বাংলা সাহিত্য
201. ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- ক. পূরবী
- খ. শেষলেখা
- গ. আকাশ প্রদীপ
- ঘ. সেঁজুতি
উত্তরঃ শেষলেখা
202. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
- ক. জননী
- খ. সূর্য দীঘল বাড়ী
- গ. সারেং বৌ
- ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ সূর্য দীঘল বাড়ী
203. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ - এর রচয়িতা কে?
- ক. ভানু বন্দ্যোপাধ্যায়
- খ. চণ্ডীদাস
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
204. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- ক. মৃত্যুক্ষুধা
- খ. আলেয়া
- গ. ঝিলিমিলি
- ঘ. মধুমালা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
205. ‘বনফুল’ কার ছদ্মনাম?
- ক. প্রমথ চৌধুরী
- খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
- গ. যতীন্দ্রমোহন বাগচী
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
206. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
- ক. তুলসী লাহিড়ী
- খ. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- গ. দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
207. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ক. স্যার উইলিয়াম জোনস
- খ. স্যার উইলিয়াম কেরি
- গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
- ঘ. ব্রাসি হ্যালহেড
উত্তরঃ ব্রাসি হ্যালহেড
208. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. অক্ষয়কুমার দত্ত
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
209. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
- ক. বিদ্রোহী
- খ. প্রলয়োল্লাস
- গ. আনন্দময়ীর আগমনে
- ঘ. নারী
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
210. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
- ক. কমলে কামিনী
- খ. চক্ষুদান
- গ. বিধবা বিবাহ
- ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ কমলে কামিনী
212. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
- ক. সুকুমার সেন
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
213. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
214. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. প্রলয়োল্লাস
- ঘ. রক্তাম্বরধারিনী মা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
215. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
- ক. সমাপ্তি
- খ. দেনা-পাওনা
- গ. পোস্টমাস্টার
- ঘ. মধ্যবর্তিনী
উত্তরঃ সমাপ্তি
216. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. শহীদুল্লা কায়সার
- ঘ. রশীদ করিম
উত্তরঃ রশীদ করিম
218. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
- ক. ভাষার ইতিবৃত্ত
- খ. আধুনিক ভাষাতত্ত্ব
- গ. মনীষা মঞ্জুষা
- ঘ. আঞ্চলিক ভাষার অভিধান
উত্তরঃ মনীষা মঞ্জুষা
219. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
220. জসীমউদদীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
- ক. তত্ত্ববোধিনী পত্রিকা
- খ. ধুমকেতু
- গ. কল্লোল
- ঘ. কালি ও কলম
উত্তরঃ কল্লোল
221. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ - রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- ক. বলাকা
- খ. সোনার তরী
- গ. চিত্রা
- ঘ. পুনশ্চ
উত্তরঃ বলাকা
222. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হল-
- ক. অন্ত্যমিল আছে
- খ. অন্ত্যমিল নেই
- গ. চরণের প্রথমে মিল থাকে
- ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
উত্তরঃ অন্ত্যমিল নেই
223. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
- ক. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- খ. সুকুমার সেন
- গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. মুহম্মদ এনামুল হক
উত্তরঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
224. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
- ক. শেষের কবিতা
- খ. বলাকা
- গ. ডাকঘর
- ঘ. কালান্তর
উত্তরঃ শেষের কবিতা
225. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের রচনা?
- ক. কবিতা
- খ. পত্রিকা
- গ. উপন্যাস
- ঘ. ছোটগল্প
উত্তরঃ পত্রিকা