ধ্বনির পরিবর্তন

76. মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

  • ক. স্বরসঙ্গতি
  • খ. অপিনিহিতি
  • গ. মধ্যস্বরাগম
  • ঘ. মধ্যগত

উত্তরঃ অপিনিহিতি

বিস্তারিত

77. নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?

  • ক. পক্কা > পকক
  • খ. শরীর > শরীল
  • গ. পাকা > পাক্কা
  • ঘ. কাঁদনা > কান্না

উত্তরঃ কাঁদনা > কান্না

বিস্তারিত

78. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কি ধ্বনি বলে ?

  • ক. বিবৃতি স্বরধ্বনি
  • খ. সস্মুখ স্বরধ্বনি
  • গ. স্বরধ্বনি
  • ঘ. পশ্চাৎ স্বরধ্বনি

উত্তরঃ বিবৃতি স্বরধ্বনি

বিস্তারিত

79. সংবৃত স্বরধ্বনি কোনগুলো ?

  • ক. ঋ, এ
  • খ. এ, ও
  • গ. ই, উ
  • ঘ. অ, আ

উত্তরঃ ই, উ

বিস্তারিত

80. কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?

  • ক. আজি > আইজ
  • খ. কান্না > কাঁদনা
  • গ. রিকশা > রিশকা
  • ঘ. তৎজন্য > তজ্জন্য

উত্তরঃ কান্না > কাঁদনা

বিস্তারিত

81. যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ?

  • ক. অপিনিহিতি
  • খ. সমীভবন
  • গ. বিসমীভবন
  • ঘ. অন্যোন্য সমীভবন

উত্তরঃ অন্যোন্য সমীভবন

বিস্তারিত

82. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. স্বরলোপ

উত্তরঃ বিষমীভবন

বিস্তারিত

83. কোনটি প্রগত স্বরসঙ্গতি ?

  • ক. মূলা > মুলো
  • খ. মোজা > মুজো
  • গ. দেশি > দিশি
  • ঘ. বিলাতি > বিলিতি

উত্তরঃ মূলা > মুলো

বিস্তারিত

84. ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--

  • ক. অন্তর্হতি
  • খ. ব্যঞ্জনচ্যুতি
  • গ. ব্যঞ্জন চ্যুতি
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ অন্তর্হতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects