বচন
51. 'লাল লাল ফুল' বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
- ক. একবচন
- খ. বহুবচন
- গ. শূন্য
- ঘ. ঈষৎ
উত্তরঃ বহুবচন
52. ডালে ডালে কুসুমভার - এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে ?
- ক. গুরুত্ব
- খ. বিষাদ
- গ. সমূহ
- ঘ. বোঝা
উত্তরঃ সমূহ
54. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
- ক. কুল
- খ. দাম
- গ. গুচ্ছ
- ঘ. বৃন্দ
উত্তরঃ বৃন্দ
57. মালা প্রত্যয়টির প্রয়োগ কোন শব্দটিতে সঠিক হবে ?
- ক. তরঙ্গ
- খ. বিদ্যালয়
- গ. ছাত্রী
- ঘ. ছাত্র
উত্তরঃ তরঙ্গ
59. বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি ?
- ক. লাল লাল ফুল
- খ. বড় বড় মাঠ
- গ. মেয়েরা কানাকানি করছে
- ঘ. হাঁড়ি হাঁড়ি সন্দেশ
উত্তরঃ মেয়েরা কানাকানি করছে
60. বিদেশী শব্দের বহুবচনের উদাহরণ কোনটি ?
- ক. কমল -নিকর
- খ. গুচ্ছ -গ্রাম
- গ. কাগজ -কাগজজাত
- ঘ. টাকা -পয়সা
উত্তরঃ কাগজ -কাগজজাত
61. আন যোগে সাধিত বহুবচন কোনটি ?
- ক. বুজর্গান
- খ. কুসুমদাম
- গ. অনেক ছাত্র
- ঘ. অনেক ছাত্র
উত্তরঃ বুজর্গান
63. ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. এরা, রে, রা
- খ. গুলা, গুলো, রা
- গ. গুলা, গুলি, গুলো
- ঘ. সবগুলোই
উত্তরঃ গুলা, গুলি, গুলো
64. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. গণ, বৃন্দ, রা, গুলো
- খ. নিচয়, বৃন্দ, রাশি, গণ
- গ. দাম, কুল, নিচয়
- ঘ. গণ, বৃন্দ,মন্ডলী, বর্গ
উত্তরঃ গণ, বৃন্দ,মন্ডলী, বর্গ
65. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দে কি ব্যবহৃত হয় ?
- ক. গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ
- খ. নিচয়, রাশি, বৃন্দ, কুল
- গ. কুল, সকল, সব, সমূহ
- ঘ. সব, বর্গ, বৃন্দ, মন্ডলী
উত্তরঃ কুল, সকল, সব, সমূহ
66. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় -
- ক. কুল, সকল, সব, সমূহ
- খ. আবলী, গুচ্ছ, দাম, নিকর
- গ. পুঞ্জ, মনো, বাজি, রাশি
- ঘ. গণ, বৃন্দ,মন্ডলী
উত্তরঃ কুল, সকল, সব, সমূহ
67. কেবল জন্তুর বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. ষুথ, কুল
- খ. পাল, যুথ
- গ. সকল ও সমূহ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পাল, যুথ
68. কোন কোন শব্দের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয় ?
- ক. বিশেষ্য ও সর্বনাম পদের
- খ. বিশেষ্য ও বিশেষণ পদের
- গ. অব্যয় ও ক্রিয়া পদের
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিশেষ্য ও বিশেষণ পদের
69. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন ?
- ক. মেয়েরা কানাকানি করছে
- খ. এটাই করিমদের বাড়ি
- গ. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
70. বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দের অধিকাংশই কোন শব্দের অন্তর্গত ?
- ক. তৎসম বা সংস্কৃত
- খ. তদ্ভব
- গ. অর্ধতৎসম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম বা সংস্কৃত
- ক. পুলিশ (চোর) ধরেছে
- খ. (মানুষ) মরণশীল
- গ. ডাক্তার ডাক
- ঘ. পাখি উড়েছে
উত্তরঃ (মানুষ) মরণশীল
72. যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যার ধারণা বুঝায়, তাকে কি বলে ?
- ক. পুরুষ
- খ. বচন
- গ. কারক
- ঘ. পদ
উত্তরঃ বচন
74. সমষ্টি বা বহুবচন প্রকাশে সহায়ক বিভক্তি বা শব্দগুলো বেশীর ভাগ কোন ভাষা থেকে আগত ?
- ক. হিন্দি
- খ. আর্য
- গ. সংস্কৃত
- ঘ. বাংলা
উত্তরঃ সংস্কৃত