বচন
- ক. একই সঙ্গে দুবার বহুবচন হয়
- খ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না
- গ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয় না
- ঘ. একই সঙ্গে তিনবার বহুবচনবাচক প্রত্যয় ব্যবহৃত হয়
উত্তরঃ একই সঙ্গে দুবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না
78. বচক নির্দেশক বর্ণ বা শব্দ শব্দের কোথায় বসে ?
- ক. শব্দের শুরুতে
- খ. শব্দের শেষে
- গ. শব্দের মাঝে
- ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ শব্দের শেষে
79. কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
- ক. সকল
- খ. বৃন্দ
- গ. রাজি
- ঘ. পাল
উত্তরঃ সকল
80. কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
- ক. মণ্ডলী
- খ. পাল
- গ. সব
- ঘ. কুল
উত্তরঃ মণ্ডলী
83. একবচন বিশেষ্যের আগে কোন শব্দটি ব্যবহার করে বহুবচন করা হয় ?
- ক. সমূহ
- খ. পুঞ্জ
- গ. অনেক
- ঘ. পাল
উত্তরঃ অনেক
84. 'কাঁড়ি কাঁড়ি টাকা' -বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
- ক. একবচন
- খ. বহুবচন
- গ. শূন্য
- ঘ. অবস্থা
উত্তরঃ বহুবচন
86. কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
- ক. বাজারে লোক জমেছে
- খ. এটাই করিমদের বাড়ি
- গ. সিংহ বনে থাকে
- ঘ. বাগানে ফুল ফুটেছে
উত্তরঃ সিংহ বনে থাকে
88. পদের পূর্বে 'এক' 'গোটা' ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে ?
- ক. নির্দিষ্টতা
- খ. অনির্দিষ্টতা
- গ. সংকীর্ণতা
- ঘ. সীমাবদ্ধতা
উত্তরঃ অনির্দিষ্টতা
89. কোনটি বিশেষ নিয়মে বহুবচন ?
- ক. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
- খ. কাকেরা এক বিরাট সভা করল
- গ. শিক্ষকেরা জ্ঞান দান করেন
- ঘ. সকলে সব জানে না
উত্তরঃ সকলে সব জানে না
90. নিচের কোনটি একত্ববোধক বহুবচনের উদাহরণ ?
- ক. আপনারা মনীষী লোক
- খ. অনেক লোক উপস্থিত হয়েছে
- গ. তিনি অঢ়েল টাকার মালিক
- ঘ. ছেলেরা বল খেলছে
উত্তরঃ আপনারা মনীষী লোক
91. বহুবচন বোঝাতে যে সমষ্টিবোধক শব্দ ব্যবহার করা হয় তার অধিকাংশই কোন ভাষা থেকে এসেছে ?
- ক. আরবি ভাষা
- খ. তৎসম বা সংস্কৃত ভাষা
- গ. ফারসি ভাষা
- ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ তৎসম বা সংস্কৃত ভাষা
92. 'গুলি' শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয় ?
- ক. সাধু রীতিতে
- খ. চলিত রীতিতে
- গ. কথ্য রীতিতে
- ঘ. লেখ্য রীতিতে
উত্তরঃ সাধু রীতিতে
94. নিচের কোনটি পদের দ্বিরুক্তির সাহায্য বহুবচন হয়েছে ?
- ক. পাখিসব
- খ. ফলে ফলে
- গ. শত্রুদল
- ঘ. বন্ধুসব
উত্তরঃ ফলে ফলে
96. নিচের কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক উভয় শব্দেই ব্যবহৃত হয় ?
- ক. গুলি
- খ. নিচয়
- গ. মাল
- ঘ. রাজি
উত্তরঃ নিচয়
97. রা, এরা প্রভৃতি বহুবচন নির্দেশক কোন কারকে যুক্ত হয় ?
- ক. সম্প্রদান কারকে
- খ. কর্মকারকে
- গ. কর্তৃকারকে
- ঘ. অধিকরণ কারকে
উত্তরঃ অধিকরণ কারকে
99. গুলা, গুলি, প্রভৃতি সমাষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত ?
- ক. আবলী
- খ. কূল
- গ. সমূহ
- ঘ. রাশি
উত্তরঃ কূল
100. নিচের কোনটি রীতি বিরুদ্ধ প্রয়োগ ?
- ক. মানুষ সকল
- খ. মাতৃ সকল
- গ. পাখি সকল
- ঘ. ভাল সকল
উত্তরঃ মাতৃ সকল