https vbaixlbah8lma7mc2m9e10mt9kfb32rroastifycom

226. নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ?

  • ক. প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে
  • খ. গতকাল খেলা দেখিয়াছিলাম
  • গ. সুজন তাহাকে দেখেছে
  • ঘ. আমি তাকে দেখে খুশি হয়েছি

উত্তরঃ আমি তাকে দেখে খুশি হয়েছি

বিস্তারিত

227. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?

  • ক. চলিত ভাষারীতিতে
  • খ. আঞ্চলিক ভাষারীতিতে
  • গ. সাধু ভাষারীতিতে
  • ঘ. মিশ্র ভাষারীতিতে

উত্তরঃ সাধু ভাষারীতিতে

বিস্তারিত

228. লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?

  • ক. সাধু ও চলিত
  • খ. সাধু ও আঞ্চলিক
  • গ. লেখ্য ও আঞ্চলিক
  • ঘ. আঞ্চলিক ও সর্বজনীন

উত্তরঃ সাধু ও চলিত

বিস্তারিত

229. চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ?

  • ক. মৈথিলী
  • খ. উড়িষ্যা
  • গ. ঢাকা
  • ঘ. কোলকাতা

উত্তরঃ কোলকাতা

বিস্তারিত

230. বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?

  • ক. উইলিয়াম কেরি
  • খ. এডওয়ার্ড ডিমোক
  • গ. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

231. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী ?

  • ক. কবিতায়
  • খ. গল্পের বর্ণনায়
  • গ. গানের কলিতে
  • ঘ. নাটকের সংলাপে

উত্তরঃ নাটকের সংলাপে

বিস্তারিত

232. চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?

  • ক. সমকাল
  • খ. দিগদর্শন
  • গ. সন্দেশ
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

233. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মনোএল-দ্য-আসসুম্পসাঁও
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মনোএল-দ্য-আসসুম্পসাঁও

বিস্তারিত

234. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?

  • ক. ১৭৩৪ সালে
  • খ. ১৭৪২ সালে
  • গ. ১৭৪৩ সালে
  • ঘ. ১৭৫০ সালে

উত্তরঃ ১৭৪৩ সালে

বিস্তারিত

235. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

  • ক. মনোএল-দ্য-আসসুম্পসাঁও
  • খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  • গ. জন বিমস
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

বিস্তারিত

236. গৌড়ীয় ব্যাকরণ টি রচনা করেছেন কে ?

  • ক. সুকুমার সেন
  • খ. আবদুল হাই
  • গ. আজিজুল হক
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ রামমোহন রায়

বিস্তারিত

237. ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ?

  • ক. রোম
  • খ. গ্রিস
  • গ. ভারত
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

238. 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা -

  • ক. থ্রাকস
  • খ. প্লেটো
  • গ. ভাররো
  • ঘ. প্রিস্কিয়ান

উত্তরঃ ভাররো

বিস্তারিত

239. 'Dialogue' গ্রন্থটি লিখেছেন -

  • ক. থ্রাকস
  • খ. ভাররো
  • গ. প্লেটো
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ প্লেটো

বিস্তারিত

240. ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ -

  • ক. শহীদুল্লাহ
  • খ. পাণিনি
  • গ. সুনীতিকুমার
  • ঘ. যাস্ক

উত্তরঃ পাণিনি

বিস্তারিত

241. পাণিনি রচিত গ্রন্থটির নাম-

  • ক. মহাভাষ্য
  • খ. অষ্টাধ্যায়ী
  • গ. বাতিসূত্র
  • ঘ. De lingua Latina

উত্তরঃ অষ্টাধ্যায়ী

বিস্তারিত

242. 'গ্রাষ্মাতিকি তেকনি' গ্রন্থটি কোন ভাষায় রচিত ?

  • ক. সংস্কৃত
  • খ. বাংলা
  • গ. ইংরেজি
  • ঘ. গ্রিক

উত্তরঃ গ্রিক

বিস্তারিত

243. পতঞ্জলি ছিলেন একজন --- ব্যাকরণবিদ ?

  • ক. সংস্কৃত
  • খ. বাংলা
  • গ. গ্রিস
  • ঘ. লাতিন

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

244. প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম -

  • ক. De Lingua Latina
  • খ. Dialogue
  • গ. Poetics
  • ঘ. Institutiones Grammaticae

উত্তরঃ Institutiones Grammaticae

বিস্তারিত

245. বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ?

  • ক. ৬ ভাগে
  • খ. ৫ ভাগে
  • গ. ৪ ভাগে
  • ঘ. ৩ ভাগে

উত্তরঃ ৫ ভাগে

বিস্তারিত

246. যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয় ?

  • ক. তৎসম শব্দ
  • খ. দেশী শব্দ
  • গ. অর্ধতৎসম শব্দ
  • ঘ. তদ্ভব শব্দ

উত্তরঃ তদ্ভব শব্দ

বিস্তারিত

247. 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ?

  • ক. কোল ভাষা
  • খ. মুন্ডারী ভাষা
  • গ. তামিল ভাষা
  • ঘ. গুজরাটি ভাষা

উত্তরঃ তামিল ভাষা

বিস্তারিত

249. 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?

  • ক. তদ্ভব শব্দের
  • খ. অর্ধতৎসম শব্দের
  • গ. তৎসম শব্দের
  • ঘ. বিদেশী শব্দের

উত্তরঃ অর্ধতৎসম শব্দের

বিস্তারিত

250. 'হাত' কোন শব্দের উদাহারণ ?

  • ক. দেশী
  • খ. তৎসম শব্দ
  • গ. অর্ধতৎসম
  • ঘ. তদ্ভব শব্দ

উত্তরঃ তদ্ভব শব্দ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects