম’ কোন ধরনের শব্দ?

  • ক. সংস্কৃত শব্দ
  • খ. পারিভাষিক শব্দ
  • গ. হিন্দি শব্দ
  • ঘ. আঞ্চলিক শব্দ

উত্তরঃ পারিভাষিক শব্দ

বিস্তারিত

279. হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?

  • ক. দেশী
  • খ. বিদেশী
  • গ. তদ্ভব
  • ঘ. তৎসম

উত্তরঃ তদ্ভব

বিস্তারিত

280. কোনটি তদ্ভব নয়?

  • ক. লুঙ্গি
  • খ. হাত
  • গ. চাঁদ
  • ঘ. দাঁত

উত্তরঃ লুঙ্গি

বিস্তারিত

281. কোনটি দেশী শব্দের আওতাভুক্ত নয়?

  • ক. কুলা
  • খ. পেট
  • গ. ঢেঁকি
  • ঘ. হাত

উত্তরঃ হাত

বিস্তারিত

282. নিচের কোনটি মৌলিক শব্দ?

  • ক. ঢাকাই
  • খ. ঢাকা
  • গ. বাঁশী
  • ঘ. প্রভাত

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

283. নিচের কোনটি সাধিত শব্দ?

  • ক. দেশ
  • খ. ভাই
  • গ. ফুল
  • ঘ. পরাজয়

উত্তরঃ পরাজয়

বিস্তারিত

284. ‘সমাস’ সাধিত পদ কোনটি?

  • ক. চাষী
  • খ. বোনাই
  • গ. মানব
  • ঘ. দম্পতি

উত্তরঃ দম্পতি

বিস্তারিত

285. বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়?

  • ক. মৌলিক শব্দ
  • খ. সমাসবদ্ধ শব্দ
  • গ. সাধিত শব্দ
  • ঘ. যৌগিক শব্দ

উত্তরঃ মৌলিক শব্দ

বিস্তারিত

286. ‘গোলাপ’ একটি মৌলিক শব্দ কেন?

  • ক. শব্দটিকে ভাঙা যায় না বলে
  • খ. গোলাপের গন্ধ আছে বলে
  • গ. তিন অক্ষরের শব্দ বলে
  • ঘ. এর প্রতিশব্দ নেই বলে

উত্তরঃ শব্দটিকে ভাঙা যায় না বলে

বিস্তারিত

287. কোন ধরনের শব্দের ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন?

  • ক. যৌগিক শব্দের
  • খ. বিদেশী শব্দের
  • গ. মৌলিক শব্দের
  • ঘ. সমাসবদ্ধ শব্দের

উত্তরঃ মৌলিক শব্দের

বিস্তারিত

288. কোন শব্দটির ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন?

  • ক. গোলাপ
  • খ. গোলাপী
  • গ. গোলাপ জল
  • ঘ. গোলাপ ফুল

উত্তরঃ গোলাপ

বিস্তারিত

289. ‘প্রত্যয়’ সাধিত শব্দ কোনটি?

  • ক. সুশ্রী
  • খ. সফল
  • গ. জেলে
  • ঘ. মহাত্মা

উত্তরঃ জেলে

বিস্তারিত

290. ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘পাঞ্জাবি’ কোন অর্থ প্রকাশ করে?

  • ক. পাঞ্জাবের অধিবাসী
  • খ. জামা বিশেষ
  • গ. মৌলভীদের পিরাণ
  • ঘ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি

উত্তরঃ জামা বিশেষ

বিস্তারিত

291. যৌগিক শব্দ কোনটি?

  • ক. গায়ক
  • খ. প্রবীণ
  • গ. তৈল
  • ঘ. জলধি

উত্তরঃ গায়ক

বিস্তারিত

292. নিচের কোনটি ‘রূঢ়’ শব্দের উদাহরণ?

  • ক. কর্তব্য
  • খ. রাজপুত
  • গ. হস্তী
  • ঘ. বাবুয়ানা

উত্তরঃ হস্তী

বিস্তারিত

293. ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ?

  • ক. যৌগিক
  • খ. রূঢ়
  • গ. দেশী
  • ঘ. যোগরূঢ়

উত্তরঃ রূঢ়

বিস্তারিত

294. ‘যৌগিক’ শব্দের উদাহরণ নয় কোনটি?

  • ক. বাঁশী
  • খ. গায়ক
  • গ. গোলাপী
  • ঘ. মধুর

উত্তরঃ বাঁশী

বিস্তারিত

295. ‘যৌগিক’ শব্দের উদাহরণ কোনটি?

  • ক. দৌহিত্র
  • খ. স্ত্রী
  • গ. বাঁশী
  • ঘ. প্রবীণ

উত্তরঃ দৌহিত্র

বিস্তারিত

296. গায়ক = গৈ + অক, কর্তব্য = ক+তব্য-এগুলোকে কোন শব্দ?

  • ক. যৌগিক শব্দ
  • খ. রূঢ় শব্দ
  • গ. রূঢ়ি শব্দ
  • ঘ. যোগরূঢ় শব্দ

উত্তরঃ যৌগিক শব্দ

বিস্তারিত

297. কোনটি ‘রূঢ়’ বা ‘রূঢ়ি’ শব্দের উদাহরণ নয়?

  • ক. প্রবীণ
  • খ. সন্দেশ
  • গ. জলধি
  • ঘ. পাঞ্জাবি

উত্তরঃ জলধি

বিস্তারিত

298. শব্দ যখন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাকে কি বলে?

  • ক. যৌগিক
  • খ. রূঢ়
  • গ. রূঢ়ি
  • ঘ. যোগরূঢ়

উত্তরঃ রূঢ়ি

বিস্তারিত

299. ‘জলধি’ কোন শব্দ?

  • ক. যোগরূঢ়
  • খ. রূঢ়ি
  • গ. মৌলিক
  • ঘ. যৌগিক

উত্তরঃ যোগরূঢ়

বিস্তারিত

300. ‘জলধি’-এর ব্যুৎপত্তিগত অর্থ কি?

  • ক. সমুদ্র
  • খ. জল ধারণ করে যে
  • গ. জলে বাস করে যে
  • ঘ. জলপান করে যে

উত্তরঃ জল ধারণ করে যে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects