ধ্বনির পরিবর্তন

28. সমীভবনের উদাহরণ কোনটি?

  • ক. কান্না > কাঁদনা
  • খ. রান্না > বান্না
  • গ. চুলো > চুলা
  • ঘ. জন্ম > জন্ম

উত্তরঃ কান্না > কাঁদনা

বিস্তারিত

29. দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

  • ক. ব্যঞ্জন বিকৃতি
  • খ. ধ্বনি বিপর্যয়
  • গ. অপিনিহিতি
  • ঘ. বিপ্রকর্ষ

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

30. 'মগজ' শব্দের উচ্চারণ-

  • ক. মোগজ
  • খ. মগোজ
  • গ. মগজ
  • ঘ. মোগোজ

উত্তরঃ মগোজ

বিস্তারিত

31. কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?

  • ক. বিলাতি-বিলিতি
  • খ. স্বপ্ন-স্বপন
  • গ. ইস্কুল
  • ঘ. ছোট্ট

উত্তরঃ স্বপ্ন-স্বপন

বিস্তারিত

32. কোনটি স্বরসঙ্গতি ?

  • ক. লিখক > লেখক
  • খ. কর্ম > করম
  • গ. লেপ > নেপ
  • ঘ. আশু > আউশ

উত্তরঃ লিখক > লেখক

বিস্তারিত

33. কোনটি অপিনিহিতির উদাহারণ ?

  • ক. হর্ষ > হরিষ
  • খ. আজি > আইজ
  • গ. ধাই > দাই
  • ঘ. করিয়া > কইরা > করে

উত্তরঃ আজি > আইজ

বিস্তারিত

34. পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?

  • ক. বিপ্রকর্ষ
  • খ. অভিশ্রুতি
  • গ. অপনিহিতি
  • ঘ. স্বরাগম

উত্তরঃ অপনিহিতি

বিস্তারিত

35. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?

  • ক. পরাগত
  • খ. স্বরসঙ্গতি
  • গ. সমীভবন
  • ঘ. অসমীভবন

উত্তরঃ অসমীভবন

বিস্তারিত

36. বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি ?

  • ক. ৬ টি
  • খ. ৮ টি
  • গ. ১০টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ৪ টি

বিস্তারিত

37. ড় ও ঢ় ধ্বনিকে কি বাল হয় ?

  • ক. অঘোষধ্বনি
  • খ. কল্পনাজাত ধ্বনি
  • গ. তাড়নজাত ধ্বনি
  • ঘ. শিশধবনি

উত্তরঃ তাড়নজাত ধ্বনি

বিস্তারিত

38. রিকশা > রিশকা, বাসক এগুলো কিসের উদাহারণ ?

  • ক. ব্যঞ্জন বিকৃতি
  • খ. ব্যঞ্জনচ্যুতি
  • গ. ধ্বনি বিপর্যয়
  • ঘ. বিসমীভবন

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

40. র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?

  • ক. করতে > কত্তে
  • খ. কাঁদনা > কান্না
  • গ. লাফ > ফাল
  • ঘ. লক্ষ্য > লইখ্যা

উত্তরঃ করতে > কত্তে

বিস্তারিত

41. বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. অসমীকরণ
  • খ. অভিশ্রুতি
  • গ. অপিনিহিতি
  • ঘ. স্বরভক্তি

উত্তরঃ অভিশ্রুতি

বিস্তারিত

42. শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. বর্ণদ্বিত্ব
  • খ. বিষমীভবন
  • গ. অভিশ্রুতি
  • ঘ. বর্ণবিকৃতি

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

43. স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরাগম
  • খ. স্বরসঙ্গতি
  • গ. র- কারের লোপ
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ স্বরাগম

বিস্তারিত

44. টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. অসমীভবন
  • খ. সমীভবন
  • গ. বর্ণচ্যুতি
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

45. তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. বর্ণদ্বিত্ব
  • খ. র-কারের লোপ
  • গ. স্বরলোপ
  • ঘ. অভিশ্রুতি

উত্তরঃ র-কারের লোপ

বিস্তারিত

46. শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরভক্তি
  • খ. অপিনিহিতি
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ স্বরভক্তি

বিস্তারিত

47. হুক্কা > হুকো কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

  • ক. স্বরভক্তি
  • খ. অভিশ্রুতি
  • গ. স্বরসঙ্গতি
  • ঘ. বর্ণদ্বিত্ব

উত্তরঃ স্বরসঙ্গতি

বিস্তারিত

48. কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ?

  • ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
  • খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
  • গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
  • ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল

বিস্তারিত

49. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ?

  • ক. অপিনিহিতির
  • খ. আদিস্বরাগমের
  • গ. মধ্যস্বরাগমের
  • ঘ. অন্তস্বরাগমের

উত্তরঃ মধ্যস্বরাগমের

বিস্তারিত

50. কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি ?

  • ক. বসতি > বসতি
  • খ. বিলাতি > বিলিতি
  • গ. গিলা > গেলা, মিঠা > মিঠে
  • ঘ.

উত্তরঃ গিলা > গেলা, মিঠা > মিঠে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects