ধ্বনির পরিবর্তন
1. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?
- ক. সম্প্রকর্ষ
- খ. পরাগত
- গ. স্বরসঙ্গতি
- ঘ. অসমীকরণ
উত্তরঃ অসমীকরণ
2. পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?
- ক. পরাগত
- খ. অন্যোন্য
- গ. স্বরলোপ
- ঘ. প্রগত
উত্তরঃ প্রগত
3. আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?
- ক. অপিনিহিত
- খ. সমীভবন
- গ. বিপ্রকর্ষ
- ঘ. বর্ণ বিপর্যয়
উত্তরঃ অপিনিহিত
4. পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
- ক. স্বরাগম
- খ. বিপ্রকর্ষ
- গ. অপিনিহিত
- ঘ. অভিশ্রুতি
উত্তরঃ অপিনিহিত
5. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
- ক. অপগত
- খ. পরাগত
- গ. সমীভবন
- ঘ. অসমীভবন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
6. ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?
- ক. আজি-> আইজ
- খ. পিশাচ-> পিচাশ
- গ. পাকা-> পাক্কা
- ঘ. স্কুল-> ইস্কুল
উত্তরঃ পিশাচ-> পিচাশ
7. বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
- ক. ধ্বনি বিপর্যয়
- খ. ধ্বনিসাম্য
- গ. ধ্বনিলোপ
- ঘ. ব্যঞ্জনাগম
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
8. লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?
- ক. বিষমীভবন
- খ. ধ্বনি বিপর্যয়
- গ. ধ্বনিলোপ
- ঘ. ব্যঞ্জনাগম
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
- ক. ফাল্গুন > ফাগুন
- খ. বউদিদি > বউদি
- গ. ধরিতে > ধরতে
- ঘ. ধোবা > ধোপা
উত্তরঃ ধোবা > ধোপা
10. তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
- ক. সম্প্রকর্ষ
- খ. বিষমীভবন
- গ. স্বরসঙ্গতি
- ঘ. সমীভবন
উত্তরঃ সমীভবন
11. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
- ক. অভিকর্ষ
- খ. বিপ্রকর্ষ
- গ. স্বরাগম
- ঘ. অভিশ্রুতি
উত্তরঃ বিপ্রকর্ষ
12. কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
- ক. স্টিমার>ইস্টিমার
- খ. ফিল্ম > ফিলিম
- গ. করিয়া > কইর্যা
- ঘ. শরীর > শরীল
উত্তরঃ স্টিমার>ইস্টিমার
13. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
- ক. কান্না > কাঁদনা
- খ. তৎজন্য > তজ্জন্য
- গ. সত্য > সচ্চ
- ঘ. আজি > আজ
উত্তরঃ তৎজন্য > তজ্জন্য
- ক. অসমীকরণ
- খ. স্বরাগম
- গ. স্বরসঙ্গতি
- ঘ. অপিনিহিতি
উত্তরঃ স্বরাগম
15. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
- ক. স্বরসঙ্গতি
- খ. অভশ্রুতি
- গ. সপ্রকর্ষ
- ঘ. বিপ্রকর্ষ
উত্তরঃ বিপ্রকর্ষ
16. রিকসা > রিসকা কিসের উদাহরণ?
- ক. বিষমীভবনের
- খ. ধ্বনি বিপর্যয়ের
- গ. বিপ্রকর্ষের
- ঘ. ব্যঞ্জন বিকৃতির
উত্তরঃ ধ্বনি বিপর্যয়ের
17. করিয়া > কইর্যা > করে- কিসের উদাহরণ?
- ক. অভিশ্রুতির
- খ. স্বরাগমের
- গ. অপিনিহিতির
- ঘ. অন্ত্য স্বরাগমের
উত্তরঃ অভিশ্রুতির
18. Vowel harmony'র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন কোন ভাষাতত্ত্ববিদ?
- ক. ড. রাজেন্দ্রলাল মিত্র
- খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ. ড. মুহাম্মদ এনামূল হক
- ঘ. ড. সতীশচন্দ্র বিদ্যাভূষণ চক্রবর্তী
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
19. ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
- ক. অপিনিহিতি
- খ. আদি স্বরাগম
- গ. মধ্য স্বরাগম
- ঘ. অন্ত্য স্বরাগম
উত্তরঃ মধ্য স্বরাগম
- ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
- খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
- গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
- ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
21. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়?
- ক. দীর্ঘব্যঞ্জন
- খ. ধ্বনি বিপর্যয়
- গ. মধ্যস্বর লোপ
- ঘ. সপ্রর্কষ বা স্বরলোপ
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
22. ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?
- ক. বাহান্ন
- খ. বায়ান্ন
- গ. বাউন্নো
- ঘ. বাহান্নো
উত্তরঃ বায়ান্ন
23. দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
- ক. সমীভবন
- খ. অসমীকরণ
- গ. মধ্যস্বর লোপ
- ঘ. পরাগত সমীভবন
উত্তরঃ সমীভবন
24. যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে?
- ক. বিষমীভবন
- খ. সমীভবন
- গ. প্রগত সমীভবন
- ঘ. অন্যোন্য সমীভবন
উত্তরঃ অন্যোন্য সমীভবন
- ক. নামধাতু
- খ. অন্তর্হতি
- গ. অভিশ্রুতি
- ঘ. যোগরূঢ় শব্দ
উত্তরঃ অভিশ্রুতি