ধ্বনির পরিবর্তন

51. কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?

  • ক. মধ্যস্বরাগম
  • খ. আদিস্বরাগম
  • গ. অন্তস্বরাগম
  • ঘ. অসমীভবন

উত্তরঃ অন্তস্বরাগম

বিস্তারিত

52. কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ?

  • ক. সাউট
  • খ. আস্পর্ধা
  • গ. স্বপন
  • ঘ. বেঞ্চি

উত্তরঃ বেঞ্চি

বিস্তারিত

53. ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?

  • ক. কবাট > কপাট
  • খ. ফলাহার > ফলার
  • গ. বড়দাদা > বড়দা
  • ঘ. সকাল > সক্কাল

উত্তরঃ কবাট > কপাট

বিস্তারিত

54. সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?

  • ক. শব্দ পরিবর্তন
  • খ. ধ্বনি পরিবর্তন
  • গ. ধ্বনি রূপ পরিবর্তন
  • ঘ. পদ পরিবর্তন

উত্তরঃ ধ্বনি পরিবর্তন

বিস্তারিত

55. ধ্বনি পরিবর্তন বাক্যের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. রূপতত্ত্বে
  • খ. ধ্বনিতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ ধ্বনিতত্ত্বে

বিস্তারিত

56. নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত -

  • ক. ধ্বনি ও পদের রূপ পরিবর্তন
  • খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়
  • গ. বাক্যের আলোচনায়
  • ঘ. পদের আলোচনায়

উত্তরঃ ধ্বনি পরিবর্তন আলোচনায়

বিস্তারিত

57. কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?

  • ক. বক্তার হাসিমুখে কথা বলা
  • খ. বক্তার মৃদু আওয়াজ
  • গ. বক্তার জিহ্বার জড়তা
  • ঘ. বক্তার কম কথা বলা

উত্তরঃ বক্তার জিহ্বার জড়তা

বিস্তারিত

58. বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ?

  • ক. পদ পরিবর্তনের
  • খ. শব্দ পরিবর্তনের
  • গ. ধ্বনি পরিবর্তনের
  • ঘ. পদের রূপ পরিবর্তনের

উত্তরঃ ধ্বনি পরিবর্তনের

বিস্তারিত

59. বাংলায় হ্রস্ব ও দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না ?

  • ক. অর্থের প্রসারতা ঘটে না
  • খ. অর্থের সংকোচন হয় না
  • গ. অর্থের পার্থক্য ঘটে না
  • ঘ. অর্থের সমতা লাভ করেন না

উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে না

বিস্তারিত

60. ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?

  • ক. শব্দ পরিবর্তনে
  • খ. পদ পরিবর্তনে
  • গ. ধ্বনি পরিবর্তনে
  • ঘ. বাক্য পরিবর্তনে

উত্তরঃ ধ্বনি পরিবর্তনে

বিস্তারিত

61. ধ্বনি পরিবর্তনে মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য ?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

62. কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?

  • ক. ধ্বনিলোপ
  • খ. ধ্বনির আকার
  • গ. ধ্বনির বিস্তার
  • ঘ. শব্দের প্রসারতা

উত্তরঃ ধ্বনিলোপ

বিস্তারিত

63. সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?

  • ক. স্বরধ্বনির ক্ষেত্রে
  • খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে
  • গ. ব্যঞ্জনের ক্ষেত্রে
  • ঘ. কোনটিতেই নয়

উত্তরঃ ব্যঞ্জনের ক্ষেত্রে

বিস্তারিত

64. সমীভবনের অপর নাম কি ?

  • ক. অসমীভবন
  • খ. সমীকরণ
  • গ. স্বরভক্তি
  • ঘ. স্বরসঙ্গতি

উত্তরঃ সমীকরণ

বিস্তারিত

65. সমীভবনের সঙ্গে মিল রয়েছে ?

  • ক. স্বরভক্তির
  • খ. সমীকরণের
  • গ. স্বরসঙ্গতির
  • ঘ. অসমীকরণের

উত্তরঃ স্বরসঙ্গতির

বিস্তারিত

66. সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ?

  • ক. চার
  • খ. দুই
  • গ. পাঁচ
  • ঘ. তিন

উত্তরঃ তিন

বিস্তারিত

67. 'আলমারী' শব্দটি এসেছে ?

  • ক. আলমালি থেকে
  • খ. আলমারি থেকে
  • গ. আলমিরা থেকে
  • ঘ. আরমারী থেকে

উত্তরঃ আরমারী থেকে

বিস্তারিত

68. ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?

  • ক. পিসাচ > পিচাশ
  • খ. বাকস > বাসক
  • গ. লাবু > আলাবু
  • ঘ. তরোয়াল > তলোয়ার

উত্তরঃ বাকস > বাসক

বিস্তারিত

69. স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ?

  • ক. চার
  • খ. পাঁচ
  • গ. তিন
  • ঘ. ছয়

উত্তরঃ তিন

বিস্তারিত

70. স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?

  • ক. Vowel harmony
  • খ. Umlaut
  • গ. Vowel apenthesis
  • ঘ. Vowel sequence

উত্তরঃ Vowel harmony

বিস্তারিত

71. Vowel harmony র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?

  • ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. সুকুমার সেন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

72. অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?

  • ক. ঘোষীয়ভবন
  • খ. অঘোষীয়ভবন
  • গ. মহাপ্রাণতা
  • ঘ. অল্পপ্রাণতা

উত্তরঃ অঘোষীয়ভবন

বিস্তারিত

73. নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?

  • ক. পিশাচ > পিচাশ
  • খ. বিলাতি > বিলিতি
  • গ. মোজা > মুজো
  • ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ পিশাচ > পিচাশ

বিস্তারিত

74. নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?

  • ক. গ্লাস > গেলাস
  • খ. মারি > মাইর
  • গ. স্কুল > ইস্কুল
  • ঘ. রিকশা > রিশকা

উত্তরঃ স্কুল > ইস্কুল

বিস্তারিত

75. মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

  • ক. অভিশ্রুতি
  • খ. বিষমীভবন
  • গ. সমীভবন
  • ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ অভিশ্রুতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects